জ্যোতির্বিজ্ঞান পঞ্জিকা

(এফিমেরিস থেকে পুনর্নির্দেশিত)

'জ্যোতির্বিজ্ঞান পঞ্জিকা বা এফিমেরিস (ইংরেজি ভাষায়: Ephemeris) বলতে এক ধরনের তালিকা বা সারণিকে বোঝায় যাতে কোন নির্দিষ্ট সময়ে বা বিভিন্ন সময়ে আকাশে জ্যোতিষ্কসমূহের অবস্থান লিপিবদ্ধ থাকে। চাঁদ, সূর্য, গ্রহ এবং অন্যান্য তারাদের অবস্থান একটি নির্দিষ্ট পর্যায়কাল পর্যন্ত জ্যোতির্বিজ্ঞান পঞ্জিকাতে লিপিবদ্ধ করা থাকে। জ্যোতির্বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞান পঞ্জিকাতে অবস্থান লেখার জন্য সাধারণত গোলকীয় পোলার স্থানাংক ব্যবহার করেন, এক্ষেত্রে বিষুবাংশবিষুবলম্ব লিপিবদ্ধ করা হয়। গ্রিনিচ মানমন্দির এবং মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে প্রতি বছর দুটি করে জ্যোতির্বিজ্ঞান পঞ্জিকা প্রকাশ করা হয়।[]

প্রথম গ্রিক পত্রিকার প্রচ্ছদ পাতা। ভিয়েনা থেকে প্রকাশিত এই পাতার নাম রাখা হয়েছিল এফিমেরিস। এই সংখ্যাটি ১৭৯০ সালের।

জ্যোতিষ শাস্ত্রেও জ্যোতির্বিজ্ঞান পঞ্জিকা ব্যবহার করা হয়। জ্যোতিষীরা সাধারণত রাশিচক্রে ব্যবহৃত ভূকক্ষের সাপেক্ষে দ্রাঘিমাংশঅক্ষাংশ পরিমাপ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ephemeris, জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ, ফারসীম মান্নান মোহাম্মদী