এন৮০৪ (বাংলাদেশ)
বাংলাদেশের জাতীয় মহাসড়ক
এন৮০৪ (বাংলাদেশ) বা ফরিদপুর–ভাঙ্গা মহাসড়ক বাংলাদেশ একটি জাতীয় মহাসড়ক। এটি ফরিদপুর জেলায় অবস্থিত। এই মহাসড়কের দৈর্ঘ্য ৩২.০৬৩ কিলোমিটার (১৯.৯২৩ মাইল)।[২] ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাতায়াত করার ক্ষেত্রে এই সড়কের গুরুত্ব রয়েছে।
জাতীয় মহাসড়ক ৮০৪ | ||||
---|---|---|---|---|
ফরিদপুর–ভাঙ্গা মহাসড়ক ফরিদপুর–ঢাকা মহাসড়ক | ||||
পথের তথ্য | ||||
এএইচ১[১]-এর অংশ | ||||
দৈর্ঘ্য | ৩২.০৬৩ কিমি[২] (১৯.৯২৩ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
উত্তর (ফরিদপুর) প্রান্ত: | এন৭ রাজবাড়ী রাস্তার মোড় | |||
দক্ষিন (ভাঙ্গা) প্রান্ত: | ভাঙ্গা ইন্টারচেঞ্জ | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
গুরুত্বপূর্ণ সংযোগস্থল
সম্পাদনাউপজেলা | অবস্থান | সংযোগস্থলের নাম | সংযুক্ত সড়ক |
---|---|---|---|
সদর | গোয়ালচামট | রাজবাড়ী রাস্তার মোড় | এন৭ |
গোয়ালচামট | ভাঙ্গা রাস্তার মোড় (ফরিদপুর স্কয়ার) | এন৮০৩ | |
মুন্সিবাজার | খন্দকার নুরু মিয়া চত্বর | এন৮০৮ | |
বাখুন্ডা | জোয়াইড় মোড় | জেড৮৪০২ | |
ভাঙ্গা | ভাঙ্গা | ভাঙ্গা ইন্টারচেঞ্জ | এন৮ এন৮০৫ |
তথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে এন৮০৪ (বাংলাদেশ) সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ↑ "Regional Road Connectivity Bangladesh Perspective" (পিডিএফ) (English ভাষায়)। RHD। ফেব্রুয়ারি ১৯, ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭।
- ↑ ক খ গ "RHD Total Road List_22-07-2020.pdf" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১১।