এন৮০৪ (বাংলাদেশ)

বাংলাদেশের জাতীয় মহাসড়ক

এন৮০৪ (বাংলাদেশ) বা ফরিদপুর–ভাঙ্গা মহাসড়ক বাংলাদেশ একটি জাতীয় মহাসড়ক। এটি ফরিদপুর জেলায় অবস্থিত। এই মহাসড়কের দৈর্ঘ্য ৩২.০৬৩ কিলোমিটার (১৯.৯২৩ মাইল)।[] ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাতায়াত করার ক্ষেত্রে এই সড়কের গুরুত্ব রয়েছে।

জাতীয় মহাসড়ক ৮০৪ shield}}
জাতীয় মহাসড়ক ৮০৪
ফরিদপুর–ভাঙ্গা মহাসড়ক
ফরিদপুর–ঢাকা মহাসড়ক
মানচিত্র
বাংলাদেশের একটি জাতীয় মহাসড়ক.jpg
পথের তথ্য
এএইচ১[]-এর অংশ
দৈর্ঘ্য৩২.০৬৩ কিমি[] (১৯.৯২৩ মা)
প্রধান সংযোগস্থল
উত্তর (ফরিদপুর) প্রান্ত: এন৭ রাজবাড়ী রাস্তার মোড়
দক্ষিন (ভাঙ্গা) প্রান্ত: ভাঙ্গা ইন্টারচেঞ্জ
মহাসড়ক ব্যবস্থা
এন৮০৩ এন৮০৫
ফরিদপুর সদর উপজেলার নুরু মিয়া চত্বর, এখানে এন৮০৪ এর সাথে ফরিদপুর বাইপাস সড়ক সংযুক্ত হয়েছে
ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা বাজার সংলগ্ন বাখুন্ডা ব্রিজ, এই ব্রিজটি কুমার নদীর উপর নির্মিত হয়েছে
বাখুন্ডা বাজার সংলগ্ন

গুরুত্বপূর্ণ সংযোগস্থল

সম্পাদনা
উপজেলা অবস্থান সংযোগস্থলের নাম সংযুক্ত সড়ক
সদর গোয়ালচামট রাজবাড়ী রাস্তার মোড়   এন৭
গোয়ালচামট ভাঙ্গা রাস্তার মোড় (ফরিদপুর স্কয়ার)   এন৮০৩
মুন্সিবাজার খন্দকার নুরু মিয়া চত্বর   এন৮০৮
বাখুন্ডা জোয়াইড় মোড় জেড৮৪০২
ভাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা ইন্টারচেঞ্জ   এন৮  এন৮০৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Regional Road Connectivity Bangladesh Perspective" (পিডিএফ) (English ভাষায়)। RHD। ফেব্রুয়ারি ১৯, ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৭ 
  2. "RHD Total Road List_22-07-2020.pdf" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১১