এন৫১৫ (বাংলাদেশ)
বাংলাদেশের জাতীয় মহাসড়ক
এন৫১৫ (বাংলাদেশ) বা বগুড়া ২য় বাইপাস সড়ক[২] বাংলাদেশের একটি জাতীয় মহাসড়ক। বগুড়া ১ম বাইপাস সড়কে (এখন৫) অতিরিক্ত যানজটের কারণে ২০০৫ সালে এই ২য় বাইপাস সড়ক নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়।[৩]
জাতীয় মহাসড়ক ৫১৫ বগুড়া ২য় বাইপাস সড়ক | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ১৬ কিমি[১] (৯.৯ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
উত্তর প্রান্ত: | এন৫ / এন৫১৪–বিমান মোড় | |||
দক্ষিণ প্রান্ত: | এন৫–বনানী | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
ইতিহাস
সম্পাদনা২০০৫ সালে এই বাইপাস সড়ক নির্মাণের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ২০০৯ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বরাদ্দকৃত অর্থ শেষ হয়ে যায় সড়কের নির্মাণ কাজ বন্ধ ছিল। পরবর্তীতে আরও ৩ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে এই বাইপাস সড়কের নির্মাণ কাজ শেষ হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bogra 2nd Town By-Pass Road"। সড়ক ও জনপথ অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৮।
- ↑ "বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত"। বাংলা নিউজ ২৪। ২০২৪-০২-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৮।
- ↑ ক খ "বগুড়া দ্বিতীয় বাইপাস মহাসড়কে ৫ মাস দূরপাল্লার যান চলাচল বন্ধ"। দৈনিক সংগ্রাম। ২০১৫-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৮।