এনিড বেকওয়েল

ইংরেজ প্রমিলা ক্রিকেটার

অ্যানিড বেকওয়েল বা এনিড বেকওয়েল (ইংরেজি: Enid Bakewell; জন্ম: ১৬ ডিসেম্বর, ১৯৪০) নটিংহামশায়ারের নিউস্টিড ভিলেজে জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ প্রমিলা ক্রিকেটার। বিবাহ-পূর্ব তার নাম ছিল ‘এনিড টারটন’। ডানহাতি ব্যাটসম্যান এবং ধীরগতির বামহাতি বোলার হিসেবে সমান দক্ষতা প্রদর্শন করেন যা তাকে ইংল্যান্ড দলের সেরা অল-রাউন্ডারের মর্যাদা এনে দিয়েছে। নটিংহামশায়ারসহ ইস্ট মিডল্যান্ডস দলে পঞ্চাশ বছর বয়সেও খেলেছেন। এছাড়াও, ইসিবি কর্তৃক কোচ হিসেবে তিনি উত্তীর্ণ হয়েছেন।

এনিড বেকওয়েল
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনবামহাতি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা ১২ ২৩
রানের সংখ্যা ১,০৭৮ ৫০০
ব্যাটিং গড় ৫৯.৮৮ ৩৫.৭১
১০০/৫০ ৪/৭ ২/২
সর্বোচ্চ রান ১২৪ ১১৮
বল করেছে ২,৬৯৭ ১,৩১৩
উইকেট ৫০ ২৫
বোলিং গড় ১৬.৬২ ২১.১২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/৬১ ৩/১৩
ক্যাচ/স্ট্যাম্পিং
উৎস: ক্রিকইনফো, ৩ সেপ্টেম্বর ২০১৫

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

ইংল্যান্ড দলের পক্ষ হয়ে ১৯৬৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সময়কালে ১২টি টেস্ট এবং ২৩টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছেন। টেস্টে ৪টি শতকসহ ৫৯.৮৮ রান গড়ে ১,০৭৮ রান করেন। পাশাপাশি ১৬.৬২ গড়ে ৫০ উইকেট দখল করেন। ১৯৭৯ সালে এজবাস্টনে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে অপরাজিত ১১২* রানসহ ৭৫ রানে ১০ উইকেট পান।

সম্মাননা

সম্পাদনা

২০১০ সালে ইংল্যান্ডের রাচায়েল হেহো-ফ্লিন্ট এবং ২০১১ সালে অস্ট্রেলীয় বেলিন্ডা ক্লার্কের পর তিনি হচ্ছেন তৃতীয় প্রমিলা ক্রিকেটার যিনি ২০১২ সালে আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Fernando, Andrew (১৪ সেপ্টেম্বর ২০১২)। "Lara, Enid Bakewell inducted into Hall of Fame"ESPNcricinfoESPN Inc। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৩ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা