এনডিটিভি প্রফিট

ব্যবসায়মূলক ভারতীয় টিভি চ্যানেল
(এনডিটিভি প্রুপিট থেকে পুনর্নির্দেশিত)

এনডিটিভি প্রফিট হলো ২০০৫ সালের জানুয়ারিতে এনডিটিভি কর্তৃক চালু হওয়া একটি ব্যবসায়িক চ্যানেল।[]

এনডিটিভি প্রফিট
লোগো
উদ্বোধন২০০৫ ইংরেজি
বন্ধ৪ জুন ২০১৭; ৭ বছর আগে (2017-06-04)
মালিকানাএন.ডি.টিভি
চিত্রের বিন্যাস4:3 (576i, SDTV)
স্লোগানNews You Can Use.
দেশভারত
ভাষাইংরেজি
প্রচারের স্থানভারত
প্রধান কার্যালয়নয়া দিল্লি, মুম্বাই
প্রতিস্থাপনএনডিটিভি প্রাইম
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
এন.ডি.টিভি ২৪×৭
এনডিটিভি ইন্ডিয়া
এনডিটিভি গুড টাইমস
ওয়েবসাইটOfficial Website
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
এয়ারটেল ডিজিটাল টিভি (ভারত)চ্যানেল ৩০৫
টাটা স্কাই (ভারত)চ্যানেল ৫২০
ভিডিওকন ডি২এইচ (ভারত)চ্যানেল ৩৮৩
ক্যাবল
এশিয়ানেট ডিজিটাল (ভারত)চ্যানেল ৪৩২

লিডারশীপ অ্যাওয়ার্ড

সম্পাদনা

এনডিটিভি প্রফিট ব্যবসায়িক লিডারশীপ অ্যাওয়ার্ড ২০০৬ সালের জুলাইয়ে এনডিটিভি প্রুপিট কর্তৃক শুরু হয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কর্তৃক এই পুরস্কারটি প্রথম বাইরের উদ্যোক্তাদের দেওয়া হয়েছিল।

বন্ধ হয়ে যাওয়া

সম্পাদনা

২০১৭ সালের শুরুতে আয়কর বিভাগ কর্তৃক ৫২৫ কোটি টাকা কারচুপির অভিযোগের শিকার হন এন.ডি.টিভি ফলে তারা এনডিটিভি প্রফিট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।[][] এই সময়ে এনডিটিভি প্রফিট এনডিটিভি প্রাইম এর সাথে দ্বৈতভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করে এবং এটিই পরবর্তীতে এনডিটিভি প্রাইম হিসেবে পরিবর্তীত হয়।[]

প্রতিযোগী চ্যানেলসমূহ

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা