এডাপ্পাদি কে. পালানিস্বামী
এডাপ্পাদি কারুপা পালানিস্বামী (জন্ম ১২ই মে ১৯৫৪) একজন ভারতীয় রাজনৈতিক ব্যক্তি যিনি ইপিএস নামেও পরিচিত। তিনি বর্তমানে তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা[১]। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি তামিলনাড়ুর সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের ২৮শে মার্চ থেকে তিনি সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম দলের সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত রয়েছেন।[২]
এডাপ্পাদি কে. পালানিস্বামী | |
---|---|
১৮তম বিরোধী দলনেতা, তামিলনাড়ু বিধানসভা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১১ই মে, ২০২১ | |
মূখ্যমন্ত্রী | এম. কে. স্ট্যালিন |
পূর্বসূরী | এম. কে. স্ট্যালিন |
৭তম মূখ্যমন্ত্রী, তামিলনাড়ু | |
কাজের মেয়াদ ১৬ই ফেব্রুয়ারি, ২০১৭ – ৬ই মে, ২০২১ | |
গভর্নর | সি. বিদ্যাসাগর রাও বনওয়ারী লাল পুরোহিত |
পূর্বসূরী | ও. পনিরসেলভম |
উত্তরসূরী | এম. কে. স্ট্যালিন |
সদস্য, তামিলনাড়ু বিধানসভা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৩শে মে,২০১১ | |
পূর্বসূরী | ভি কাভেরি |
নির্বাচনী এলাকা | এডাপ্পাদি |
কাজের মেয়াদ ৬ই ফেব্রুয়ারি ১৯৮৯ – ১২ই মে ১৯৯৬ | |
পূর্বসূরী | গোবিন্দাস্বামী |
উত্তরসূরী | আই. গণেশন |
নির্বাচনী এলাকা | এডাপ্পাদি |
সাংসদ, লোকসভা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১০ই মার্চ ১৯৯৮ | |
পূর্বসূরী | কেপি রামালিঙ্গম |
উত্তরসূরী | এম কান্নাপান |
নির্বাচনী এলাকা | তিরুচেনগোড় লোকসভা কেন্দ্র |
৬ষ্ট সাধারণ সম্পাদক, সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৮শে মার্চ, ২০২৩ | |
ডেপুটি | কেপি মুনুসামি নাথাম আর. বিশ্বনাথন |
পূর্বসূরী | জয়ললিতা জয়রাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১২ই মে, ১৯৫৪ |
নাগরিকত্ব | ভারত |
রাজনৈতিক দল | সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম |
দাম্পত্য সঙ্গী | রথা পালিনিস্বামী |
সন্তান | মিঠুন কুমার (পুত্র) |
পিতামাতা | ভি. কারুপা গাউন্ডার(পিতা) থাভাসি আম্মাল (মা) |
বাসস্থান | রাজা আন্নামালাইপুরম , চেন্নাই (অফিসিয়াল) 6/77, সিলুভাম্পালিয়াম, নেদুনকুলাম, এডাপ্পাদি , সালেম জেলা , তামিলনাড়ু , ভারত (স্থায়ী) |
পেশা | রাজনীতি, কৃষিবিদ |
পুরস্কার | সাম্মানিক ডক্টরেট (2019) পল হ্যারিস ফেলো (2020) |
ডাকনাম | পুরাচি তামিলার এডাপ্পাদিয়ার ইপিএস |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাপালানিস্বামী তৎকালীন মাদ্রাজ (বর্তমানে তামিলনাড়ু) রাজ্যের সালেম জেলার একটি গ্রামের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন[৩]। স্কুলের পড়াশোনা শেষ করার পর তিনি শ্রী ভাসাভি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৪] পালানিস্বামীর স্ত্রীর নাম শ্রীমতি রথা পালানিস্বামী এবং তাদের একটি পুত্রসন্তান আছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Former CM and AIADMK leader Edappadi K Palaniswami elected LoP in Tamil Nadu Assembly"। India Today (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ Sivapriyan,DHNS, E. T. B.। "EC recognises EPS as AIADMK General Secretary"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ "From jaggery farmer to Tamil Nadu CM, Edappadi K Palaniswami is no pushover"। The Times of India। ২০২১-০৫-০৩। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।
- ↑ "Biographical Sketch of Member of 12th Lok Sabha"। web.archive.org। ২০১৯-০৪-০৭। Archived from the original on ২০১৯-০৪-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৪।