এডওয়ার্ড উইটেন
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (এপ্রিল ২০১৪) |
এডওয়ার্ড উইটেন (ইংরেজি: Edward Witten) (জন্ম আগস্ট ২৬, ১৯৫১) হলেন ফিল্ড্স পদক বিজয়ী একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির একজন অধ্যাপক। উইটেন স্ট্রিং তত্ত্ব (এম-তত্ত্বের আবিষ্কারক) এবং কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্বে বিশ্বের অন্যতম প্রধান গবেষক।
জীবনীসম্পাদনা
উইটেন ম্যারিল্যান্ডের বাল্টিমোরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৪ সালে এমএ এবং ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ডেভিড জোনাথন গ্রস। তিনি ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্রিন্সটনে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। [১]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (PDF)। ৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে এডওয়ার্ড উইটেন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |