এগারসিন্দুর ইউনিয়ন

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার একটি ইউনিয়ন

এগারসিন্দুর ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার একটি ইউনিয়ন[১][২]

এগারসিন্দুর
ইউনিয়ন
এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ
এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি ছবি
এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি ছবি
এগারসিন্দুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
এগারসিন্দুর
এগারসিন্দুর
এগারসিন্দুর বাংলাদেশ-এ অবস্থিত
এগারসিন্দুর
এগারসিন্দুর
বাংলাদেশে এগারসিন্দুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৯′৫৫″ উত্তর ৯০°৪০′৫৯″ পূর্ব / ২৪.৩৩১৯৪° উত্তর ৯০.৬৮৩০৬° পূর্ব / 24.33194; 90.68306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাপাকুন্দিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

এটা বহ্মপুএ নদীর তীরে অবস্থিত।যা পাকুন্দিয়া উপজেলা থেকে ১২ কিঃ মি দক্ষিণে অবস্থিত।এগারেসিন্দুর ইউনিয়নের পশ্চিম উত্তর কোনায় ময়মেনসিংহ জেলা দক্ষিণ পশ্চিম কোনায় গাজিপুর জেলা, এবং পূর্ব দক্ষিণ কোনায় নরসিংদী জেলা অবস্থিত।

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন ১৪.৭০ বর্গ কিলোমিটার।

৩৫,২৮৮ জন ( ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী )

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার :৮২℅

শিক্ষা প্রতিষ্ঠান

হাজী জাফর আলী কলেজ।

বারাবর সিনিয়র মাদ্রাসা।

মঠখোলা বহুমুখী উ্চ্চ বিদ্যালয়।

আসিয়া বারি আদর্শ বিদ্যালয়।

বাহাদিয়া উচৃচ বিদ্যালয়।

এগারোসিন্দুর ইশাঁ খা উচ্চ বিদ্যালয়।

মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসা।

দর্শনীয় স্থান সম্পাদনা

বারো ভুইয়ার প্রধান ইশাঁ খাঁ দুর্গ

বারো ভূইয়াঁদের অন্যতম সোনারগাঁর শাসক ঈসা খাঁর দুর্গ হিসাবে পরিচিত এগারসিন্দুর পাকুন্দিয়ার ঐতিহাসিক স্থান।

এছাড়া রয়েছেঃ

বেবুদ রাজার দীঘি।

আংটি চুড়ার বিল।

শাহ মাহমুদ মসজিদ।

খামা বিল।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এগারসিন্দুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  2. "পাকুন্দিয়া উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০