এক পহেলি লীলা

হিন্দি ভাষার চলচ্চিত্র
(এক পেহেলি লীলা থেকে পুনর্নির্দেশিত)

এক পহেলি লীলা হলো ২০১৫ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী থ্রিলার নাট্য চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন ববি খান এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার ও কৃষাণ কুমার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন, এছাড়াও রয়েছেন জয় ভানুশালী, রজনীশ দুগ্গাল, জাস অরোরা, মোহিত আহলাওয়াত ও রাহুল দেব। ভারতের যোধপুরে চলচ্চিত্রটির প্রধান চিত্রগ্রহণ শুরু হয়।[] চলচ্চিত্রটি ২০১৫ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এক পহেলি লীলা
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকববি খান
প্রযোজক
রচয়িতাববি খান
বান্টি রাঠোর
(সংলাপ)
শ্রেষ্ঠাংশে
সুরকারগান:
মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন
আমাল মালিক
ড. জিউস
টনি কক্কড়
উজাইর জয়সওয়াল
ব্যাকগ্রাউন্ড স্কোর:
মান্নান মুঞ্জাল
চিত্রগ্রাহকবাশালাল সৈয়দ
সম্পাদকনিতিন এফসিপি
প্রযোজনা
কোম্পানি
পেপার ডল এন্টারটেইনমেন্ট
পরিবেশকটি-সিরিজ
মুক্তি
  • ১০ এপ্রিল ২০১৫ (2015-04-10)
স্থিতিকাল১৪৪ মিনিট[]
দেশভারত
ভাষাহিন্দি
রাজস্থানী
নির্মাণব্যয়₹১৫০ মিলিয়ন[]
আয়প্রা. ₹২৭৪.৭ মিলিয়ন[]

অভিনয়ে

সম্পাদনা
  • সানি লিওন — লীলা (প্রথম জন্ম) / মীরা সিং (একই চেহারায় পুনর্জন্ম এবং রণবীরের সাথে বিবাহিত)
  • রজনীশ দুগ্গাল — শ্রাবণ (পূর্বজন্মে লীলার প্রেমিক)
  • জয় ভানুশালী — করণ (পুনর্জন্মে ভাইরাও)
  • রাহুল দেব — ভাইরাও
  • মোহিত আহলাওয়াত — যুবরাজ রণবীর সিং (পূর্বজন্মে শ্রাবণ এবং মীরার সাথে বিবাহিত)
  • জস অরোরা — যুবরাজ বিক্রম সিং
  • শিবানী টাকশালে — রাধিকা রনধাওয়া
  • ভিজে অ্যান্ডি — স্বভূমিকায়
  • আহসান কুরেশী — মান সিং
  • ড্যানিয়েল ওয়েবার — ফ্লাইট পাইলট (ক্ষণিক চরিত্রাভিনয়)
  • সন্দীপ ভোজক — যশবন্ত সিং

সাউন্ডট্র্যাক

সম্পাদনা
এক পহেলি লীলা
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১০ মার্চ ২০১৫
শব্দধারণের সময়মীত ব্রস রেকর্ডিং স্টুডিও
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৩৯:৫৪
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
নং.শিরোনামগীতিকারসুরকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."দেশী লুক"কুমারড. জিউসকনিকা কাপুর৩:২৭
২."তেরে বিন নাহি লাগে" (পুরুষ সংস্করণ
আসল সংস্করণের পুনঃনির্মাণ)
কুমারউজাইর জয়সওয়াল
(আমাল মালিক দ্বারা পুনঃনির্মিত)
উজাইর জয়সওয়াল৩:৪১
৩."সাইয়া সুপারস্টার"কুমারআমাল মালিকতুলসী কুমার৪:১০
৪."খুদা ভি"মনোজ মুনতাশিরটনি কক্কড়মোহিত চৌহান৫:০৩
৫."গ্ল্যামারাস আঁখিয়া"কুমারমীত ভ্রাতৃদ্বয় অঞ্জনমীত ভ্রাতৃদ্বয় অঞ্জন, কৃষ্ণ বেউড়া৪:৫৪
৬."ম্যায় হুঁ দিওয়ানা তেরা" (সোনু নিগম-এর ১৯৯৯ সালের গানের পুনঃনির্মাণ)কুমারমীত ভ্রাতৃদ্বয় অঞ্জন
(পুনঃনির্মিত)
অরিজিৎ সিং৫:২৪
৭."ঢোল বাজে" (হাম দিল দে চুকে সানাম-এর গানের পুনঃনির্মাণ)কুমারমীত ভ্রাতৃদ্বয় অঞ্জন
(পুনঃনির্মিত)
মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন, মোনালি ঠাকুর৫:৩৭
৮."তেরে বিন নাহি লাগে" (মহিলা সংস্করণ)কুমারউজাইর জয়সওয়াল
(আমাল মালিক দ্বারা পুনঃনির্মিত)
ঐশ্বর্যা মজমুদার, তুলসী কুমার, আলমগীর খান৪:৩১
৯."এক দো তিন চার"টনি কক্কড়টনি কক্কড়নেহা কক্কড়, টনি কক্কড়৩:১৩
মোট দৈর্ঘ্য:৩৯:৫৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "EK PAHELI LEELA (A)"Central Board of Film Certification। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৫ 
  2. Box Office Predictions: Ek Paheli Leela, Dharam Sankat Mein ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ এপ্রিল ২০১৫ তারিখে. Koimoi.com (9 April 2015). Retrieved on 14 July 2015.
  3. "Lifetime Business & Economics of EK PAHELI LEELA"Box Office Capsule। ২৯ এপ্রিল ২০১৫। ২৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. Hungama, Bollywood (২০১৪-০৬-১৩)। "Sunny Leone to play princess in Leela - Bollywood Hungama" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা