এক কাতার মসজিদ
লালমনিরহাট জেলার মসজিদ
এক কাতার মসজিদ লালমনিরহাট জেলার মুঘল আমলের একটি মসজিদ। মসজিদটি কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের হাজীপাড়া গ্রামে অবস্থিত।[১][২][৩]
এক কাতার মসজিদ | |
---|---|
বাম পাশে মূল মসজিদ ও ডানপাশে শিয়া সম্প্রদায়ের দাহা | |
স্থানাঙ্ক: ২৫°৫৯′৫১″ উত্তর ৮৯°১৮′২৪″ পূর্ব / ২৫.৯৯৭৫৭১০° উত্তর ৮৯.৩০৬৫৯৫০° পূর্ব | |
অবস্থান | হাজীপাড়া, গোড়ল ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলা, লালমনিরহাট |
শাখা/ঐতিহ্য | মুঘল আমলের মসজিদ |
স্থাপত্য তথ্য | |
ধরন | মুঘলীয় |
ধারণক্ষমতা | ১৪-১৫ জন[১] |
গম্বুজ | ০৩টি[১] |
ভবনের উপকরণ | ইট ও চুন-সুরকি[১] |
ইতিহাস
সম্পাদনামসজিদটি কত বছর আগে নির্মাণ হয়েছে তার সঠিক তথ্য কারও জানা নেই, নির্মাণ শৈলি দেখে ধারণা করা হয় এটি মোঘল আমলে নির্মিত।[১]
স্থানীয়রা ধারণা করেন, মসজিদটির বয়স ৫০০ বছরের বেশি।[২]
নামকরণ
সম্পাদনামসজিদটি নামকরণ করা হয়েছে এর এক বিশেষ বৈশিষ্ট্যের কারণে। মসজিদটিতে একটি মাত্র কাতারে সালাত আদায় করা যায়। একটি কাতারে ১৪-১৫ জন ব্যক্তি সালাত আদায় করতে পারে।
অবকাঠামো
সম্পাদনামসজিদটির সামনের থেকে বাম পাশে যিনি মসজিদটি স্থাপন করেছিলেন তার সমাধি রয়েছে এবং ডানপাশে রয়েছে শিয়া সম্প্রদায়ের দাহা।[২]
মসজিদর ০৩টি গম্বুজ রয়েছে। মসজিদটি নির্মাণে ইট ও চুন-সুরকি ব্যবহৃত হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "এখনও জামাত হয় ৫০০ বছরের পুরনো 'এক কাতার মসজিদে'"। সময় সংবাদ। ২০২৪-০৪-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫।
- ↑ ক খ গ আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট (২০২৪-০৪-০৫)। "৫০০ বছরের 'এক কাতার' মসজিদ"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৫।
- ↑ জামাল বাদশা, লালমনিরহাট (২০২৪-০৪-২৩)। "লালমনিরহাটে ৫০০ বছরের ঐতিহাসিক 'এক কাতার' মসজিদ"। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৬।
উইকিমিডিয়া কমন্সে এক কাতার মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।