অ্যাক্সেস কন্ট্রোল

(এক্সেস কন্ট্রোল থেকে পুনর্নির্দেশিত)

অ্যাক্সেস কন্ট্রোল, (ইংরেজি:Access Control) কোনো সংরক্ষণ ডিভাইস এর সাথে কোনো এপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যক্তির তথ্য আদান প্রদান এর সীমাবদ্ধতা,সংজ্ঞা এবং পরিসীমা নির্ধারনের কৌশল।

বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল সিকিউরিটি
একজন নাবিক কোনও গাড়ি সামরিক স্থাপনায় প্রবেশের অনুমতি দেওয়ার আগে একটি পরিচয়পত্র (আইডি) পরীক্ষা করছে

অ্যাক্সেস কন্ট্রোল কম্পিউটারের নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে মূলত আলোচনা করা হয়, কম্পিউটারের নানা রিসোর্স (যেমন, ফাইল, ডিভাইস, সার্ভিস) এ কোন ইউজার কীভাবে এক্সেস করতে পারবে, কীভাবে সেটা ব্যবহার করতে পারবে, কোন কাজটা করতে পারবে আবার কোন কাজটা করতে পারবেনা।