এএসএম আকরাম
আবু সালেহ মুহাম্মদ আকরাম (১৮৮৮, কলকাতা - এপ্রিল ১৯৬৮, লাহোর ) ছিলেন ঢাকা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি এবং পাকিস্তানের ফেডারেল কোর্টের (বর্তমানে পাকিস্তান সুপ্রিম কোর্ট ) প্রাক্তন বিচারপতি।
এ এস এম আকরাম | |
---|---|
![]() | |
জন্ম | ১৮৮৮ কলকাতা |
মৃত্যু | ১৯৬৮ লাহোর |
পেশা | বিচারপতি |
পরিচিতির কারণ | ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি |
বেঙ্গল বাউন্ডারি কমিশন
সম্পাদনাআকরাম ১৯৪৭ সালের জুন মাসে র্যাডক্লিফ অ্যাওয়ার্ডের জন্য বেঙ্গল বাউন্ডারি কমিশনে পাকিস্তানের দুই সদস্যের একজন ছিলেন [১] [ ভাল উৎস প্রয়োজন ] [২]
পাকিস্তান
সম্পাদনাপূর্ব পাকিস্তান
সম্পাদনাআকরাম ১৯৪৭ সালে ঢাকা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন [৩]
পাকিস্তানের ফেডারেল কোর্ট
সম্পাদনা১৯৫১ সালে, আকরাম পাকিস্তানের ফেডারেল কোর্টের বিচারক হন। ১৯৫৪ সালে তিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল রশিদের উত্তরাধিকারী হওয়ার ক্রমে ছিলেন কিন্তু গভর্নর-জেনারেল গোলাম মুহাম্মদের চাপে সরে দাঁড়ান এবং তার পরিবর্তে বিচারপতি মুহাম্মদ মুনিরকে নিযুক্ত করা হয়। [৪]
১৯৫২ সালে, তিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে হত্যার ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা খান নাজাফ খানের বিরুদ্ধে তদন্তের নেতৃত্ব দেন। [৫]
ইসলামী আদর্শ পরিষদ
সম্পাদনাআকরাম ১ আগস্ট ১৯৬২ থেকে ৫ ফেব্রুয়ারী ১৯৬৪ পর্যন্ত দায়িত্ব পালন করে ইসলামিক আইডিওলজি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান [৬]
মৃত্যু
সম্পাদনাআকরাম ১৯৬৮ সালের এপ্রিল মাসে লাহোরে মারা যান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Radcliff's Award (August 16, 1947)"। Guess Papers। ২১ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "Reports of International Arbitral Awards" (পিডিএফ)। UN legal website। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৩।
- ↑ Jafar, Abu (২০১২)। "Akram, Justice ASM"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Sehgal, Ikram (৪ অক্টোবর ২০০৭)। "Necessity and overkill"। দ্য ডেইলি স্টার (Editorial)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "Declassified US Embassy docs:- The Assassination of Liaquat Ali Khan"। Zimbio (Blog)। জুলাই ১৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "Chairmen"। Council of Islamic Ideology। ২১ নভেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১।