এইচঅ্যান্ডজে মল
এইচঅ্যান্ডজে মল হল ভারতের কোল্লাম মহানগর এলাকার করুণাগাপ্পলির একটি শপিং মল। মলটির মালিক করুণাগাপ্পল্লীর এনআরআই ব্যবসায়ী মিঃ হামিদ কুঞ্জু। [২] মলটি জমজমাট বাণিজ্য শহর করুণাগাপ্পল্লীর কেন্দ্রে অবস্থিত। এটি কোল্লাম মহানগর এলাকার দ্বিতীয় শপিং মল। ২৯ মার্চ ২০১৫ সালে চলচ্চিত্র অভিনেতা মাম্মুট্টি দ্বারা মলটি উদ্বোধন করা হয়েছিল। [৩] ১,৩০,০০০ ফু২ (১২,০০০ মি২) জায়গায় [১] ১০ তলা মলটি করুণাগাপ্পল্লীর অন্যতম গুরুত্বপূর্ণ শপিং গন্তব্য। এতে একটি কার্নিভাল সিনেমা থিয়েটার, ডাইনিং এরিয়া, এস্কেলেটর এবং দুটি লিফট রয়েছে। [৪]
অবস্থান | করুণাগাপ্পল্লী, কোল্লাম, ভারত |
---|---|
স্থানাঙ্ক | ৯°০২′৫৮″ উত্তর ৭৬°৩২′০৮″ পূর্ব / ৯.০৪৯৩৯৩° উত্তর ৭৬.৫৩৫৫৫২° পূর্ব |
ঠিকানা | লালাজী জংশন |
মালিক | হামেদু কুঞ্জু |
দোকান ও সেবার সংখ্যা | ২৫+ |
তলার মোট আয়তন | ১,৩০,০০০ ফু২ (১২,০০০ মি২)[১] |
তলার সংখ্যা | ১০ |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "H&J Mall"।
- ↑ "H&J Mall - Karunagappally"। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫।
- ↑ "H&J Mall Inauguration"। ১৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- ↑ "Carnival Kollam"। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫।