ঋষি পাহাড়

ভারতের পর্বত

ঋষি পাহাড় ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় হিমালয়ের একটি শৃঙ্গ। এটি নন্দা দেবী অভয়ারণ্য বেষ্টিত পর্বত শৃঙ্গরাজির উত্তর-পূর্ব কোণে এবং নন্দা দেবী জীবমণ্ডল সংরক্ষণের পূর্ব বহির্ভাগে অবস্থিত। ত্রিশূলীহরদেওলের এই শৃঙ্গের দক্ষিণে অবস্থিত। মিলাম হিমবাহের অবস্থান এটির পূর্ব দিকে। মিলাম,দুনাগিরি ও উত্তর ঋষি গঙ্গা উপত্যকাকে, ঋষি পাহার তিন ভাগে চিহ্নিত করেছে। ১৯৭৫ সালে পশ্চিম শৈলশিরা দিয়ে এই শৃঙ্গটি প্রথমবার আরোহণ হয়।

ঋষি পাহাড়
ঋষি পাহাড় ভারত-এ অবস্থিত
ঋষি পাহাড়
ঋষি পাহাড়
উত্তর ভারতে অবস্থান
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৬,৯৯২ মিটার (২২,৯৪০ ফুট)
সুপ্রত্যক্ষতা৬৫০ মি (২,১৩০ ফু) [১]
ভূগোল
অবস্থানপিথোরাগড়, উত্তরাখণ্ড, ভারত
মূল পরিসীমাকুমায়ুন হিমালয়
আরোহণ
প্রথম আরোহণ১৯৭৫
সহজ পথপূর্ব শৈলশিরা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Garhwal-Himalaya-Ost, 1:150,000 scale topographic map, prepared in 1992 by Ernst Huber for the Swiss Foundation for Alpine Research, based on maps of the Survey of India.