ঊষসী রায়

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী

ঊষসী রায় একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। স্টার জলসায় মিলন তিথি ধারাবাহিকে অহনা এবং জি বাংলায় বকুল কথা ধারাবাহিকে প্রধান ও নাম ভূমিকা বকুল চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত।[১]

ঊষসী রায়
জন্ম (1993-10-17) ১৭ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০)
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারত ভারতীয়
অন্যান্য নামরুবায়ী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৫ – বর্তমান
পরিচিতির কারণমিলন তিথি ও বকুল কথা কাদম্বিনী

ব‍্যক্তিগত জীবন সম্পাদনা

ঊষসী রায় ১৯৯৩ সালের ১৭ই অক্টোবরে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কমলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আশুতোষ কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

পেশা সম্পাদনা

তিনি জিতু কমলের বিপরীতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মিলন তিথিতে প্রধান চরিত্রে অভিনয় করে তার কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি স্টার জলসার গোয়েন্দা ধারাবাহিক জয় কালী কলকাতওয়ালিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি জি বাংলার বকুল কথাতে হানি বাফনার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।[২][৩] এছাড়াও তিনি মনোজ ওঝার বিপরীতে জি বাংলার ধারাবাহিক কাদম্বিনীতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। [৪] সম্প্রতি তিনি হইচই ওটিটি প্ল্যাটফর্মে "টুরু লাভ" নামক একটি মিনি ওয়েব ধারাবাহিকে অভিনয় করেন। এতে তার চরিত্রের নাম ছিল 'বৃন্দা চট্টোপাধ্যায়'। তিনি জি বাংলা সিনেমার চলচ্চিত্র "ইস্কাবনের রাণী"তে প্রধান চরিত্র 'লক্ষ্মী' হিসেবে অভিনয় করেন ।

টিভি সম্পাদনা

বছর ধারাবাহিক/অনুষ্ঠান চরিত্র সহশিল্পী চ‍্যানেল প্রোডাকশন সূত্র
২০১৫-২০১৭ মিলন তিথি অহনা/মীরা জিতু কমল স্টার জলসা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট
২০১৭ জয় কালী কলকাত্তাওয়ালী মুনিয়া স্টার জলসা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৭-২০২০ বকুল কথা বকুল হানি বাফনা জি বাংলা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট
২০১৮ -২০২১ দিদি নম্বর ওয়ান- মরসুম ৭,৮ বকুল,স্বয়ং প্রতিযোগিতা জি বাংলা জি বাংলা প্রোডাকশন
২০১৮ শক্তি রুপেনো দেবী বারাম চণ্ডী দেবী দূর্গার এক রূপ জি বাংলা জি বাংলা প্রোডাকশন
২০১৯ ১২ মাসে ১২ রুপে দেবীবরণ দেবী কামাখ্যা দেবী দূর্গার এক রূপ জি বাংলা জি বাংলা প্রোডাকশন
২০২০ কাদম্বিনী কাদম্বিনী মনোজ ওঝা জি বাংলা জি বাংলা প্রোডাকশন [৫]
২০২০ দূর্গা সপ্তশতি সম্ভামি যুগে যুগে দেবী সাতক্ষী দেবী দূর্গার এক রূপ জি বাংলা জি বাংলা প্রোডাকশন
২০২০ জি বাংলার সার্বজনীন দূর্গোৎসব স্বয়ং সঞ্চালক জি বাংলা জি বাংলা প্রোডাকশন

ওয়েব ধারাবাহিক সম্পাদনা

বছর ধারাবাহিক চরিত্র সহশিল্পী চ‍্যানেল প্রোডাকশন সূত্র
২০২১ টুরু লাভ বৃন্দা চট্টোপাধ্যায় প্রধান চরিত্র হইচই শ্রী ভেঙ্কটেশ ফিল্মস

পুরস্কার সম্পাদনা

বছর শিরোনাম বিভাগ ফলাফল সূত্র
২০১৭ স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড প্রিয় মিষ্টি সম্পর্ক জয়ী
২০১৮ জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড সেরা মেয়ে জয়ী
২০১৯ জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড সেরা নায়িকা জয়ী
২০১৯ কলকাতা গ্লিটজ ফিমেল আইকন অব দ্য ইয়ার জয়ী
২০২০ জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড সেরা বউমা জয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভগবানের আশীর্বাদে প্রেম জীবন ভালই: ঊষসী"Indian Express Bangla। ২০১৯-০৮-১২। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১ 
  2. "TV serial 'Bokul Kotha ' tops on the Trp Charts" 
  3. প্রতিবেদন, নিজস্ব। "ঊষসীর জীবনে 'ডার্টি ফেলো' কে?"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২১ 
  4. "Ushasi Ray starrer Kadambini to go off-air? - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 
  5. "Ushasi Ray to play Dr. Kadambini Ganguly in upcoming TV show - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৫ 

বহিঃসংযোগ সম্পাদনা