উৎপলদেব

ভারতীয় দার্শনিক

উৎপলদেব (আনুমানিক ৯২৫-৯৭৫ খ্রিস্টাব্দ[১]) কাশ্মীরের একজন ভারতীয় দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ ছিলেন। তিনি ত্রিকা শৈব ঐতিহ্যের অন্তর্গত ছিলেন এবং অদ্বৈত আদর্শবাদের প্রত্যবিজ্ঞা দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাবিদ।[২] তাঁর ঈশ্বর-প্রতিবিজ্ঞা-কারিকা (ভগবানের স্বীকৃতির শ্লোক) ছিল প্রত্যবিজ্ঞা দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় কাজ।[২] উৎপলদেব মহান ব্যাখ্যাকার অভিনবগুপ্তের উপর বড় প্রভাব ছিলেন, যাঁর কাজগুলি পরে উৎপলদেবের কাজগুলিকে ছাপিয়েছিল।[২] যাইহোক, ভারতবিদ রাফায়েল টোরেল্লার মতে "অভিনবগুপ্তের বেশিরভাগ ধারণাই উৎপলদেব ইতিমধ্যে যা ব্যাখ্যা করেছিলেন তারই বিকাশ।"[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. David Peter Lawrence, Kashmiri Shaiva Philosophy, Internet Encyclopedia of Philosophy
  2. Torella, Raffaele (2021), Utpaladeva: Philosopher of Recognition, pp. 1-3. DK Printworld (P) Ltd,
  3. Torella, Raffaele (2021), Utpaladeva: Philosopher of Recognition, p. 4. DK Printworld (P) Ltd,

বহিঃসংযোগ সম্পাদনা