উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়

বাঙালি লেখক ও সম্পাদক

উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (১২ অক্টোবর ১৮৮১—৩০ জানুয়ারি ১৯৬০) একজন বাঙালি সাহিত্যিক ও সম্পাদক।

জীবনী সম্পাদনা

উপেন্দ্রনাথের জন্মস্থান ব্রিটিশ ভারতে, বিহারের ভাগলপুরে। তবে তাঁদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগণা জেলার হালিশহর৷ তার পিতামহ রামধন গঙ্গোপাধ্যায় ভাগ্যান্বেষণে হালিশহর ত্যাগ করে ভাগলপুরে গমন করেন৷[১][২] তার পিতার নাম মহেন্দ্রনাথ। উপেন্দ্রনাথ শিক্ষালাভ করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজপ্রেসিডেন্সি কলেজে। বি এল পাশ করে ভাগলপুরে ওকালতি শুরু করেন তিনি। পরে আইনজীবী পেশা ত্যাগ করে সাহিত্যসেবায় আত্মনিয়োগ করেন। মাত্র বারো বছর বয়সে তার প্রথম রচনা প্রকাশিত হয়েছিল। তার প্রথম গল্পগ্রন্থ সপ্তক, ১৯১২ সালে প্রকাশিত হয়। তার সম্পাদনায় বাংলা মাসিক পত্রিকা বিচিত্রা প্রকাশিত হতে থাকে ১৯২৫ সাল থেকে।[৩] বিচিত্রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস পথের পাঁচালী প্রকাশিত হয়।[৪] সম্পাদক উপেন্দ্রনাথ, বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম প্রকাশ করে তাদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসেন।[৫][৬] তিনি আট বছর কাল গল্পভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। সাহিত্যকীর্তির স্বীকৃতি হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ১৯৫৫ সালে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করেন। এ ছাড়াও ১৯৫৮ সালে দিল্লী বিশ্ববিদ্যালয়ের নরসিংদাস পুরস্কার দেয় উপেন্দ্রনাথকে। তিনি ১৯৬০ সালে আনন্দবাজার পুরস্কার পান। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাগ্নে।[৩]

রচিত গ্রন্থ সম্পাদনা

  • সপ্তক
  • রাজপথ
  • দিকশুল
  • অস্তরাগ
  • ছদ্মবেশী
  • স্মৃতিকথা (চার খণ্ড)

তথ্যসূত্র সম্পাদনা

  1. Awara Messiah: A biography of Sarat Chandra Chatterjee, Vishnu Prabhakar, translated by Jai Ratan, B.R.Publishing Corporation, Delhi, 1989, আইএসবিএন ৮১-৭০১৮-৫৬৪-৫
  2. ঘোষ, অমরেন্দ্র কুমার। "শরৎ-প্রসঙ্গ"। কলিকাতা: ভাব ও লেখা। 
  3. "উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৩ 
  4. "বিভূতিভূষণের লেখক হয়ে ওঠা | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৩ 
  5. পিনাক বিশ্বাস। "উপেনবাবুর উপন্যাস আবিষ্কার"। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  6. প্রতিবেদক, নিজস্ব। "বাজি থেকে বাজিমাত"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৩