উনিওনে কালচো সাম্পদোরিয়া
উনিওনে কালচো সাম্পদোরিয়া (সাধারণত ইউসি সাম্পদোরিয়া অথবা শুধুমাত্র সাম্পদোরিয়া ইতালীয় উচ্চারণ: [sampˈdɔːrja] নামে পরিচিত) হচ্ছে সাম্পদোরিয়া ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯৪৬ সালের ১২ই আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইউসি সাম্পদোরিয়া তাদের সকল হোম ম্যাচ সাম্পদোরিয়ার স্তাদিও লুইগি ফেররারিসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৬,৫৩৬।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্লাউদিও রানিয়েরি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মাসসিমো ফেররেরো। ইতালীয় আক্রমণভাগের খেলোয়াড় ফাবিও কোয়াইয়ারেল্লা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | উনিওনে স্পোর্তিভা সাম্পদোরিয়া এস.পি.এ. | |||
---|---|---|---|---|
ডাকনাম | ই ব্লুকেরচিয়াতি (নীল বৃত্ত) লা সাম্প ইল দোরিয়া | |||
প্রতিষ্ঠিত | ১২ আগস্ট ১৯৪৬ | |||
মাঠ | স্তাদিও লুইগি ফেররারিস | |||
ধারণক্ষমতা | ৩৬,৫৩৬ | |||
সভাপতি | মাসসিমো ফেররেরো | |||
প্রধান কোচ | ক্লাউদিও রানিয়েরি | |||
লিগ | সেরিয়ে আ | |||
২০১৯–২০ | ১৫তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, ইউসি সাম্পদোরিয়া এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে আ, ৪টি কোপা ইতালিয়া, ১টি সুপারকোপ্পা ইতালিয়ানা এবং ২টি সেরিয়ে বি শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৯০ উয়েফা কাপ উইনার্স কাপ।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনা- চ্যাম্পিয়ন (১): ১৯৯০–৯১
- চ্যাম্পিয়ন (১): ১৯৯১
ইউরোপীয়
সম্পাদনা- রানার-আপ (১): ১৯৯১–৯২
- রানার-আপ (১): ১৯৯০
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "www.genoacfc.it"। ৯ ডিসেম্বর ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০০৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইতালীয়)