উদ্বোধন (পত্রিকা)
উদ্বোধন পত্রিকা বাংলা ভাষার অন্যতম প্রাচীন পত্রিকা। যা দীর্ঘ ১২৫ বছর নিরবচ্ছিন্ন ভাবে প্রকাশের গৌরব অর্জন করেছে। ১৮৯৮ সালের জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ এই পত্রিকাটি প্রবর্ত্তন। প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ ।[১] পরবর্তীকালে এই পত্রিকাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান বাংলা প্রকাশনা সংস্থা উদ্বোধন কার্যালয় গড়ে ওঠে।[২]
সম্পাদক | স্বামী কৃষ্ণনাথানন্দ |
---|---|
সাবেক সম্পাদক | স্বামী শিবার্চনানন্দ |
বিভাগ | বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির পত্রিকা |
প্রকাশনা সময়-দূরত্ব | মাসিক |
সংবহন | লক্ষাধিক |
প্রকাশক | রামকৃষ্ণ মঠ, বাগবাজার |
প্রতিষ্ঠাতা | স্বামী বিবেকানন্দ |
প্রতিষ্ঠার বছর | জানুয়ারি, ১৮৯৮ |
প্রথম প্রকাশ | ১৪ জানুয়ারি ১৮৯৯ |
সর্বশেষ প্রকাশ — সংখ্যা | ১২৫ বর্ষ [২০২৩] |
দেশ | ভারত |
ভিত্তি | ১, উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা - ৭০০০০৩ |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
আইএসএসএন | 0971-4316 |
ইতিহাস
সম্পাদনাউদ্বোধন পত্রিকা চালু করার আগে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র হিসেবে দুটি পত্রিকা চালু করেছিলেন। মাদ্রাজ (অধুনা চেন্নাই) থেকে চালু হয়েছিল ব্রহ্মবাদিন্ (বর্তমান নাম বেদান্ত কেশরী) এবং আলমোড়া থেকে চালু হয়েছিল প্রবুদ্ধ ভারত। প্রবুদ্ধ ভারত পরে কলকাতা থেকে প্রকাশিত হতে থাকে। কিন্তু এই দুটি পত্রিকাই ছিল ইংরেজি পত্রিকা। মিশনের কোনো বাংলা মুখপত্র না থাকায় ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দ উদ্বোধন পত্রিকা চালু করেন। স্বামী ত্রিগুণাতীতানন্দ এই পত্রিকার প্রথম সম্পাদক হন। ১৮৯৮ সালের ১৪ জানুয়ারি (১ মাঘ ১৩০৫ বঙ্গাব্দ) শ্যামবাজারের কম্বুলিয়াটোলায় ১৪নং রামচন্দ্র মৈত্র লেনে গিরিন্দ্রমোহন বসাকের বাড়িতে প্রতিষ্ঠিত 'উদ্বোধন প্রেস' হতে পাক্ষিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়।[৩]
১৯০৭ সালে তৎকালীন সম্পাদক স্বামী সারদানন্দ (শরৎ মহারাজ) পত্রিকার জন্য নিজস্ব বাড়ি তৈরি করেন। এই বাড়িটি উদ্বোধন বাটী বা মায়ের বাড়ি নামে পরিচিত। এই বাড়িটির একাংশ ব্যবহৃত হত রামকৃষ্ণ পরমহংসের পত্নী তথা রামকৃষ্ণ মিশনের সংঘজননী সারদা দেবীর কলকাতা বাসভবন হিসেবে।[২]
সম্পাদক
সম্পাদনা- স্বামী ত্রিগুণাতীতানন্দ, প্রথম সম্পাদক [১]
- স্বামী শুদ্ধানন্দ
- স্বামী সারদানন্দ
- স্বামী প্রজ্ঞানানন্দ
- স্বামী সারদানন্দ ও স্বামী মাধবানন্দ
- স্বামী সারদানন্দ, স্বামী দয়ানন্দ (তখন ব্রহ্মচারী বিমল) ও স্বামী গণেশানন্দ (তখন ব্রহ্মচারী শান্তিচৈতন্য)
- স্বামী বাসুদেবানন্দ
- স্বামী সুন্দরানন্দ
- স্বামী শ্রদ্ধানন্দ
- স্বামী নিরাময়ানন্দ
- স্বামী বিশ্রশ্রয়ানন্দ
- স্বামী ধ্যানানন্দ
- স্বামী অব্জজানন্দ
- স্বামী প্রমেয়ানন্দ
- স্বামী পূর্ণাত্মানন্দ
- স্বামী সর্বগানন্দ
- স্বামী শিবপ্রদানন্দ
- স্বামী ঋতানন্দ
- স্বামী চৈতন্যানন্দ
- স্বামী শিবার্চনানন্দ
- স্বামী কৃষ্ণনাথানন্দ (বর্তমান সম্পাদক)
উদ্বোধন কার্যালয়
সম্পাদনাউদ্বোধন কার্যালয় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান বাংলা প্রকাশনা সংস্থা। ১৮৯৯ সালে প্রকাশিত স্বামী বিবেকানন্দের রাজযোগ বইটি উদ্বোধন থেকে প্রকাশিত হয়। এটিই উদ্বোধনের প্রথম প্রকাশনা। প্রথম দিকে উদ্বোধন কার্যালয় থেকে ইংরেজি বইও প্রকাশিত হত। এখন রামকৃষ্ণ মঠ ও মিশনের ইংরেজি বইপত্র প্রকাশিত হয় মূলত অদ্বৈত আশ্রম ও চেন্নাই রামকৃষ্ণ মঠ থেকে।
উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত কয়েকটি উল্লেখযোগ্য বই হল:
- শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত
- শ্রীশ্রীরামকৃষ্ণলীলাপ্রসঙ্গ, রামকৃষ্ণ পরমহংসের প্রথম প্রামাণ্য জীবনী।
- স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা (দশ খণ্ডে)
- বেদান্তদর্শন (পাঁচ খণ্ডে)
- মাতৃসুধার ত্রিধারা
পাদটীকা
সম্পাদনা- ↑ ক খ "The Magazine"। udbodhan.org। ৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১২।
- ↑ ক খ Bimala Candra Datta (১৯৮০)। Sri Rámakrishna Tirthas: Confluence Of Devotion And Service, Vol. 1। Rámakrishna Vivekánanda Institute of Research & Culture। পৃষ্ঠা 72।
- ↑ "কলকাতার কড়চা-১২৫ বছর পেরিয়ে"। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১৪।