উদয় হাকিম
উদয় হাকিম (জন্ম: ২৫ মার্চ, ১৯৭৫) সমরেশ বসু সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশী লেখক, সাংবাদিক ও করপোরেট ব্যক্তিত্ব। তিনি ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক। রাইজিংবিডি ডটকমের সাবেক উপদেষ্টা সম্পাদক এবং ওয়ালটন গ্রুপের সাবেক জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক। [১]
উদয় হাকিম | |
---|---|
![]() | |
জন্ম | টাঙ্গাইল, বাংলাদেশ | ২৫ মার্চ ১৯৭৫
পেশা | সাংবাদিক, লেখক |
জাতীয়তা | বাংলাদেশী |
সময়কাল | বিংশ শতাব্দী |
উল্লেখযোগ্য পুরস্কার | সমরেশ বসু সাহিত্য পুরস্কার |
ওয়েবসাইট | |
https://udayhakim.com/ |
জন্ম ও শিক্ষাজীবনসম্পাদনা
উদয় হাকিম ১৯৭৫ সালের ২৫ মার্চ বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুরের বর্ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। [২]
কর্মজীবন ও সাংবাদিকতাসম্পাদনা
১৯৯৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দৈনিক প্রথম আলো, দৈনিক আমার দেশ, দৈনিক কালের কণ্ঠ, চ্যানেল আই ও সিএসবি নিউজ টিভিতে সাংবাদিকতা করেছেন। তিনি বর্তমানে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে উদ্যোক্তা-পরিচালকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল বিজনেস আওয়ার-এ বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।[৩] এর আগে তিনি অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। [৪] উদয় হাকিম বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকা’র নির্বাচিত সাধারণ সম্পাদক। [৫] এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহযোগী সদস্য এবং ঢাকা রিপোটার্স ইউনিটির সদস্য । [৬] তার উপস্থাপনায় রাইজিংবিডিতে প্রচারিত হয় সাহিত্য ও সংগীত বিষয়ক বিশেষ লাইভ শো ‘ত্রিবেণী’। [৭] উদয় হাকিম ২০১০ সালে ওয়ালটনে যোগ দেন। তিনি প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। [৮] ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি তিনি ওয়ালটন থেকে পদত্যাগ করেন। [৯] তিনি এফবিসিসিআইয়ের সদস্য। এছাড়া তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষকও।[১০]
রচনা ও প্রকাশনাসম্পাদনা
তিনি ৮টি গ্রন্থ রচনা করেছেন। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দার্জিলিঙে বৃষ্টি কালিম্পঙে রোদ’, ‘রহস্যময় আদম পাহাড়’, ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’, ‘হেলিচেয়ার’, ‘ভূতের মহাসমাবেশ’ ইত্যাদি।[১১]
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
উদয় হাকিম বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ‘সমরেশ বসু সাহিত্য পুরস্কার-২০২০’। ‘রহস্যময় আদম পাহাড়’ বইটির জন্য এই পুরস্কার পান তিনি।[১২][১৩]
উল্লেখযোগ্য প্রকাশনাসম্পাদনা
- দার্জিলিঙে বৃষ্টি কালিম্পঙে রোদ, (২০২১)
- রহস্যময় আদম পাহাড় (২০২০)
- সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা (২০১৯)
- হেলিচেয়ার, ভূতের মহাসমাবেশ
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "ওয়ালটন ছেড়ে ভিসতায় যোগ দিলেন উদয় হাকিম"। দৈনিক কালের কণ্ঠ। ০২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "উদয় হাকিমের 'রহস্যময় আদম পাহাড়' বইয়ের মোড়ক উন্মোচন করলেন অর্থমন্ত্রী"। দৈনিক প্রথম আলো। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ "ওয়ালটন ছেড়ে ভিসতায় যোগ দিলেন উদয় হাকিম"। দৈনিক ইনকিলাব। ০১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "রাইজিংবিডি'র উপদেষ্টা সম্পাদক হলেন উদয় হাকিম"। দৈনিক মানবকণ্ঠ। ১১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ "বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকা সভাপতি মোল্লা জালাল, সম্পাদক উদয় হাকিম"। দৈনিক যুগান্তর। ৩০ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ "বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকা সভাপতি মোল্লা জালাল, সম্পাদক উদয় হাকিম, প্রচার সম্পাদক বাহরাম"। দৈনিক কালের কণ্ঠ। ৩০ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ "উদয় হাকিমের উপস্থাপনায় ঈদে ৬ দিনব্যাপী লাইভ শো 'ত্রিবেণী'"। দৈনিক ভোরেরপাতা। ৩১ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ "ওয়ালটনের নির্বাহী পরিচালক হলেন উদয় হাকিম"। দৈনিক ইত্তেফাক। ১০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ "ওয়ালটন ছেড়ে ভিসতায় যোগ দিলেন উদয় হাকিম"। ঢাকা টাইমস। ০৫ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "'নাইট অব দ্য ইয়ার' পেলেন উদয় হাকিম"। জাগো নিউজ। ৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ "মেলায় উদয় হাকিমের নতুন বই"। সারা বাংলা ডটনেট। ১ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ "সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেলেন ২১ জন"। দৈনিক সমকাল। ৭ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।
- ↑ "সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেলেন উদয় হাকিম"। ঢাকা রিপোর্ট। ৬ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১।