উদয় হাকিম (জন্ম: ২৫ মার্চ, ১৯৭৫) সমরেশ বসু সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশী লেখক, সাংবাদিককরপোরেট ব্যক্তিত্ব। তিনি ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের উদ্যোক্তা-পরিচালক। রাইজিংবিডি ডটকমের সাবেক উপদেষ্টা সম্পাদক এবং ওয়ালটন গ্রুপের সাবেক জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক। [১]

উদয় হাকিম
উদয় হাকিম.jpg
জন্ম(১৯৭৫-০৩-২৫)২৫ মার্চ ১৯৭৫
টাঙ্গাইল, বাংলাদেশ
পেশাসাংবাদিক, লেখক
জাতীয়তাবাংলাদেশী
সময়কালবিংশ শতাব্দী
উল্লেখযোগ্য পুরস্কারসমরেশ বসু সাহিত্য পুরস্কার
ওয়েবসাইট
https://udayhakim.com/

জন্ম ও শিক্ষাজীবনসম্পাদনা

উদয় হাকিম ১৯৭৫ সালের ২৫ মার্চ বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুরের বর্ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। [২]

কর্মজীবন ও সাংবাদিকতাসম্পাদনা

১৯৯৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দৈনিক প্রথম আলো, দৈনিক আমার দেশ, দৈনিক কালের কণ্ঠ, চ্যানেল আই ও সিএসবি নিউজ টিভিতে সাংবাদিকতা করেছেন। তিনি বর্তমানে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে উদ্যোক্তা-পরিচালকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল বিজনেস আওয়ার-এ বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।[৩] এর আগে তিনি অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। [৪] উদয় হাকিম বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকা’র নির্বাচিত সাধারণ সম্পাদক। [৫] এছাড়া তিনি জাতীয় প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সহযোগী সদস্য এবং ঢাকা রিপোটার্স ইউনিটির সদস্য । [৬] তার উপস্থাপনায় রাইজিংবিডিতে প্রচারিত হয় সাহিত্য ও সংগীত বিষয়ক বিশেষ লাইভ শো ‘ত্রিবেণী’। [৭] উদয় হাকিম ২০১০ সালে ওয়ালটনে যোগ দেন। তিনি প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। [৮] ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি তিনি ওয়ালটন থেকে পদত্যাগ করেন। [৯] তিনি এফবিসিসিআইয়ের সদস্য। এছাড়া তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষকও।[১০]

রচনা ও প্রকাশনাসম্পাদনা

তিনি ৮টি গ্রন্থ রচনা করেছেন। তার লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দার্জিলিঙে বৃষ্টি কালিম্পঙে রোদ’, ‘রহস্যময় আদম পাহাড়’, ‘সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা’, ‘হেলিচেয়ার’, ‘ভূতের মহাসমাবেশ’ ইত্যাদি।[১১]

পুরস্কার ও সম্মাননাসম্পাদনা

উদয় হাকিম বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ‘সমরেশ বসু সাহিত্য পুরস্কার-২০২০’। ‘রহস্যময় আদম পাহাড়’ বইটির জন্য এই পুরস্কার পান তিনি।[১২][১৩]

উল্লেখযোগ্য প্রকাশনাসম্পাদনা

  • দার্জিলিঙে বৃষ্টি কালিম্পঙে রোদ, (২০২১)
  • রহস্যময় আদম পাহাড় (২০২০)
  • সুন্দরী জেলেকন্যা ও রহস্যময় গুহা (২০১৯)
  • হেলিচেয়ার, ভূতের মহাসমাবেশ

তথ্যসূত্রসম্পাদনা

  1. "ওয়ালটন ছেড়ে ভিসতায় যোগ দিলেন উদয় হাকিম"দৈনিক কালের কণ্ঠ। ০২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "উদয় হাকিমের 'রহস্যময় আদম পাহাড়' বইয়ের মোড়ক উন্মোচন করলেন অর্থমন্ত্রী"দৈনিক প্রথম আলো। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  3. "ওয়ালটন ছেড়ে ভিসতায় যোগ দিলেন উদয় হাকিম"দৈনিক ইনকিলাব। ০১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. "রাইজিংবিডি'র উপদেষ্টা সম্পাদক হলেন উদয় হাকিম"। দৈনিক মানবকণ্ঠ। ১১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  5. "বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকা সভাপতি মোল্লা জালাল, সম্পাদক উদয় হাকিম"দৈনিক যুগান্তর। ৩০ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  6. "বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকা সভাপতি মোল্লা জালাল, সম্পাদক উদয় হাকিম, প্রচার সম্পাদক বাহরাম"দৈনিক কালের কণ্ঠ। ৩০ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  7. "উদয় হাকিমের উপস্থাপনায় ঈদে ৬ দিনব্যাপী লাইভ শো 'ত্রিবেণী'"দৈনিক ভোরেরপাতা। ৩১ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  8. "ওয়ালটনের নির্বাহী পরিচালক হলেন উদয় হাকিম"দৈনিক ইত্তেফাক। ১০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  9. "ওয়ালটন ছেড়ে ভিসতায় যোগ দিলেন উদয় হাকিম"ঢাকা টাইমস। ০৫ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  10. "'নাইট অব দ্য ইয়ার' পেলেন উদয় হাকিম"জাগো নিউজ। ৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  11. "মেলায় উদয় হাকিমের নতুন বই"সারা বাংলা ডটনেট। ১ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  12. "সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেলেন ২১ জন"দৈনিক সমকাল। ৭ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১ 
  13. "সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেলেন উদয় হাকিম"ঢাকা রিপোর্ট। ৬ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২১