উত্তর বাদেপাশা ইউনিয়ন

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

উত্তর বাদেপাশা ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[২]

উত্তর বাদেপাশা ইউনিয়ন
ইউনিয়ন
১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ
ডাকনাম: বাদেবাশা
উত্তর বাদেপাশা ইউনিয়ন সিলেট বিভাগ-এ অবস্থিত
উত্তর বাদেপাশা ইউনিয়ন
উত্তর বাদেপাশা ইউনিয়ন
উত্তর বাদেপাশা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
উত্তর বাদেপাশা ইউনিয়ন
উত্তর বাদেপাশা ইউনিয়ন
বাংলাদেশে উত্তর বাদেপাশা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৫′২৩.০০০″ উত্তর ৯২°৩′৫১.০০১″ পূর্ব / ২৪.৭৫৬৩৮৮৮৯° উত্তর ৯২.০৬৪১৬৬৯৪° পূর্ব / 24.75638889; 92.06416694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
উপজেলাগোলাপগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১০ ডিসেম্বর ১৯৭১
আয়তন
 • মোট২,১৯৭ হেক্টর (৫,৪২৮ একর)
জনসংখ্যা
 • মোট২২,৫৩৯
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৪.৫০%[১] (২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী)।
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৩৮ ৭৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান সম্পাদনা

সিলেট হতে জকিগঞ্জ রোডে গোলাপগঞ্জ হয়ে ঢাকাদক্ষিণ রোডে এসে আছিরগঞ্জ নেমে খেয়া পাড়ী দিয়ে বাগলা হয়ে রাকুয়ার বাজারে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত।[২]

ইতিহাস সম্পাদনা

স্বাধীনতা পূর্বে উত্তর বাদেপাশা এবং দক্ষিণ বাদেপাশা বর্তমান শরীফগঞ্জ ইউনিয়ন একত্রে বাদেপাশা নামে একটি ইউনিয়ন ছিল যা ১৯৭১ সালে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন নামে স্থাপিত হয়। প্রথম নির্বাচিত চেয়ারম্যান- মোঃ গজনফর আলী[২][৩]

প্রশাসনিক অঞ্চল সম্পাদনা

এই ইউনিয়নটি নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  • খাগাইল
  • আমকোনা
  • খাস
  • নোয়াই
  • মোল্লার চক
  • ছয়ঘরী
  • বাগলা উত্তরাংশ
  • বাগলা দক্ষিণাংশ
  • কেওটকোনা
  • আলমপুর
  • উত্তর আলমপুর
  • সতুনমর্দন
  • বাদেপাশা
  • জামিরা
  • আনন্দপুর

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

মোট আয়তন-  ৫৩৮০.৩৬ একর (২১.৭৮ বর্গ কিঃমিঃ) = ২১৭৮.২৮ হেক্টর। মোট জনসংখ্যা ২৮০৬১ জন (২০১৬ সালের নিবন্ধন রেজিষ্টার অনুযায়ী)  পুরুষ- ১৪৮৩২ জন, মহিলা- ১৩২২৯ জন।[২]

শিক্ষা সম্পাদনা

সাক্ষরতার হারঃ- ৪৪.৫০ % (২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী) [১]

শিক্ষা প্রতিষ্ঠানঃ[২]

  • মাধ্যমিক বিদ্যালয় ২ টি।
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১ টি।
  • সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩ টি।
  • সরকারি  মাদ্রাসা ৩ টি।
  • কওমি মাদ্রাসা ১ টি।
  • ডিগ্রী কলেজ ১ টি।

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানঃ-

  • কুশিয়ারা ডিগ্রী কলেজ
  • আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসা
  • বনগ্রাম ইসলামী একাডেমী এন্ড বালিকা মাদ্রাসার
  • বাদেপাশা হাফিজিয়া দাখিল মাদ্রাসা

দর্শনীয় স্থান সম্পাদনা

 
সিলেটের ঐতিহাসিক কুশিয়ারা নদী

কুশিয়ারা নদী[২][৩]

হাট-বাজার, খাল ও নদী সম্পাদনা

উল্লেখযোগ্য বাজারঃ- রাকুয়ার বাজার, আছিরগঞ্জ বাজার, আমকোনা বাজার, আছিরগঞ্জ বাজার, শান্তির বাজার, সুপাটেক, শান্তির বাজার, ডেপুটি বাজার। নদীঃ- কুশিয়ারা ও বরুদল। অনেক খাল রয়েছে তার মধ্যে আছিরগঞ্জ খাল ও মুক্তির খাল অন্যতম। [২]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গোলাপগঞ্জ উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ 
  2. "উত্তর বাদেপাশা ইউনিয়ন"uttarbadepashaup.sylhet.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ 
  3. আনোয়ার, শাহজাহান (নভেম্বর ১৯৯৬)। গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য। প্রথম প্রকাশ। 
  4. "সিলেটের বরেণ্য আলেম শফিকুল হক আমকুনী আর নেই"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ 
  5. "প্রবীণ আলেম শফিকুল হক আমকুনী আর নেই, সিলেটে শোকের ছায়া"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ 
  6. "মাওলানা শফিকুল হক আমকুনীর ইন্তেকাল"দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা