উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদ

ভারতের একটি স্বায়ত্তশাসিত জেলা পরিষদ

উত্তর কাছার পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদ বা উত্তর কাছার পার্বত্য স্ব-শাসিত পরিষদ (এনসিএইচএসি) হচ্ছে ভারতের আসাম রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তথা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ[১] এটি ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পরিষদ নামেও পরিচিত। ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের বিধান অনুসারে আসামের ডিমা হাছাও জেলা পরিচালনা এবং এই অঞ্চলে পার্বত্য জনগণের উন্নয়নের লক্ষ্যে এটি গঠিত হয়েছে। এর সদর দপ্তর ডিমা হাছাও জেলার হাফলংয়ে অবস্থিত।

উত্তর কাছার পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদ
প্রতীক বা লোগো
ধরন
ধরন
নেতৃত্ব
চেয়ারপারসন
রানু লংথাসা
প্রধান নির্বাহী কাউন্সিলর
দেবোয়াল গোরলোসা
আসন৩০ জন কাউন্সিলর
নির্বাচন
২৮ জন প্রত্যক্ষ ভোটে
২ জন মনোনীত
সভাস্থল
হাফলং
ওয়েবসাইট
dimahasao.gov.in

এই পরিষদে মোট ৩০ জন সদস্য তথা কাউন্সিলর রয়েছে। তাদের মধ্যে ২৮ জন জনগণের ভোটে নির্বাচিত হন এবং বাকি ২ জন আসাম সরকার কর্তৃক মনোনীত হন।[২] এই পরিষদের প্রধান একজন প্রধান নির্বাহী কাউন্সিলর। বর্তমানে এই দায়িত্বে আছেন রানু লংথাসা।[৩]

নির্বাচনী এলাকা সম্পাদনা

ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনী এলাকা গুলো হলো:

  1. হাফলং
  2. জাটিংগা
  3. বোরাইল
  4. মহুর
  5. জিনাম
  6. হাংরুম
  7. লাইসং
  8. দাউতোহাজা
  9. মাইবাং পূর্ব
  10. মাইবাং পশ্চিম
  11. কালাচাঁদ
  12. ওয়াজাও
  13. হাজাদিসা
  14. লাংটিং
  15. হাতিখালী
  16. দিয়ুংমুখ
  17. গরমপানি
  18. খারথং
  19. দেহাঙ্গি
  20. গুনজং
  21. হাডিংমা
  22. দিহমলই
  23. হারাঙ্গাজাও
  24. হামরি
  25. নিম্ন খারথং
  26. ডলং
  27. ডিগের
  28. সেমখোর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "North Cachar Hills district, Dima Hasao, Informations about dima hasao, tourist places, hospitals in dima hasao"www.assaminfo.com। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০২০ 
  2. "161 candidates in fray for the NCHAC polls"। এপ্রিল ২৬, ২০১৩। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০২০ – The Economic Times-এর মাধ্যমে। 
  3. Singh, Bikash (অক্টোবর ১১, ২০১৯)। "Inquiry ordered into Kopili hydro power project pipeline rapture"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০২০ – The Economic Times-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ সম্পাদনা