উত্তর আসাম বিভাগ
উত্তর আসাম একটি কমিশনারের অধীনে আসামের প্রশাসনিক বিভাগ, এর প্রশাসনিক দপ্তর তেজপুরে অবস্থিত। এটি নিম্নলিখিত জেলাগুলি নিয়ে গঠিত: শোণিতপুর জেলা, লখিমপুর জেলা, বিশ্বনাথ জেলা এবং দারং ।[১]
উত্তর আসাম | |
---|---|
আসামের সংমন্ডল | |
তেজপুর, উত্তর আসামের উল্লেখযোগ্য শহর | |
দেশ | ভারত |
রাজ্য | আসাম |
সদর দপ্তর | তেজপুর |
সরকার | |
• কমিশনার | এম.আঙ্গামুথু , আইএএস |
জনসংখ্যা | |
• মোট | ৭৫,০০,০০০ |
সময় অঞ্চল | ইউ টি সি +০৫:৩০ (ভারতীয় মান সময়) |
ওদালগুড়ি জেলা সম্পাদনা
বড়োল্যান্ড গঠিত হলে এই জেলাকে বিভাগ থেকে আলাদা করে বড়োল্যান্ড-এ যুক্ত করা হয়।
লখিমপুর জেলা সম্পাদনা
উজনি আসাম বিভাগ থেকে এই জেলাকে এই বিভাগে যুক্ত করা হয় ।
বিশ্বনাথ জেলা সম্পাদনা
নবগঠিত এই জেলা তার জন্মলগ্ন থেকেই এই বিভাগে যুক্ত রয়েছে ।
দরং জেলা সম্পাদনা
প্রস্তাবিত কামরূপ বিভাগ গঠিত হলে এই জেলাকে এখন থেকে আলাদা করে কামরূপ-এ যুক্ত করার প্রস্তাবনা রয়েছে ।
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Divisions Assam"। ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২০।