উত্তর আফ্রিকান ফুটবল ইউনিয়ন

উত্তর আফ্রিকান ফুটবল ইউনিয়ন (ইউএনএএফ; আরবি: اتحاد شمال إفريقيا لكرة القدم, প্রতিবর্ণীকৃত: Ittiḥād Shamāl Ifrīqyā li-Kurat al-Qadam; ফরাসি: Union nord-africaine de football) একটি অ্যাসোসিয়েশন ফুটবল আয়োজক সংস্থা। এটি ২০০৫ সালে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (সিএএফফ), আলজেরিয়া, মিশর, লিবিয়া, মরক্কো এবং তিউনিসিয়ার উত্তর আফ্রিকান সদস্যদের দ্বারা চালু হয়েছিল। প্রতিষ্ঠাতাটির প্রেসিডেন্টর পদ পাঁচটি দেশের মধ্যে ঘোরানো হবে।[১]

উত্তর আফ্রিকান ফুটবল ইউনিয়ন
اتـحـاد شـمـال إفـريـقـيـا لـكـرة الـقـدم
গঠিত২৬ ফেব্রুয়ারি ২০০৫
ধরনক্রীড়া সংস্থা
সদরদপ্তরতিউনিস, তিউনিসিয়া
যে অঞ্চলে
উত্তর আফ্রিকা
সদস্যপদ
দাপ্তরিক ভাষা
আরবি, ইংরেজি, ফরাসি এবং স্পেনীয়
প্রেসিডেন্ট
লিবিয়া আবদেলহাকিম আল-শালমানি
অনুমোদনসিএএফ
ওয়েবসাইটwww.UNAFonline.org

সদস্য সম্পাদনা

কোড সংঘ প্রতিষ্ঠিত ফিফা অধিভুক্তি সিএএফ অধিভুক্তি ইউএএফএ অধিভুক্তি ইউএনএএফ অধিভুক্তি আইওসি সদস্য
ALG   আলজেরিয়া ১৯৬২ ১৯৬৩ ১৯৬৪ ১৯৭৪ ২০০৫ হ্যাঁ
EGY   মিশর ১৯২১ ১৯২৩ ১৯৫৭ ১৯৭৪ ২০০৫ হ্যাঁ
LBY   লিবিয়া ১৯৬২ ১৯৬৪ ১৯৬৫ ১৯৭৪ ২০০৫ হ্যাঁ
MAR   মরক্কো ১৯৫৫ ১৯৬০ ১৯৫৯ ১৯৭৬ ২০০৫ হ্যাঁ
TUN   তিউনিসিয়া ১৯৫৭ ১৯৬০ ১৯৬০ ১৯৭৬ ২০০৫ হ্যাঁ

প্রতিযোগিতা সম্পাদনা

ইউএনএএফ বেশ কয়েকটি প্রতিযোগিতা পরিচালনা করে যা পুরুষ, মহিলা, যুব, ক্লাব এবং ফুটসাল কভার করে।

বর্তমান শিরোপাধারী সম্পাদনা

প্রতিযোগিতা বছর চ্যাম্পিয়নস শিরোপা রানার্স আপ পরবর্তী সংস্করণ সর্বাধিক শিরোপা
জাতীয় দল (পুরুষ)
অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট ২০১১   সৌদি আরব ১ম   আলজেরিয়া ২০২২   আলজেরিয়া (২)
অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট ২০২১   তিউনিসিয়া ২য়   মিশর ২০২২   তিউনিসিয়া (৭)
অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট ২০১৯   মরক্কো ১ম   মিশর টিবিএ   মরক্কো(১)

  তিউনিসিয়া(১)

অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ২০২১   আলজেরিয়া ২য়   তিউনিসিয়া টিবিডি   আলজেরিয়া(৪)

  তিউনিসিয়া(৪)

অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট ২০২২   মিশর ১ম   মরক্কো টিবিডি   মৌরিতানিয়া(১)

  তিউনিসিয়া(১)  মিশর(১)

অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট ২০১৯   মরক্কো ২য়   আলজেরিয়া টিবিএ   মরক্কো (২)
ফুটসাল টুর্নামেন্ট ২০১০   লিবিয়া ৩য়   মরক্কো টিবিএ   লিবিয়া (৩)
স্কুল পুরুষদের টুর্নামেন্ট ২০২২   স্কুল আল হাদি আল আয়াদি ১ম   স্কুল বউমারডেস টিবিএ
জাতীয় দল (মহিলা)
মহিলাদের টুর্নামেন্ট ২০২০   মরক্কো ১ম   তানজানিয়া টিবিএ   মরক্কো (১)

  তিউনিসিয়া (১)

অনূর্ধ্ব-২১ মহিলা টুর্নামেন্ট ২০১৯   আলজেরিয়া ১ম   মরক্কো টিবিএ   আলজেরিয়া (১)
অনূর্ধ্ব-২০ মহিলা টুর্নামেন্ট ২০২০   মরক্কো ২য়   তানজানিয়া টিবিএ   মরক্কো (২)
স্কুল মহিলাদের টুর্নামেন্ট ২০২২   স্কুল আল-খাত্তাব দে রাবাত   স্কুল লারুই ডি সুসে টিবিএ
ক্লাব দল (পুরুষ)
ক্লাব কাপ ২০১৫   রাজা কাসাব্লাঙ্কা ১ম   ইসমাইলী এসসি টিবিএ   রাজা কাসাব্লাঙ্কা (১)
ক্লাব দল (মহিলা)
মহিলা ক্লাব টুর্নামেন্ট ২০০৯   এএসএফ সাহেল ১ম   ওয়াদি দেগলা টিবিএ   এএসই আলজার কেন্দ্র (১)

  এফসি বেরেচিড (১)

  এএসএফ সাহেল(১)

সিএএফফ মহিলা চ্যাম্পিয়ন্স লিগ ইউএনএএফ কোয়ালিফায়ার ২০২২   এস ফার ১ম   আফাক রেলিজানে ২০২৩

বিলুপ্ত প্রতিযোগিতা সম্পাদনা

প্রতিযোগিতা বছর চ্যাম্পিয়নস শিরোপা রানার্স আপ - সর্বাধিক শিরোপা
ক্লাব দল (পুরুষ)
ইউএনএএফ কাপ অফ চ্যাম্পিয়নস ২০১০   রাজা কাসাব্লাঙ্কা ১ম   এমসি আলগার -   ক্লাব আফ্রিকান (২)
ইউএনএএফ কাপ বিজয়ী কাপ ২০১০   ই এস সেটিফ ১ম   আল-নাসর বেনগাজি - -
ইউএনএএফ সুপার কাপ ২০১০   ই এস সেটিফ ১ম   সিএস স্ফ্যাক্সিন ৩টি দল (প্রতিটি ১টি শিরোপা)   ইএস সেটিফ (১)

র‍্যাঙ্কিং সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Shaheen, Amr (২০ ফেব্রুয়ারি ২০০৫)। "North Africa to get federation"BBC Sport। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-০৬ 
  2. "The FIFA/Coca-Cola World Ranking (Men) - CAF Region"। FIFA। ৪ জুন ২০১৫। নভেম্বর ২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "The FIFA/Coca-Cola World Ranking (Women) - CAF Region"। FIFA। ২০১১-১২-২৩। জুন ৪, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা