উড়ে যায় বকপক্ষী

বাংলাদেশি টেলিভিশন ধারাবাহিক

উড়ে যায় বকপক্ষী হল একটি বাংলাদেশি হাস্যরসাত্মক-নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিক। এটি রচনা এবং পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মেহের আফরোজ শাওন, মাসুম আজিজ, ড. ইনামুল হক, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, মনিরা মিঠু, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, রিয়াজ প্রমুখ।

উড়ে যায় বকপক্ষী
উড়ে যায় বকপক্ষী
ধরনহাস্যরসাত্মক এবং সামাজিক
নির্মাতাহুমায়ূন আহমেদ
লেখকহুমায়ূন আহমেদ
পরিচালকহুমায়ূন আহমেদ
অভিনয়ে
মূল দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
পর্বের সংখ্যা২৬
নির্মাণ
প্রযোজকনুহাশ চলচ্চিত্র
মুক্তি
মূল নেটওয়ার্কএনটিভি
মূল মুক্তির তারিখ২০০৪

পটভূমি

সম্পাদনা

এই ধারাবাহিকটিতে দেখানো হয়েছে গ্রামের অতি দরিদ্র একটি গানের দল ও তাঁদের জীবনযাপনের ইতিহাস। যাদের নুন আনতে পান্তা ফুরায়। তার পরেও তাঁরা করে চলেন তাঁদের যাপিত জীবনের সংগ্রাম। তাঁদের হাসি-কান্না, আনন্দ-বেদনা তুলে ধরা হয়েছে।[]

কলাকুশলী

সম্পাদনা

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা

অন্যান্য কলাকুশলী

সম্পাদনা
  • প্রধান সহকারী পরিচালক - সালাহ উদ্দিন সানোয়ার
  • সহকারী পরিচালক - কামরুজ্জামান দুলাল
  • চিত্রগ্রহণ - মনিরুল ইসলাম মাসুম
  • সুর সংযোজন ও আবহসংগীত - মকসুদ জামিল মিন্টু
  • শব্দ নিয়ন্ত্রণ - কামাল রাজা চৌধুরী
  • ক্যামেরা সহকারী - আলাল, মাহবুব, মুকুল, সোহেল, নিহার
  • আলোক সম্পাত - আলাউদ্দিন, বাশার, ইমান আলী
  • ব্যবস্থাপনা - বুলবুল
  • সম্পাদনা - শাহীন আহমেদ, জয়নুল ইসলাম, ওয়াহিদ মুরাদ

গানসমূহ

সম্পাদনা

এই নাটকটিতে অসম্ভব সুন্দর কিছু গান রয়েছে। তেমনি কয়েকটি গান হলো-

● আমার যমুনার জল দেখতে কালো- কুদ্দুস বয়াতি, মমতাজ

● আমার কইলজা ছান ছান করে- সুবীর নন্দী

● হুরমুর হুরমুর করে মেঘা- সুবীর নন্দী

● ঢোল বাজে দোতারা বাজে- মমতাজ

●সোহাগ চাঁদ বদনী ধ্বনি- সুবীর নন্দী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "হাসি-কান্নায় 'উড়ে যায় বকপক্ষী'"দৈনিক দেশ রূপান্তর। ১ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১