উরকিরচর ইউনিয়ন

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার একটি ইউনিয়ন
(উড়কির চর ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

উরকিরচর বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

উরকিরচর
ইউনিয়ন
১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদ
উরকিরচর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
উরকিরচর
উরকিরচর
উরকিরচর বাংলাদেশ-এ অবস্থিত
উরকিরচর
উরকিরচর
বাংলাদেশে উরকিরচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৭′১০″ উত্তর ৯১°৫২′৫২″ পূর্ব / ২২.৪৫২৭৮° উত্তর ৯১.৮৮১১১° পূর্ব / 22.45278; 91.88111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাউজান উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানসৈয়দ আবদুল জব্বার সোহেল
আয়তন
 • মোট৫.৬৫ বর্গকিমি (২.১৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৬,২৮৫
 • জনঘনত্ব৪,৭০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৭.৫৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৪৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

উরকিরচর ইউনিয়নের আয়তন ১৩৯৫ একর (৫.৬৫ বর্গ কিলোমিটার)। এটি রাউজান উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[১]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী উরকিরচর ইউনিয়নের লোকসংখ্যা ২৬,২৮৫ জন। এর মধ্যে পুরুষ ১৪,০৫৭ জন এবং মহিলা ১২,২২৮ জন।[২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

রাউজান উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে উরকিরচর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে নোয়াপাড়া ইউনিয়ন; উত্তরে পশ্চিম গুজরা ইউনিয়নহাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন; পশ্চিমে হালদা নদীহাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নদক্ষিণ মাদার্শা ইউনিয়নচট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫নং মোহরা ওয়ার্ড এবং দক্ষিণে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

উরকিরচর ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৫টি মৌজায় বিভক্ত।[২] এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • হারপাড়া
  • মৈশকরম
  • পশ্চিম গুজরা
  • খলিফারঘোনা
  • মিরাপাড়া
  • সাকর্দা
  • আবুরখীল
  • উরকিরচর

[৩]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

উরকিরচর ইউনিয়নের সাক্ষরতার হার ৬৭.৫৯%।[১] এ ইউনিয়নে ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমী মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ

[৪]

মাদ্রাসা

[৫]

মাধ্যমিক বিদ্যালয়

[৬]

প্রাথমিক বিদ্যালয়
  • আবুরখীল অজান্তা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
  • আবুরখীল অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উরকিরচর হাজী মোহাম্মদ নজুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খলিফার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গুজরা রক্ষাকালী ভবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ঢাকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মৈশকরম এন হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মৈশকরম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৭]

কিন্ডারগার্টেন
  • উরকিরচর গাউছিয়া ইসলামী কিন্ডারগার্টেন
  • চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন
  • হারপাড়া আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল

[৮]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

উরকিরচর ইউনিয়নের প্রধান সড়ক চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক। এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। ইউনিয়নের আভ্যন্তরীণ সড়কগুলোর প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

উরকিরচর ইউনিয়নে ৩০টি মসজিদ[৯], ৪টি মন্দির[১০] ও ১০টি বিহার[১১] রয়েছে।

খাল ও নদী সম্পাদনা

উরকিরচর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও রয়েছে বৈজ্জাখালী খাল ও কেরানীহাট খাল।[১২]

হাট-বাজার সম্পাদনা

উরকিরচর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আলা মিয়া হাট এবং কেরানী হাট।[১৩]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • বাংলাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী

[১৪]

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

  • ছৈয়দ কামাল –– সুফি সাধক।
  • ছৈয়দ ছমিউদ্দীন শাহ –– সুফি সাধক।
  • ডাঃ সালাহ উদ্দীন –– মুক্তিযুদ্ধকালীন কমান্ডার।
  • প্রণব কুমার বড়ুয়া –– একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ।
  • বিকিরণ প্রসাদ বড়ুয়া –– শিক্ষায় অবদানের জন্য ২০২০ সালে একুশে পদক প্রাপ্ত।
  • শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম –– বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন চেয়ারম্যান।

[১৫]

  • মাহমুদুল হক - মাননীয় বিচারপতি , বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • ডা. শেখ শফিউল আজম - চিকিৎসক
  • এনামুল ইসলাম - এডভোকেট ,জজ্ কোর্ট চট্টগ্রাম
  • মো ইমরান হোসেন - সেনাবাহিনী কর্মকর্তা,বাংলাদেশ সেনাবাহিনী
  • অধ্যাপিকা ডা. জোহরা জামিলা খান - শিশু ক্যান্সার বিশেষজ্ঞ , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
  • এডভোকেট মোহাম্মদ হাসেম, জজ কোর্ট, চট্টগ্রাম।
  • মেজর জেনারেল আইয়ুব চৌধুরী। সেনা অফিসার।

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: সৈয়দ আবদুল জব্বার সোহেল[১৬]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ জান হোসাইন ১৯৭২-১৯৭৩
০২ শেখ শামসুদ্দীন আহমদ ১৯৭৩-১৯৭৬
০৩ শেখ শফিউল ইসলাম ১৯৭৭-১৯৮৮
০৪ নসরুল্লাহ চৌধুরী লালু ১৯৮৯-১৯৯২
০৫ আবদুল মজিদ ১৯৯৩-১৯৯৭
০৬ শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম ১৯৯৮-২০০২
০৭ মোহাম্মদ আনোয়ার চৌধুরী ২০০৩-২০১৬
০৮ সৈয়দ আবদুল জব্বার সোহেল ২০১৬-বর্তমান

[১৭]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাউজান উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে উরকিরচর - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  3. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  4. "কলেজ - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  5. "মাদ্রাসা - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  6. "মাধ্যমিকবিদ্যালয় - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd 
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41102&union=20[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  9. "মসজিদের তালিকা: - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  10. "মন্দির: - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  11. "বৌদ্ধ বিহার: - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  12. "খাল ও নদী - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  13. "হাট বাজারের তালিকা - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd 
  14. "দর্শনীয়স্থান - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  15. "প্রখ্যাত ব্যক্তিত্ব - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  16. Team, Samakal Online। "SAMAKAL - GET THE LATEST ONLINE BANGLA NEWS !"SAMAKAL। ৯ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 
  17. "পূর্বতন চেয়ারম্যান বৃন্দ - উড়কিরচর ইউনিয়ন - উড়কিরচর ইউনিয়ন"urkircharup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা