উইলিয়াম লরেন্স ব্র্যাগ
পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী
স্যার উইলিয়াম লরেন্স ব্র্যাগ (ইংরেজিঃ William Lawrence Bragg, জন্ম: ৩১ মার্চ ১৮৯০, মৃত্যু: ১ জুলাই ১৯৭১) [১] সিএইচ, এফআরএস অস্ট্রেলীয় বংশোদ্ভুত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী যিনি ১৯১৫ সালে পিতা উইলিয়াম হেনরি ব্র্যাগ-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [২] তিনি এযাবৎকালের মধ্যে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি। তিনি মাত্র ২৫ বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। কেমব্রিজের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে গবেষণা চালিয়ে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক যখন ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন তখন তিনি এই ল্যাবরেটরির পরিচালক ছিলেন।
উইলিয়াম লরেন্স ব্র্যাগ(William Lawrence Bragg) | |
---|---|
![]() | |
জন্ম | মার্চ ৩১ ১৮৯০ |
মৃত্যু | জুলাই ১ ১৯৭১ |
জাতীয়তা | ![]() ![]() |
মাতৃশিক্ষায়তন | অ্যাডেলেড বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | এক্স-রশ্মি অপবর্তন |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | J.J. Thompson ![]() উইলিয়াম হেনরি ব্র্যাগ ![]() |
ডক্টরাল শিক্ষার্থী | John Crank Ronald Wilfried Gurney |
টীকা | |
এপর্যন্ত সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। তিনি ২৫ বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেন। উইলিয়াম হেনরি ব্র্যাগের পুত্র। ১৯১৯-এর পূর্ব পর্যন্ত কেমব্রিজে পিএইচডি ছিলনা। তাই উপদেষ্টারা তার মাস্টার্স-এর উপদেষ্টা ছিলেন। |
কালপঞ্জিসম্পাদনা
- ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার (১৯১৯ - ৩৭)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (১৯৩৮ - ৫৩)
পুরস্কারসমূহসম্পাদনা
- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯১৫)
- Matteucci Medal (১৯১৫)
- রয়েল মেডেল (১৯৪৬)
- কপলি মেডেল (১৯৬৬)
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Sir Lawrence Bragg | British physicist | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯।
- ↑ "The Nobel Prize in Physics 1915"। NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯।
বহিঃসংযোগসম্পাদনা
- 'Death' of D.N.A. Helix (Crystaline) joke funeral card.
- [১] First press stories on D.N.A.
- Nobelprize.org - The Nobel Prize for Physics in 1915