উইলিয়াম নোল্‌স

মার্কিন রসায়নবিদ

উইলিয়াম স্ট্যান্ডিশ নোল্‌স একজন মার্কিন রসায়নবিদ। তিনি ২০০১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

উইলিয়াম স্ট্যান্ডিশ নোল্‌স
জন্ম(১৯১৭-০৬-০১)১ জুন ১৯১৭
মৃত্যু১৩ জুন ২০১২(2012-06-13) (বয়স ৯৫)
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয় (B.S.), কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় (Ph.D.)
পরিচিতির কারণChiral phosphine ligands that proved effective in the enantioselective synthesis of L-DOPA
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ২০০১
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহThomas and Hochwalt Laboratories
Monsanto Company
ডক্টরাল উপদেষ্টাRobert Elderfield

জীবনী সম্পাদনা

নোল্‌স ম্যাসাচুসেটসের শেফিল্ডের বার্কশায়ার স্কুল থেকে হাইস্কুল গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৯ সালে রসায়নে ব্যাচেলর্স ডিগ্রি লাভ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।