ইউবিকুইটি (সফটওয়্যার)

(উইবিকুইটি (সফটওয়্যার) থেকে পুনর্নির্দেশিত)

ইউবিকুইটি বা উইবিকুইটি একটি সরল লিনাক্স ইনস্টলার। উবুন্টু এবং এর ডেরিভেটিভসমূহ ইনস্টলের কাজে এটি ব্যবহার করা হয়। এটি লাইভ সিডি থেকে চালানো হয়। ইউবিকুইটির একটি কিউটি এবং একটি GTK+ ফ্রন্টএন্ড রয়েছে। উবুন্টু ৬.০৬(ডেপার ড্রেক) সংস্করণে সর্বপ্রথম এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়।

ইউবিকুইটি
উবুন্টু ১০.১০ ম্যাভরিক মীকট-এ ইউবিকুইটি ইনস্টলার
উন্নয়নকারীUbuntu Installer Team
প্রাথমিক সংস্করণ২০০৬
স্থিতিশীল সংস্করণ
২.৪.৮ / ৭ অক্টোবর ২০১০; ১৩ বছর আগে (2010-10-07)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতপাইথন
গ্রাফিকাল ব্যবহারকারী ইন্টারফেস: GTK+ এবং কিউটি
অপারেটিং সিস্টেমলিনাক্স
প্ল্যাটফর্মডেবিয়ান ভিত্তিক ডিস্ট্রিবিউশন
উপলব্ধবহুভাষিক
ধরনইনস্টলার
লাইসেন্সGPL v2
ওয়েবসাইটlaunchpad.net/ubiquity

বৈশিষ্টসমূহ সম্পাদনা

  • আন্তর্জাতিকিকরণের সুবিধা
  • সয়ংক্রি ইনস্টলেশন সমর্থন
  • বিভিন্ন ডিস্ট্রিবিউশনের উপযোগী করে পরিবর্তন সম্ভব, যেমন মিথবুন্টু
  • Auto crash detection (Apport) support
  • গ্রাফিকাল টাইমজোন নির্ধারণ সুবিধা
  • বর্তমানে ইনস্টল করা রয়েছে এমন উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমের সেটিং এবং ফাইলসমূহ ইম্পোর্টের সুযোগ রয়েছে(migration-assistant)
    • ব্যবহারকারী অ্যাকাউন্ট
    • ইমেইল অ্যাকাউন্ট
    • তাৎক্ষনিক বার্তা আদান-প্রদান
    • বুকমার্ক
    • ব্যবহারকারীর ছবি, ওয়ালপেপার, ডকুমেন্ট, গানের ফোল্ডার (শুধুমাত্র উইন্ডোজ)

এছাড়া যেসকল ডিস্ট্রিবিউশনে ব্যবহার করা হয় সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা