উইজডেন বর্ষসেরা কিশোর বিদ্যালয় ক্রিকেটার

উইজডেন বর্ষসেরা কিশোর ক্রিকেটার (ইংরেজি: Young Wisden Schools Cricketer of the Year) সাংবার্ষিকাকারে প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক কর্তৃক ক্রিকেটারদের প্রদেয় সম্মাননাবিশেষ। উইজডেন প্রতিবেদনে বিদ্যালয় ক্রিকেটে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অবদানের কথার উপর ভিত্তি করে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে।[১]

২০১০ সালের উইজডেন বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার বিজয়ী জস বাটলার ইংল্যান্ডের পক্ষে দুই শতাধিক খেলায় অংশ নিয়েছেন।

ইতিহাস সম্পাদনা

১৮৬৫ সালে উইজডেনের দ্বিতীয় সংস্করণ থেকে বিদ্যালয় ক্রিকেটের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছে। ঐ সংখ্যায় এটন কলেজ ও হ্যারো স্কুলের খেলার বিষয়ে প্রকাশিত হয়েছিল।[২] ১৯১৮ ও ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে কোন প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়নি। ফলশ্রুতিতে, পাবলিক স্কুল থেকে পাঁচজন উইজডেন বর্ষসেরা ক্রিকেটারকে নির্বাচিত করা হয়।[৩][৪] ২০০৮ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাকের ১৪৪তম সংস্করণে প্রথমবারের মতো উইজডেন বর্ষসেরা কিশোর ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। ‘বিদ্যালয় ক্রিকেট বিশেষতঃ প্রাদেশিক বিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধি করতে এ প্রচেষ্টা নেয়া হয়েছে’।[১] ইয়র্কের সেন্ট পিটার্স স্কুলের ছাত্র জনি বেয়ারস্টোকে প্রথম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।[১]

প্রথম আটটি পুরস্কারের সবকটি ব্যাটসম্যানদের দখলে ছিল। ডগলাস হেন্ডারসন ২০১০ সালের উইজডেন সংস্করনে এর আংশিক ব্যাখ্যা দেন। তিনি উল্লেখ করেছিলেন যে, কোন তরুণ পেস বোলারকেই দিনে ২১ ওভারের অধিক বোলিং করার সুযোগ দেয়া হতো না। ফলে, তাদের অধিক উইকেট লাভের সম্ভাবনা ক্ষীণতর হয়ে পড়ে।[৫][ক] প্রথম তিন পুরস্কার গ্রহীতা - জনি বেয়ারস্টো, জেমস টেলরজস বাটলারকে ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।

তালিকা সম্পাদনা

সাল খেলোয়াড় বিদ্যালয় অবদান সূত্র
২০০৮ জনি বেয়ারস্টো সেন্ট পিটার্স স্কুল, ইয়র্ক ২০০৭ সালে ইয়র্কের সেন্ট পিটার্স স্কুলের পক্ষে আট ইনিংসে তিন সেঞ্চুরিসহ ২১৮.০০ গড়ে ৬৫৪ রান তুলেছিলেন। [১]
২০০৯ জেমস টেলর (ক্রিকেটার) শ্রিউসবারি স্কুল ধারাবাহিকভাবে পাঁচ বছর শ্রিউসবারি স্কুলের পক্ষে রান সংগ্রহ করে আসছেন। ২০০৮ সালে ১৭৯.৬০ গড়ে ৮৯৮ রান তুলেন। এছাড়াও, ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রতিযোগিতায় ইংল্যান্ডের পক্ষে অংশগ্রহণ করেছেন। [৭]
২০১০ জস বাটলার কিংস কলেজ, টানটন ২০০৯ সালে বলের চেয়ে রান সংখ্যা বেশি ছিল ও ৫৫৪ রান তুলেন। এছাড়াও, সমারসেট দলে খেলেন ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ প্রতিযোগিতার উদ্বোধনী আসরে খেলেন। ভারতে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতায় শিরোপা লাভকারী নিউ সাউথ ওয়েলস ব্লুজের বিপক্ষে খেলেন। [৫]
২০১১ Will Vanderspar এটন কলেজ ২০১০ সালে এটন কলেজের পক্ষে ১,২৮৬ রান তুলেন ও অধিনায়কের দায়িত্ব পালন করেন। বিদ্যালয় ক্রিকেটে রান সংগ্রহের দিক দিয়ে শীর্ষস্থান অধিকার করেছেন। [৮]
২০১২ Daniel Bell-Drummond মিলফিল্ড, স্ট্রিট ২০১১ সালে মিলফিল্ডের পক্ষে চার সেঞ্চুরিসহ ১৩৩.৫০ গড়ে ৮০১ রান তুলেন। [৯]
২০১৩ Tom Abell টানটন স্কুল টানটন স্কুলের পক্ষে ২০১২ সালে এগারো ইনিংসে সাত সেঞ্চুরি সহযোগে ১৯২.০০ গড়ে ১,১৫৬ রান তুলেন। এছাড়াও, ১৫.০০ গড়ে ১৯ উইকেট লাভ করেছেন। [১০]
২০১৪ Tom Kohler-Cadmore ম্যালভার্ন কলেজ ২০১৩ সালে ম্যালভার্ন কলেজের পক্ষে ১০০-এর অধিক গড়ে ১,৪০৯ রান তুলেন। তন্মধ্যে, তিনবার দেড় শতাধিক রান তুলেন। অনডেলের বিপক্ষে সর্বোচ্চ ১৮৬ রান তুলেন। ওরচেস্টারশায়ারের সদস্যরূপে বাংলাদেশ এ দলের বিপক্ষে অভিষেক খেলায় ৪৭ রান তুলেছিলেন। [১১]
২০১৫ Dylan Budge উডহাউজ গ্রোভ স্কুল, লিডস ২০১৪ সালে উডহাউজের পক্ষে ১২১.০০ গড়ে ৭৩১ রান তুলেন। [২]
২০১৬ বেন ওয়ারিং ফেলস্টেড স্কুল ২০১৫ সালে ফেলস্টেডের পক্ষে বামহাতি স্পিনার হিসেবে খেলতে নেমে ৯.২৩ গড়ে ৬৮ উইকেট লাভ করেন। [১২]
২০১৭ Alexander Woodland সেন্ট এডওয়ার্ডস স্কুল, অক্সফোর্ড সেন্ট এডওয়ার্ডসের পক্ষে সকল স্তরের ক্রিকেটে বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে ১,২০০ রানের অধিক সংগ্রহ করেন। [১৩]
২০১৮ টেডি ক্যাস্টার্টন রয়্যাল গ্রামার স্কুল, হাই ওয়াইকম্ব আরজিএসের পক্ষে ৯০-এর কাছাকাছি গড়ে ২১ ইনিংসে ১,৪২৩ রান তুলেন। [১৪][১৫]
২০১৯ নাথান টিলি রিডস স্কুল, কোবহাম ২০১৮ সালে ১৩৯.০০ গড়ে রান তুলেছেন। ছয়টি সেঞ্চুরির চারটিই দেড় শতাধিক রানের ইনিংস ছিল। [১৬]
২০২০ টয়ান্ডা মুয়েয়ে ইস্টবোর্ন কলেজ সহস্র রানের মাইলফলক স্পর্শ করেছেন। তন্মধ্যে, একটি দ্বি-শতরানের ইনিংস ছিল। কাউন্টিতে তার বয়সীদের মধ্যে সেরা অফ-স্পিনার হিসেবে বিবেচিত হয়েছেন। [১৭][১৮]

পাদটীকা সম্পাদনা

  1. The limit has since been reduced to 18 over per day.[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Henderson, Douglas (২০০৮)। "Schools Cricket, 2007"। Berry, Scyld। Wisden Cricketer's Almanack 2008 (145 সংস্করণ)। Alton, Hampshire: John Wisden & Co. Ltd.। পৃষ্ঠা 945। আইএসবিএন 978-1-905625-11-6 
  2. "The Young Wisden Schools Cricketer of the Year"Wisden। John Wisden & Co. Ltd.। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩ 
  3. "Wisden Almanack 1918"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০২ 
  4. "Wisden Almanack 1919"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০২ 
  5. Henderson, Douglas (২০১০)। "Schools Cricket, 2009"। Berry, Scyld। Wisden Cricketer's Almanack 2010 (147 সংস্করণ)। Alton, Hampshire: John Wisden & Co. Ltd.। পৃষ্ঠা 934–936। আইএসবিএন 978-1-4081-2466-6 
  6. "ECB Fast Bowling Directives"England and Wales Cricket Board। ১৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৫ 
  7. Henderson, Douglas (২০০৯)। "Schools Cricket, 2008"। Berry, Scyld। Wisden Cricketer's Almanack 2009 (146 সংস্করণ)। Alton, Hampshire: John Wisden & Co. Ltd.। পৃষ্ঠা 907আইএসবিএন 978-1-905625-16-1 
  8. Henderson, Douglas (২০১১)। "Schools Cricket, 2010"। Berry, Scyld। Wisden Cricketer's Almanack 2011 (148 সংস্করণ)। Alton, Hampshire: John Wisden & Co. Ltd.। পৃষ্ঠা 725–726। আইএসবিএন 978-1-4081-3130-5 
  9. Henderson, Douglas (২০১২)। "Schools Cricket, 2011"। Lawrence, Booth। Wisden Cricketer's Almanack 2012 (149 সংস্করণ)। Alton, Hampshire: John Wisden & Co. Ltd.। পৃষ্ঠা 725–726। আইএসবিএন 978-1-4081-5634-6 
  10. Henderson, Douglas (২০১৩)। "Schools Cricket, 2012"। Lawrence, Booth। Wisden Cricketer's Almanack 2013 (150 সংস্করণ)। Alton, Hampshire: John Wisden & Co. Ltd.। পৃষ্ঠা 769–771। আইএসবিএন 978-1-4081-7565-1 
  11. "Kohler-Cadmore scoops Wisden award after record season at Malvern College"। Worcestershire County Cricket Club। ৯ এপ্রিল ২০১৪। ১৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৪ 
  12. "Wisden 2017 News Release"। Bloomsbury Publishing। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "Wisden 2017 News Release"। Bloomsbury Publishing। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৭ 
  14. "Wisden 2017 News Release"। Bloomsbury Publishing। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮ 
  15. "CRICKET: Former RGS pupil Teddie Casteron named Wisden Schools Cricketer of the Year"। Bucks Free Press। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮ 
  16. "Wisden 2019 News Release"। Bloomsbury Publishing। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৯ 
  17. "Wisden 2020 News Release"। Bloomsbury Publishing। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  18. Gardner, Ben (৮ এপ্রিল ২০২০)। "Who is Tawanda Muyeye, the Wisden Schools Cricketer of the Year for 2019?"Wisden। Bloomsbury Publishing। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০