উইকিপিডিয়া আলোচনা:লক্ষ্য এবার লক্ষ/সংগ্রহশালা ৪

সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫ সংগ্রহশালা ৬

ইতিহাস সম্পর্কে

আমি ইতিহাস এডিটাথনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নারী নিবন্ধটি অনুবাদ করেছি। উইকিপিডিয়ায় এটাই ছিল আমার প্রথম নিবন্ধ। এটা তৈরি করতে পুরো মাস সময় লেগে যায়। ২৬ আগস্টে নিবন্ধটা ভালভাবে শেষ করেছি। এটা আমার অনুদিত সবচেয়ে বড় নিবন্ধ। কিন্তু আগস্ট মাসে আমি এটা জমা দিতে পারি নি। জমা যে দিতে হবে তা জানতাম না। আগে জানলে আমি জমা দিতাম। যখন আমি তা লিখেছিলাম তখন জমা দেওয়ার অপশনটি ছিল না। তাই আমি লিখে রেখে দিয়েছিলাম। আজকে এই পেজটি https://fountain.toolforge.org/editathons/lakhbnwikihistory খুঁজে পেলাম। এই নিবন্ধ অনুবাদে আমি সবচেয়ে বেশি পরিশ্রম করেছি বলে মনে হলো এটি গৃহীত হওয়া উচিত। এই বিষয়ে আয়োজক দলের দৃষ্টি আকর্ষণ করছি।Bengalipotatoeater (আলাপ) ১১:২২, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Bengalipotatoeater:, আমি আপনার আক্ষেপ বুঝতে পারছি। কিন্তু বর্তমানে যদি আপনার জন্য নিয়মের ব্যতিক্রম করা হয়, তাহলে অনেকের জন্য-ই নিয়মের ব্যতিক্রম করতে হবে। আপনার প্রবন্ধ খুব ভালো হয়েছে। কিন্তু এ প্রবন্ধটি অক্টোবর মাসে জমা নেওয়া সম্ভব না। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১৫:২৮, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: উত্তরের জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, এডিটাথনের শুরুতে কি জমা দেওয়ার অপশনটি ছিল? কারণ আমার খুব ভালো করে মনে আছে প্রথমে তা ছিল না। যদি পরে যোগ করা তাহলে আমার উচিত ছিল পাতাটি আবার চেক করা। এই নিবন্ধ লিখতে লিখতে এতো ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমি আর উইকিপিডিয়াতে প্রবেশ করিনি। ভেবেছিলাম যে এতো বড় নিবন্ধ যদি লিখতে হয় তাহলে আর নিবন্ধ লিখতে যাব না। যাইহোক প্রথমদিকে পরিশ্রম করেই নিবন্ধ লিখতে শিখেছি।Bengalipotatoeater (আলাপ) ১৬:১২, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Bengalipotatoeater:, এডিটাথন ১৫ আগস্ট শুরু হলেও আমি ২০ আগস্ট এডিটাথনে যোগ দিই ও ফাউন্টেনে ১টি প্রবন্ধ জমা দিই (বর্তমানে ৯৭টি)। সুতরাং ১৫-২০ আগস্ট জমা দেওয়ার অপশন ছিল কিনা জানি না। ২০ আগস্টের পর থেকে অবশ্যই ছিল। ভবিষ্যতে এ সংক্রান্ত সমস্যা হলে অনুগ্রহপূর্বক আমার আলাপ পাতায় জানাবেন। আপনার অনুবাদগুলো বরাবরই চমৎকার হয়, তজ্জন্য আমার ধন্যবাদ গ্রহণ করবেন। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১৬:৩৯, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Bengalipotatoeater: আপনার অবদানকে আমরা শ্রদ্ধা করছি। আসলে ফাউন্টেনে এডিটাথন শেষ হয়ে গেলে জমা দেবার অপশন স্বয়ংক্রিয়ভাবে গায়েব হয়ে যায়। তখন জুরিদের জন্য Judge নামের অপশনটা থেকে যায়। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়া নিবন্ধগুলোই তখন বিচার করা যায়। আর জমা দেয়ার অপশন এডিটাথন শুরুর সঙ্গে সঙ্গেই দেয়া হয়েছিল। মানে এডিটাথন শুরুর দিন সকাল ৬ টা থেকেই নিবন্ধ জমা দেয়া গেছে।—ইয়াহিয়াআলাপ১৬:৫৪, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Yahya: তাহলে মনে হয় আমিই খেয়াল করিনি। সেপ্টেম্বর মাসেই আমি প্রথম জমা দেওয়ার অপশনটি খেয়াল করেছি, এর আগে দেখেনি।— Bengalipotatoeater (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@Bengalipotatoeater: সুধী, এই সময়ের পূর্বে প্রকল্প পাতার উপরে জমা দেওয়ার বাটনটি ছিল না সত্য, কিন্তু নিচে লাল রঙের একটি বাটন তখনও ছিল, এখনও আছে। আপনার পরিশ্রমকে আমরা শ্রদ্ধা করি। আর যেনো কোনো পরিশ্রম বৃথা না যায়, সেজন্য একটা টোটকা দিই 😉। আপনি নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই ৪০০ শব্দ ও ৬০০০ হাজার বাইট পূর্ণ করে নিবন্ধটি জমা দিয়ে দিতে পারেন এবং এরপর বিচারকদের থেকে সময় চেয়ে নিয়ে নিবন্ধের অনুবাদ শেষ করবেন। তবে তা করবেন অবশ্যই হাতে সময় না থাকলে বা এডিটাথনে কোনো মাসের সময় শেষের পথে হলে। কোনো কারণ ব্যতীত এরূপে জমা দিতে নিরুৎসাহিত করছি। এরূপ ক্ষেত্রে কোনো বিচারক নিবন্ধটি গৃহীত না-ও করতে পারেন। আপনাকে আবারও মনে করিয়ে দিই, এডিটাথনের বর্তমান বিষয় পদার্থবিজ্ঞানের নিবন্ধ জমা দেওয়া যাবে অক্টোবরের ১৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। — আদিভাইআলাপ০২:৪৪, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

কিছু অনুবাদ

en:Artur Ekert নিবন্ধে কিছু বাক্য একটু জটিল লাগছে এবং কিছু শব্দের বাংলা জানি না। en:Artur Ekert এর research অংশে এই প্যারাটি একটু কঠিন- His subsequent work with John Rarity and Paul Tapster, from the Defence Research Agency (DRA) in Malvern, resulted in the proof-of-principle experimental quantum key distribution, introducing parametric down-conversion, phase encoding and quantum interferometry into the repertoire of cryptography. He and collaborators were the first to develop the concept of a security proof based on entanglement purification.

Ekert and colleagues have made a number of contributions to both theoretical aspects of quantum computation and proposals for its experimental realisations. These include proving that almost any quantum logic gate operating on two quantum bits is universal, proposing one of the first realistic implementations of quantum computation, e.g. using the induced dipole-dipole coupling in an optically driven array of quantum dots, introducing more stable geometric quantum logic gates, and proposing "noiseless encoding", which became later known as decoherence free subspaces. His other notable contributions include work on quantum state swapping, optimal quantum state estimation and quantum state transfer. কেউ যদি সাবলীলভাবে লিখতে পারেন তাহলে একটু সাহায্য করুন।Bengalipotatoeater (আলাপ) ১৮:০৫, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Bengalipotatoeater:, "ম্যালভার্নে অবস্থিত প্রতিরক্ষা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী জন র‍্যারিটি ও পল ট্যাপস্টারের সঙ্গে তাঁর করা কাজের ফলে কোয়ান্টাম চাবি বিতরণের নীতি প্রমাণিত হয়। এছাড়াও এ সকল গবেষণার ফলে তথ্যগুপ্তিবিদ্যায় পরামিতিক রূপান্তর, দশার সাংকেতিকীকরণ ও কোয়ান্টাম ব্যাতিচারমিতির মত বিষয়গুলোর ব্যবহার শুরু হয়। একার্ট ও তাঁর সহযোগীরা কোয়ান্টাম জটের বিশুদ্ধতার ভিত্তিতে সর্বপ্রথম নিরাপত্তাগত প্রমাণ সম্পর্কে ধারণা প্রদান করেন।

কোয়ান্টাম গণনা সম্বন্ধে তাত্ত্বিক আলোচনা ও এর ব্যবহারিক উপলব্ধির ক্ষেত্রে একার্ট ও তাঁর সহযোগীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁরা প্রমাণ করেছেন, দুইটি কোয়ান্টাম বিটে ক্রিয়াশীল কোয়ান্টাম লজিক গেট সার্বজনীন প্রকৃতির। এটি ছিল কোয়ান্টাম গণনার প্রথম ব্যবহারিক আলোচনাগুলোর অন্যতম। তাঁরা এ কাজে কোয়ান্টাম ডট বা কোয়ান্টাম বিন্দুর আলোকীয় গতিপথে আবেশিত দ্বিপোল-দ্বিপোল যুগলবন্দিকরণ ব্যবহার করেন। এর ফলে অধিক স্থিতিশীল জ্যামিতিক কোয়ান্টাম লজিক গেটের প্রবর্তন করা সম্ভব হয়। তিনি "শব্দবিহীন সাংকেতিকীকরণ"-এর ধারণা প্রস্তাব করেন, যা পরবর্তীতে কোয়ান্টাম অসঙ্গতিপূর্ণ মুক্ত-উপস্থান নামে পরিচিত হয়। একার্টের অন্যান্য অবদানের মধ্যে রয়েছে- কোয়ান্টাম অবস্থানের পরিবর্তন, সর্বোত্তম বা অপটিমাল কোয়ান্টাম দশার হিসাব ও কোয়ান্টাম দশার পরিবর্তন।"- অনুবাদটি আমি যতটুকু সম্ভব প্রাঞ্জল করেছি। চির শুভার্থী,Ppt2003 (আলাপ) ০৩:২০, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: আপনাকে ধন্যবাদ।Bengalipotatoeater (আলাপ) ০৬:০৮, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধ জমা দিতে পারছি না

দীপন, আর. কিথ এলিস নিবন্ধ দুটিতে শব্দ সংখ্যা কম থাকার কারনে জমা দিতে পারছিনা। Firuz Ahmmed (আলাপ Firuz Ahmmed (আলাপ)

যোগ করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:১৪, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

মাইক্রো- (ত্রুটি সংশোধন)

ত্রুটি দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ১ম অনুচ্ছেদ সংশোধন করে দেওয়া হয়েছে। পরিভাষা সরকারি না হয়ে (কোনও সংস্থা বা সংগঠন দ্বারা) অনুমোদিত হওয়া উচিৎ বলে এখন আমার মনে হচ্ছে। রচনায় পাল্টে অনুমোদিত ব্যবহার করে দিলাম। ওটি official symbol এর বাংলা করতে গিয়ে করে ফেলা হয়েছে - তখন মনে খটকা লাগেনি। Jdebabrata (আলাপ) ০৭:২২, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)Debabrata Jana

@Jdebabrata:, আপনার নিবন্ধটি গ্রহণ করলাম। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১১:২৬, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

গ্রহণ করার জন্য ধন্যবাদ নেবেন। Jdebabrata (আলাপ) ১২:২৫, ৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

মাক্স প্লাংক সোসাইটি ও মাক্স প্লাংক জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট সম্পর্কে

https://en.wikipedia.org/wiki/Max_Planck_Institute_for_Astronomy#/media/File:MPIA-Logo.jpghttps://en.wikipedia.org/wiki/Max_Planck_Society#/media/File:Max-Planck-Gesellschaft.svg এই ছবি দুটি বাংলা উইকিপিডিয়ায় নেই। তাহলে কিভাবে সংযোগ দিবো? এছাড়া এই প্যারা- https://en.wikipedia.org/wiki/Max_Planck_Institute_for_Astronomy#Structure সম্পূর্ণরূপে অনুবাদ করতে পারছিনা। তাছাড়া মাক্স প্লাংক সোসাইটিমাক্স প্লাংক জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট এর অনেক জায়গায় মাক্স ও প্লাংকের বানান ম্যাক্স ও প্লাঙ্ক লিখে দিয়েছি। বানান কি পরিবর্তন করতে হবে নাকি এইভাবে রাখলেই হবে?Bengalipotatoeater (আলাপ) ০৯:৫৫, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Bengalipotatoeater:লোগো সংযুক্ত   করা হয়েছে। + বানান ঠিক করে দেয়া হয়েছে। + এডিটাথনের শর্ত পূরণ করার অনুরোধ করা হচ্ছে।—ইয়াহিয়াআলাপ১০:৪৭, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নতুন নিবন্ধ যোগ

এই আটটি নিবন্ধ তালিকায় যুক্ত করার জন্য অনুরোধ করছি। Md. Abdul Ahad Khan (আলাপ) ১৪:৪৬, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Md. Abdul Ahad Khan: ৩টি করেছি। বাকীগুলি ছোট (৪০০ শব্দের অনেক কম)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৫, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

অ্যালিউশান দ্বীপপুঞ্জ

আমি আমার সম্প্রতি লেখা অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জ নামের পাতাটিতে (English-Aleutian Islands) এই লাইনটি যোগ করেছিলাম। কিন্তু যতবারই আমি এই এডিটটি সম্পাদন করছি, ১-২ ঘন্টা পর এটি আর দেখানো হচ্ছে না, বারবার দেখাচ্ছে last edited by yahia. আমার পাতা অন্য কেউ এডিট করলে আমার কোন সমস্যা নেই, কিন্তু যেই তথ্যগুলো আমি প্রদান করছি, তা ডিলিট করে দেয়ার তো কোন মানে হয় না। পাতাটিতে রুশ ভাষায় অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জকে কি বলা হয় যা যোগ করে দেয়া হয়েছে, এখানে আমার কোন আপত্তি নেই, এটাও একটা তথ্য। কিন্তু রুশ ভাষায় অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জকে কি বলা হয় সে তথ্য রাখা হচ্ছে অথচ ইংরেজিতে অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জকে কী বলা হয় সে তথ্য রাখা হচ্ছে না বরং কেউ এডিট করে সেটা ডিলিট করে দিচ্ছে, এ ব্যাপারটা আমার কাছে একদমই গ্রহণযোগ্য নয়। এই পুরো পাতার সব তথ্য আমি শ্রম খাটিয়ে লিখেছি, আর এখন আমি যে একটা লাইন যোগ করতে চাচ্ছি তা অন্য কেউ বারবার এডিট করে ডিলিট করে দিচ্ছে, যেখানে রুশ ভাষায় অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জকে কি বলা হয় সে তথ্য আমি একবারও এডিট করে ডিলিট করার চেষ্টাও করি নি, এটা কী কিছুটা অন্যায় হচ্ছে না? অনেক আগ্রহ নিয়ে আমি উইকিপিডিয়ায় লেখা শুরু করেছি এবং লিখছিও, কিন্তু এ ধরনের ঘটনা দেখলে উৎসাহ কমে যাওয়াটা আসলে অস্বাভাবিক কিছু নয়। I would be very grateful if you could kindly take care of this situation. নাজিয়া জিহান সাজ (আলাপ) ০৭:৩৬, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@নাজিয়া জিহান সাজ: আমিই সেই Yahya, যে কিনা আপনার সম্পাদনা বাতিল করেছে। আমি অত্যন্ত দুঃখিত যে, আমার সম্পাদনায় আপনি অসুবিধা বোধ করছেন। আমি আপনাকে সহযোগিতাই করছিলাম। আসলে উইকিপিডিয়ার একটি আলাদা রচনাশৈলী আছে। আপনি নিবন্ধের একটি অনুচ্ছেদের মাঝামাঝি স্থানে ইংরেজি নাম যোগ করেছিলেন। ইংরেজি নাম যোগ করার জন্য যেখানে রুশ নাম আছে, সেখানে ব্র‍্যাকেটে {{lang-en|Aleutian Islands}} লিখতে পারেন। আপনি শুরুতেই অনেক বড় বড় নিবন্ধ লিখছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে, নিরুৎসাহিত হবেন না। যে কোনো বিষয়ে আপত্তি, প্রশ্ন বা মতামতের জন্য আলাপ পাতায় যোগাযোগ করবেন। সকল অভিজ্ঞ উইকিপিডিয়ানই নতুনদের সহযোগিতার জন্য প্রস্তুত আছে। শুভ কামনা।—ইয়াহিয়াআলাপ১১:০১, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ছবি দেওয়া

কোনো বিষয়ে ছবি যদি না পাওয়া যায়(আমি না পেয়ে থাকি), তাহলে অন্য কোনো উৎস থেকে ছবি যোগ করা যাবে ? Kalyan Pal PHSA (আলাপ) ০৭:৫৪, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Kalyan Pal PHSA: যেখান থেকে অনুবাদ করছেন, সেখানে কোন ছবি দেয়া না থাকলে আপনাকে আলাদা করে সংগ্রহ করে দিতে হবে না। আপনার প্রশ্নের উত্তর, হ্যাঁ ও না, এখানে কপিরাইট দেখতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৩০, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ট্যাগ বিষয়ে

কোন নিবন্ধ এই এডিটাথনের জন্য তৈরি হতে থাকলে কাজ চলছে/লক্ষ্য এবার লক্ষ ট্যাগটি লাগিয়ে দিতে হয়। কিন্তু এমন কিছু নিবন্ধ, যা এডিটাথনের একটি নির্দিষ্ট বিষয়ের জন্য তৈরি করা হচ্ছে, এবং সেই বিষয়ের সময় অতিবাহিত হয়ে গেছে। তখন সেই নিবন্ধ আর জমা দেয়া যাবেনা, আর এটাও বলা যাবেনা যে, এটা এডিটাথনের জন্য তৈরি করা হচ্ছে। কিন্তু ট্যাগও কেউ সরাবেনা। কারন, সে ভাববে যে, এটা এডিটাথনের জন্য তৈরি হচ্ছে, আর সেই বিষয়ের সময়টা হয়ত এখনও আছে। অথবা সে অনিশ্চিত যে, এটা কোন বিষয়ের জন্য তৈরি হচ্ছে। আর বিষয়টা জানা থাকলেও হয়ত এটা জানেনা যে, বিষয়টার মেয়াদ কবে শেষ হবে। তাই এমন অসম্পূর্ণ ও যান্ত্রিক অনুবাদ বিশিষ্ট নিবন্ধ এডিটাথন শেষ পর্যন্ত উইকিতে থেকে যাবে। তাই আমার পরামর্শ এই যে, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ট্যাগ তৈরি করা। তাতে যেন বিষয়ের নাম ও বিষয়টি শেষ হবার তারিখও উল্লেখিত থাকে। তাহলে সহজেই বুঝবে যে, এটা কোন বিষয়ে জন্য আর বিষয়টা কবে শেষ হবে। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১০:৪৭, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নাম তালিকা ভুক্তির সমস্যা

্নাম তালিকাভুক্ত করতে গিয়ে সেভ করতে পারছিনা । একটু হেল্প করুন।— 115.187.48.40 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনাকে আগে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।—ইয়াহিয়াআলাপ১৫:৪৮, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

অতি শীঘ্রই নিবন্ধ যোগ প্রসঙ্গ সম্পর্কে

পদার্থবিজ্ঞান এডিটাথনটি প্রায় শেষ । খুবই অল্প সময় বাকি আছে। এমতাবস্থায় অতি শীঘ্রই নিম্নোক্ত নিবন্ধগুলো তালিকায় যোগ করার জন্য অনুরোধ করছি ১.লুইগি গ‍্যালভানি en:Luigi Galvani ২.জর্জ গ‍্যামো en:George Gamow ৩. হাওয়ার্ড জর্জি en: Howard Georgi ৪. কার্ল গ্লিচার en:Karl Glitscher ৫. পিটার গডার্ড en:Peter Goddard (physicist)Md. Abdul Ahad Khan (আলাপ) ১৯:১৩, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Md. Abdul Ahad Khan: প্রথম তিনটি করেছি। নিজ দায়িত্বে ৪০০ শব্দ পূরণ করার প্রতিশ্রুতি দিলে বাকি দুটোও করে দিবো।—ইয়াহিয়াআলাপ১৯:১৭, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

আন্তঃউইকি সংযোগ দিতে পারছিনা

চৌম্বক ধারণ ক্ষমতা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, অস্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ এই চারটি নিবন্ধে আন্তঃউইকি সংযোগ দিতে পারিনি। এই রকম ক্ষেত্রে কি করে করতে হয় জানিনা। Nettime Sujata (আলাপ) ১০:১৫, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Nettime Sujata: আন্তঃউইকি সংযোগ করে দিয়েছি। আন্তঃউইকি সংযোগ কিভাবে দিবেন সেটার জন্য উইকিপিডিয়া:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন পাতাটি পড়ে নিন, অথবা, আপনি যেভাবে সংক্ষিপ্ত ভাষাকোডের মাধ্যমে দিচ্ছেন সেভাবেও দেওয়া যাবে তবে সেক্ষেত্রে অন্য ভাষার আন্তঃসংযোগ না দিয়ে ইংরেজি নিবন্ধের সংযোগ দিবেন। যেমন: [[en:Elastic collision]] তাহলে কয়েকঘন্টার ভেতর একটি বট স্বয়ংক্রিয়ভাবে বাকি সংযোগগুলোর সাথে যোগ করে দিবে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:২৩, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আচ্ছা, ঠিক আছে। Nettime Sujata (আলাপ) ১১:৩৪, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

শীঘ্রই নিবন্ধযোগ

অতি শীঘ্রই নিম্নোক্ত নিবন্ধগুলো তালিকায় যোগ করার জন্য অনুরোধ করছি। আব্রাহাম পেইস en:Abraham Pais ব্লেইস প্যাসকেল en:Blaise Pascal কনস্টানিন পেটরঝাক en:Konstantin Petrzhak বার্নার্ড ফিলবার্থen:Bernhard Philberth জোসেফ প্লেটো en:Joseph Plateau মিল্টন এস. প্লেসেটen:Milton S. Plesset ওয়ার্ড প্লামারen:Ward Plummer বরিস পডলস্কাইen:Boris Podolsky এরিক পইসনen:Eric Poisson সিমেওন ডেনিস পইসনen:Siméon Denis Poisson বালথাসার ভ্যান ডের পোলen:Balthasar van der Pol জন পলকিংহর্নen:John Polkinghorne আলেকজান্ডার এম. পলিয়াকভen:Alexander M. Polyakov এডউইন সি. কেম্বল en:Edwin C. Kemble জন কের en:John Kerr এরহার্ড কিয়েৎজ en:Erhard Kietz Md. Abdul Ahad Khan (আলাপ) ১৭:৪১, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Md. Abdul Ahad Khan: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৭, ১৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধ জমা দিতে পারছি না

চিত্রা দত্ত নিবন্ধটিতে শব্দ সংখ্যা কম থাকার কারনে জমা দিতে পারছিনা। Firuz Ahmmed (আলাপ Firuz (আলাপ) ১৯:০৩, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Firuz Ahmmed: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫১, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

দীপন নিবন্ধটিতে শব্দ সংখ্যা কম থাকার কারনে জমা দিতে পারছিনা। Firuz Ahmmed (আলাপ Firuz Ahmmed (আলাপ)

অটো ভালাখ নিবন্ধটিতে শব্দ সংখ্যা কম থাকায় জমা দিতে পারছিনা। Jdebabrata (আলাপ) ১২:৩৭, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধের আকার

নিবন্ধ তালিকায় নিবন্ধের আকার যোগ করলে অনুবাদের জন্য নির্বাচন করতে সুবিধা হত। আশা করি ব্যপারটি দেখবেন।☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১১:৩০, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Safi Mahfouz: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ন্যূনতম আকার না থাকলে কোনো নিবন্ধ এডিটাথনের তালিকায় যোগ করা হয় না। নিবন্ধের আকার প্রতিযোগিতার ন্যূনতম চাহিদা পূরণ করে। কিন্তু কিছু ক্ষেত্রে ইংরেজি নিবন্ধের আকার দেখে বাংলা নিবন্ধের আকার আন্দাজ করা যায় না। এরকম হলে আয়োজকেরা বিশেষ ব্যবস্থায় নিবন্ধ জমা নিয়ে থাকেন। কাজেই আকার নিয়ে চিন্তিত হবেন না। আর ব্যবহারকারীরা তাদের আগ্রহ অনুযায়ী নিবন্ধ তৈরি করেন। তাই নিবন্ধ নির্বাচনের জন্য আকার উল্লেখ করে দেওয়াটা সমীচীন নয়। — আদিভাইআলাপ০৫:৪৮, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: ধন্যবাদ।-->মুহাঃ সাফী মাহফূজ (বলুন, শুনছি) ০৬:০০, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নতুন নিবন্ধ যোগের প্রস্তাব

রসায়ন শিল্প বিভাগে গ্যাল্ভানাইজেশন এবং অজৈব রসায়ন বিভাগে হাইড্রোজেন ফ্লোরাইড -এই দুটি নিবন্ধ যোগ করার প্রস্তাব রাখছি। অতিরিক্ত তথ্যের জন্য ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট পাতাগুলির লিঙ্ক নিম্নে দিয়ে দিলাম।

Galvanization

Hydrogen fluoride

ধন্যবাদান্তে RDasgupta2020 (আলাপ) ০৬:১০, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@RDasgupta2020: "তড়িৎ প্রলেপন" এবং "হাইড্রোজেন ফ্লোরাইড" যোগ করা হয়েছে। — আদিভাইআলাপ১৬:৩৯, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: ধন্যবাদ। রসায়ন শিল্প বিভাগের জন্য আরও কিছু নতুন নিবন্ধের সন্ধান পেয়েছি। অনুগ্রহ করে সেগুলি যোগ করলে বাধিত হব। নিচে সেই নিবন্ধগুলির তালিকা দিয়ে দিলাম।
  • ক্ষোদক, ইংরেজি উইকির সংযোগ--> Pulverizer
  • ভস্মীকরণ, ইংরেজি উইকির সংযোগ--> Calcination
  • হ্যালোজেনেশন, ইংরেজি উইকির সংযোগ--> Halogenation
  • সুগন্ধযুক্ত সালফোনেশন, ইংরেজি উইকির সংযোগ--> Aromatic sulfonation
  • কৃত্রিম তন্তু, ইংরেজি উইকির সংযোগ--> Synthetic fiber
  • বর্জ্য বৈশিষ্ট্য, ইংরেজি উইকির সংযোগ--> Waste characterisation
  • উৎসেচক অনুঘটন, ইংরেজি উইকির সংযোগ--> Enzyme catalysis

ধন্যবাদান্তে RDasgupta2020 (আলাপ) ০৬:১৯, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@RDasgupta2020: বৈশিষ্টের ভিত্তিতে জৈব রসায়ন এবং রাসায়নিক শিল্প বিভাগে যুক্ত করা হয়েছে। সাথে কয়েকটির শিরোনামে সংশোধন করেছি। একটু চেক করে নেবেন। — আদিভাইআলাপ০৭:০৯, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

জমা দিতে পারছি না।

ইয়োহান ডিসেনহফার লেখাটি আমি সম্পাদনা করেছি। কিন্তু ২১৭ শব্দের জন্য জমা দেয়া যাচ্ছে না। এক্ষেত্রে মূল English লেখাটি ছোট হওয়ার সম্প্রসারণ করা যাচ্ছে না। সমস্যা সমাধান করে জমা নিলে ভালো হয়। Md. Shadman Sakib Showrov (আলাপ) ০৭:০৭, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Md. Shadman Sakib Showrov: আমি আপাতত জমা করে নিচ্ছি। তবে চেষ্টা করুন গুগল থেকে কিছু তথ্য সংগ্রহ করে আরেকটু সম্প্রসারণ করতে। শুভকামনা রইলো। হীরক রাজা ❯❯❯ আলাপ ১৪:৩৫, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

জমা দিতে পারছি না

কার্ট অল্ডার নিবন্ধটি সম্পুর্ন অনুবাদ করার পর শব্দ সংখ্যা ৩১৯ হওয়ায় জমা দিতে পারছি না। আর উক্ত নিবন্ধ সম্প্রসারণ করা যাচ্ছে না। সমস্যাটি সমাধান করলে ভালো হয়। Labib (আলাপ) ০৯:১২, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)Labib

@HLabib:   করা হয়েছে। তবে চেষ্টা করুন পারলে গুগল থেকে কিছু তথ্য সংগ্রহ করে আরেকটু সম্প্রসারণ করতে। আরেকটু কষ্ট করে নিবন্ধটিতে আন্তঃউইকি সংযোগ দিয়ে দিন। শুভকামনা রইলো। হীরক রাজা ❯❯❯ আলাপ ১৪:৩৭, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নতুন নিবন্ধ প্রস্তাব

নতুন নিবন্ধ হিসেবে প্রাণরসায়নবিদ এবং প্রোটিন কমপ্লেক্সের নাম প্রস্তাব করছি। যেগুলোর ইংরেজি Biochemist এবং Protein complex Md. Shadman Sakib Showrov (আলাপ) ০৯:৫৮, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017: দেখতো একটু। হীরক রাজা ❯❯❯ আলাপ ১৪:৪৮, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Md. Shadman Sakib Showrov এবং Aishik Rehman: জৈব রসায়ন অংশে যোগ করা হয়েছে। :) — আদিভাইআলাপ১৬:৪০, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধ জমা দিতে পারছি না

সিলভার নাইট্রাইড নিবন্ধটিতে শব্দ সংখ্যা কম থাকার কারনে জমা দিতে পারছিনা। Firuz Ahmmed (আলাপ Firuz (আলাপ)

@Firuz Ahmmed: জমা দিয়ে দিয়েছি। আপনার অনুবাদ ভালোই, তবে আরেকটু সাবলীল হলে আরো ভালো হয়। শুভকামনা। — আদিভাইআলাপ১৭:৩৩, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধ জমা দিতে পারছি না

সমাণুকরণ নিবন্ধটিতে শব্দ সংখ্যা কম থাকার কারনে জমা দিতে পারছিনা। Jdebabrata (আলাপ) ১২:২৩, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)ব্যবহারকারী:jdebabrata

@Jdebabrata: একজন প্রশাসক সেটা জমা নিতে পারবেন। কিন্তু আপনি উইকিলিংকগুলো সংশোধন করুন,সেগুলোতে ইংরেজি নামে সংযোগ রয়েছে। — আদিভাইআলাপ১১:৩১, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

জমা দিতে পারছি না।

পল এল. মড্রিচ লেখাটি আমি সম্পাদনা করেছি। কিন্তু ২১৯ শব্দের জন্য জমা দেয়া যাচ্ছে না। এক্ষেত্রে মূল English লেখাটি ছোট হওয়ার সম্প্রসারণ করা যাচ্ছে না। সমস্যা সমাধান করে জমা নিলে ভালো হয়।

Md. Shadman Sakib Showrov (আলাপ) ১৭:০৩, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Md. Shadman Sakib Showrov: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৬, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভিনিগার

জৈব রাসায়নিক ভিনিগার নিবন্ধনটি আমি তৈরি করতে চাই |--Shashanka Chandra Das (আলাপ) ১৭:১৩, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Shashanka Chandra Das: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ, ইতোমধ্যে ভিনেগার নামে নিবন্ধটি রয়েছে। তাই আপনাকে অন্য কোনো নিবন্ধ তৈরির জন্য অনুরোধ জানাচ্ছি। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:১৯, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

কার্বলিক অ্যাসিড

জৈব রাসায়নিক কার্বলিক অ্যাসিড নিবন্ধনটি আমি তৈরি করতে চাই |--Shashanka Chandra Das (আলাপ) ১৭:২৪, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Shashanka Chandra Das: অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, নিবন্ধটি ফেনল শিরোনামে রয়েছে। আপনি অনুগ্রহ করে উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ/নিবন্ধ/রসায়ন পাতার তালিকা থেকে লাল রঙের লিংক যুক্ত যেকোনো নিবন্ধ তৈরি করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইলো। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৩৯, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

তড়িৎ প্রলেপ

electroplating এর বাংলা তড়িৎ প্রলেপ হতে পারে। কিন্তু Galvanization বোধহয় তড়িৎ প্রলেপ হবেনা। কারণ সেক্ষেত্রে electrogalvanizing এর বাংলা কি হবে? অনুবাদ করতে গিয়ে বেশ সমস্যায় পড়ছি। Nettime Sujata (আলাপ) ১৪:২২, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Nettime Sujata: বিষয়টিকে সামনে আনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। Galvanisation এর প্রতিরূপ বাংলা নাম আপাতত না পাওয়ায় পাতাটি "গ্যালভানাইজেশন" নামেই স্থানান্তরিত করে দিয়েছি এবং টুলফোর্জে পুনর্বার গৃহীত করে দিয়েছি। (পরবর্তীতে বাংলা নাম পাওয়া গেলে আলোচনাসাপেক্ষে স্থানান্তর করা যাবে।) সেই সাথে Electroplating "তড়িৎ প্রলেপন" নামে এবং Electrogalvanization "ইলেকট্রোগ্যালভানাইজেশন" নামেই তালিকাভুক্ত করেছি। আপনাকে আবারও ধন্যবাদ। :) — আদিভাইআলাপ০৩:৪১, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

রাজনীতি আর অর্থনীতি নিয়ে এডিটাথনের প্রস্তাব

লক্ষ্য এবার লক্ষ্যে রাজনীতি আর অর্থনীতি নিয়ে কোন এডিটাথনের আয়োজন করা যায় কি? 45.125.220.162 (আলাপ) ০৪:৪৬, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

কুর্ট ভ্যুট্রিখ

ইংরেজির Kurt Wüthrich নিবন্ধটি কার্ট ভ্যুট্রিখ নামে করা হয়ে গেছে। সুতরাং নিবন্ধ তালিকায় ওই নামটি দিলে ওটা আর লাল থাকেনা। Nettime Sujata (আলাপ) ০৫:২৭, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Nettime Sujata: সুধী, নিবন্ধটি ইতোপূর্বে কার্ট ভ্যুট্রিখ নামে তৈরি অন্য ব্যবহারকারী তৈরি করেছেন। আমি তাকে বার্তা দিয়ে সতর্ক করে দিচ্ছি যাতে নিবন্ধ তালিকায় থাকা নাম পরিবর্তনের পূর্বে যেন আলোচনা করে নেয়। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৪৪, ২১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধ জমা দিতে পারছিনা

ফ্রিৎস প্রেগ্ল নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করেছি কিন্তু মূল নিবন্ধটিতে শব্দ সংখ্যা সীমিত বিধায় এটি জমা দেয়া যাচ্ছেনা। অনুগ্রহ করে সমস্যাটি পর্যালোচনার অনুরোধ জানানো যাচ্ছে। Md.Fahamidul Islam Dipro (আলাপ) ১৮:৩৩, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Md.Fahamidul Islam Dipro: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৬, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@আফতাবুজ্জামান: ফ্রেডরিখ হুন্ড নিবন্ধটি নিয়ে একই সমস্যা দেখা দিয়েছে, অনুগ্রহ করে সাহায্য করুন। --নাফিউল (আলাপ) ১৫:১৫, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Nafiul adeeb: করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৫, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ইথিলিন

ইথিলিনের পেজটি তৈরি নেই তাই পেজটি তৈরি করতে চাই|--Shashanka Chandra Das (আলাপ) ০৬:২৪, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Shashanka Chandra Das: অবশ্যই! আপনি আপনার পছন্দমতো, যেসকল নিবন্ধ তৈরি হয়নি, সেগুলো তৈরি করতে পারবেন। :D — আদিভাইআলাপ১৩:৫২, ১৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Shashanka Chandra Das এবং Meghmollar2017: মহোদয় এই en:Ethylene নিবন্ধ ইথিন নামে প্রশাসক Ferdous সাহেব ২০১৪ সালে তৈরি করেছেন। চেক করুন। ধন্যবাদ। 󠀭󠀭━ কুউ  পুলক  📞☎️ ১৯:১৬, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
রসায়নের ছাত্র হওয়ার জন্যে ইথিলিনকে আমরা ইথিন নামে বেশি ডাকি। চাইলে ইথিলিন থেকে ইথিনে পুনর্নির্দেশ করে দিতে পারেন। ফেরদৌস১৯:২২, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ইথিলিন ফাউন্টেন থেকে মুছে দিয়েছি, আফতাব ভাই কর্তৃক একত্রীকরণ ট্যাগ লাগানো হয়েছে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:৫০, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নতুন নিবন্ধ যোগের প্রস্তাব

জৈব রসায়ন বিভাগে হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন পরমানু সংযোজননাইট্রেশন এবং অন্যন্য বিভাগের জন্য টাইট্রেশন এই তিনটি নিবন্ধ যোগ করার প্রস্তা‌ব রাখছি। সংশ্লিষ্ট নিবন্ধর ইংরেজি উইকি লিঙ্ক নিচে দেওয়া হল,

RDasgupta2020 (আলাপ) ০৭:০৬, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@RDasgupta2020:   করা হয়েছেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:৫৮, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

দু'জন তৈরি করছেন একই নিবন্ধ

মোল নামে এবং মোল (একক) নামে। একজন জমা দিয়েছেন। 󠀭󠀭━ কুউ  পুলক  📞☎️ ১৯:২১, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ফাউন্টেন থেকে মুছে মোল (একক) এ মোল নিবন্ধ পুনর্নির্দেশ করা হলো। উল্লেখ্য, মোল (একক) নিবন্ধটি পদার্থবিজ্ঞান উপ-এডিটাথনের অংশ ছিলো। জানানোর জন্য ধন্যবাদ। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:৪৫, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

অ্যামোনিয়াম সালফেট

নিবন্ধটি জমা পড়েছে। কিন্তু তালিকায় নেই। কোন আলোচনাও করেন নি জনাব Shashanka Chandra Das সাহেব। 󠀭󠀭━ কুউ  পুলক  📞☎️ ১৯:২৬, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

অষ্টক সূত্রের সীমাবদ্ধতা

নিবন্ধটি জমা পড়েছে। কিন্তু তালিকায় নেই। কোন আলোচনাও করেন নি জনাব Shashanka Chandra Das সাহেব। 󠀭󠀭━ কুউ  পুলক  📞☎️ ১৯:২৯, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধ দুটি বড় আছে, আমি তালিকায় যোগ করে দিয়েছি। @Shashanka Chandra Das: অনুগ্রহ করে এই তালিকা থেকে অনুবাদ করুন। তালিকায় না থাকলে কষ্ট করে আপনার পছন্দের নিবন্ধের নাম এখানে জানাতে ভুলবে না। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৪, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ইথিন ও ইথিলিন

আপনারা নিশ্চয়ই জানেন, ইথিন ও ইথিলিন একই জিনিস। @Meghmollar2017: ইথিন নিবন্ধ বর্তমান থাকা সত্ত্বেও শশাঙ্কবাবুর অনুরোধে ইথিলিন নিবন্ধ তালিকায় যোগ করেছেন। আমিও তাঁকে নম্বর দিয়ে দিয়েছি । হয়তোবা আদিব সাহেব, শশাঙ্ক বাবু এবং আমি কেউই জানতাম না ইথিন নামে প্রবন্ধটি আগে থেকেই আছে। এমতাবস্থায় করণীয় বলবেন প্লিজ? চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১৯:৫১, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: আপনি নিবন্ধটি কি ভালো করে পর্যালোচনা করেছিলেন? একটা নিবন্ধ পর্যালোচনার সময় শুরুতে আন্তঃউইকি সংযোগ, বিষয়শ্রেণী আছে কিনা দেখবেন। যেটি উক্ত নিবন্ধের ক্ষেত্রে ছিলো না। এবং আপনি তা যোগ করেও দেন নি। তাছাড়া নিবন্ধটির শিরোনাম ইথিলিন হলেও নিবন্ধ প্রণেতা শুরুতে ইথিলিনের সাথে বন্ধনীতে ইথিন না লিখে ইথেন লিখেছেন যেটি কিন্তু অন্য একটি যৌগ। এটিও দূর্ভাগ্যবশত আপনার নজর এড়িয়ে গেছে। এছাড়াও নিবন্ধটিতে আরও ত্রুটি রয়েছে অথচ, আপনি কোনো সংশোধন করে না দিয়েই গ্রহণ করে নিলেন। আমি নিবন্ধটি ফাউন্টেন থেকে মুছে দিয়েছি কেননা নিবন্ধ প্রণেতার আরও দুটি তালিকার বাইরের নিবন্ধ জমা হয়েছে সেগুলো মুছে দিচ্ছি না তন্মধ্যে আরও একটি নিবন্ধ ইতোমধ্যে আপনি গ্রহণ করেছেন। ইথিলিনইথিন একজন প্রশাসক কর্তৃক একত্রীকরণ করা হবে। অনুগ্রহ করে পরবর্তীতে এসব বিষয় খেয়াল রাখবেন, আশা করি এই ধরনের সমস্যা হবে না। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২০:২১, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ভুল হতেই পারে। ব্যাপার না :) --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৩, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আফতাবুজ্জামান ভুলটা বলে দিলাম আর কি, যাতে পরবর্তীতে সতর্ক হতে পারে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২০:৩৭, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Ppt2003: ইথিন বা ইথিলিন নামে কোনো নিবন্ধ কখনোই তালিকায় যোগ করা হয়নি। কিন্তু Polyethylene (পলিথিন) নামে একটি নিবন্ধ রয়েছে, যার সাথে গুলিয়ে ফেলেছিলাম। যদি ফাউন্টেনে নিবন্ধটি গ্রহণ করা হয়ে থাকে (মানে, উপযোগী হয়), তবে শশাঙ্ক বাবুকে নম্বর দিয়ে রসায়ন মাস শেষ হওয়ার পর দুইটি নিবন্ধ একত্রীকরণ করা হউক। — আদিভাইআলাপ০৪:০২, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভুল সংশোধন

গেয়র্গ ডে হেভেসি নিবন্ধের "গেয়র্গ ডে হেভেসি" অংশে ভুল থাকায় তা গ্রহণ করা হয় নি। তাই আমি তা সংশোধন করেছি। তা পুনঃপর্যালোচনা করে গ্রহণ করার অনুরোধ রইলো।--Shashanka Chandra Das (আলাপ) ০৬:০৪, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)

মতামত জানার প্রসঙ্গে

আমি কিছুদিন আগে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একটি নিবন্ধ লিখেছিলাম ওটা কি এখানে যোগ করতে পারব?ধন্যবাদ ফেরদৌস নাওয়ার তাহসিন (আলাপ) ১৭:৫৩, ২৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@ফেরদৌস নাওয়ার তাহসিন: পারবেন না। তালিকায় যে নিবন্ধগুলো রয়েছে সেখান থেকেই অনুবাদ করতে হবে। অনুগ্রহ করে আপনার তৈরিকৃত কলয়েড নিবন্ধ সম্প্রসারণ করুন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৫৬, ২৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ওকে ধন্যবাদ ফেরদৌস নাওয়ার তাহসিন (আলাপ) ১৮:০৩, ২৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

শ্রেণীবিভাগের ক্ষেত্রে ঘরের স্কেলগুলো কিভাবে করব? ফেরদৌস নাওয়ার তাহসিন (আলাপ) ১৮:৫৭, ২৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@ফেরদৌস নাওয়ার তাহসিন: ইংরেজি নিবন্ধের সংশ্লিষ্ট অনুচ্ছেদে কলম আইকনে ক্লিক করে সম্পাদনা মোডে গিয়ে কোডটি অনুলিপি (কপি) করে বাংলা নিবন্ধে প্রতিলিপি (পেস্ট) করবেন। শুধু কোডের ভিতরে তথ্যগুলো অনুবাদ করবেন। নিবন্ধটি দেখুন, আমি ছকটি যুক্ত করে দিয়েছি। এবার আপনি তথ্যগুলো অনুবাদ করে দিন। —ইয়াহিয়াআলাপ০৯:২৫, ২৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ধন্যবাদ আপনাকে ফেরদৌস নাওয়ার তাহসিন (আলাপ) ১৮:৫৫, ২৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভুল সংশোধন

বাইকার্বোনেট‎ "বাইকার্বোনেট‎" অংশে ভুল থাকায় তা গ্রহণ করা হয় নি। তাই আমি তা সংশোধন করেছি। তা পুনঃপর্যালোচনা করে গ্রহণ করার অনুরোধ রইলো।--Shashanka Chandra Das (আলাপ) ০৯:০৪, ২৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধে সম্মানসূচক ব্যবহার

সাধারণত আপনি ব্যবহার করলে তার সঙ্গী সর্বনামগুলি হল 'তিনি', 'তাঁর', 'তাঁকে' ইত্যাদি। নিবন্ধ রচনায় যদি সম্মানসূচক ক্রিয়া ব্যবহার করতে বাধা না থাকে, অর্থাৎ আমি যদি লিখতে পারি "আব্দুল কালাম. . . . . জন্মগ্রহণ করেন।" তাহলে কিভাবে লেখা যায় "তার পিতা জয়নুল-আবেদিন. . . . "? বাংলায় তো একে বলে গুরু-চণ্ডালী দোষ। সম্মানসূচক শব্দ বাদ দিতে চাইলে তো দুই ক্ষেত্রেই বাদ দিতে হবে, লিখতে হবে 'আব্দুল কালাম. . . . . জন্মগ্রহণ করেছিল।' তাহলে এর সাথে লেখা যায় 'তার পিতা'। একটু আলোচনা চাইছি এই বিষয়ে। দয়া করে সকলে যদি যুক্তিপূর্ণ মতামত দেন, তাহলে পরবর্তী নিবন্ধগুলি লিখতে সুবিধা হয়। Nettime Sujata (আলাপ) ১১:২০, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Nettime Sujata: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় এটি একটি বহুল আলোচিত বিষয়। ইংরেজিতে সর্বনামজনিত সম্মানবাচক এই সমস্যাটি নেই। যে কারণে বাংলা উইকিতে এ সংক্রান্ত নীতিও স্পষ্ট নয়। নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে চন্দ্রবিন্দু বাদ পড়েছে, কিন্তু অজ্ঞাত কারণে -এন এখনও বজায় আছে। এটি শুধু এডিটাথনের বিষয় নয়, সমগ্র বাংলা উইকির প্রশ্ন। কাজেই আলোচনাটি আলোচনাসভায় শুরু করলে হয়তো আলোচনার স্কোপ (বাংলা মনে আসছে না) বাড়বে। — আদিভাইআলাপ১৫:৩৯, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: কিভাবে শুরু করা যাবে? আমার ওপরের বক্তব্য কি আলোচনাসভাতে আবার লিখব? Nettime Sujata (আলাপ) ১৬:২০, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

আলোচনাটি উইকিপিডিয়া:আলোচনাসভায় স্থানান্তরিত হয়েছে।

@Meghmollar2017:, স্কোপ মানে সুযোগ বা ক্ষেত্র হতে পারে। 45.125.220.162 (আলাপ) ১৬:৪৩, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

অনুবাদ জমা নিচ্ছে না

আমি তালিকায় থাকা এস. পি. সিংহ এবং হোমী সেঠনা নিবন্ধ দুটি অনুবাদ করেছি কিন্তু শব্দ সংখ্যা কম হওয়ায় জমা নিচ্ছে না। গ্রহণ করার অনুরোধ রইলো।--Firuz Ahmmed (আলাপ)

@Firuz Ahmmed: জমা   করা হয়েছেহীরক রাজা ❯❯❯ আলাপ ১৮:১৬, ২৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)

ভুল সংশোধন

আর্তুরি ইলমারি ভির্তানেন‎ "আর্তুরি ইলমারি ভির্তানেন‎" অংশে ভুল থাকায় তা গ্রহণ করা হয় নি। তাই আমি তা সংশোধন করেছি। তা পুনঃপর্যালোচনা করে গ্রহণ করার অনুরোধ রইলো।--Shashanka Chandra Das (আলাপ) ০৮:৪৫, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

নিবন্ধ জমা দিতে পারছি না

হান্স ফিশার নিবন্ধটিতে শব্দ সংখ্যা সীমিত হওয়ায় জমা নিচ্ছে না। কিন্তু আমি মূল নিবন্ধের সম্পূর্ণ অংশ অনুবাদ করেছি। নিবন্ধটি গ্রহণের অনুরোধ জানাচ্ছি। -- Md.Fahamidul Islam Dipro (আলাপ) ১০:৪৯, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@আফতাবুজ্জামান:, @Yahya:, @Meghmollar2017:, @ইফতেখার নাইম:, দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। Ppt2003 (আলাপ) ১৬:২৭, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Md.Fahamidul Islam Dipro: জমা দেওয়া হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

আমার নিবন্ধ

আমি কাজ চলছে ট্যাগ লাগিয়ে মুমতাজ আলী কাজী প্রবন্ধটি তৈরি করা শুরু করলেও শশাঙ্ক শেখর দাস আমার প্রবন্ধের জায়গায় নিজের প্রবন্ধ লাগিয়ে দিয়েছেন। এটা সম্পূর্ণ অন্যায়। আমি এ প্রবন্ধ তাকে ছেড়ে দিতে নারাজ ও ফাউন্টেনে এটি নিজের নামে যোগ করতে চাই। এজন্যই আমি বলেছিলাম, ইতিহাস এডিটাথনে যেরকম ব্যবহারকারী নিজের নাম লিখে রাখতেন, সেটি আবারো যোগ করা হোক। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১০:২৬, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Ppt2003 এবং Shashanka Chandra Das: আমি যদি একজনের পক্ষে মত দেই, অন্যজন কষ্ট পাবেন। আপনাদের দুইজনের কেউ অন্যজনের জন্য ছেড়ে দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৪, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@আফতাবুজ্জামান:, শশাঙ্ক বাবু সম্পূর্ণ যান্ত্রিক গুগল অনুবাদ পেস্ট করে দিয়েছিলেন। আমি কাজ চলছে ট্যাগ লাগিয়ে প্রথম কয়েক প্যারা সম্পাদনা করে সেভ করে আবার সম্পাদনা করে দেখি, হঠাৎ করে সম্পাদনা ত্রুটি দেখাচ্ছে। এরপর আমি লক্ষ্য করি, মূল ইংরেজি নিবন্ধের প্রায় শতভাগ গুগল অনুবাদ শশাঙ্ক বাবু জমা দিয়েছেন। এর আগেও শশাঙ্ক বাবু শতভাগ যান্ত্রিক অনুবাদ বিশিষ্ট পাতা ফাউন্টেনে জমা দান করেন। এজন্য তার আলাপ পাতায় একাধিক সতর্কবার্তা এসেছে। এ অনুবাদটি শশাঙ্ক বাবু যে অবস্থায় রাখতেন, সে অবস্থায় জমা দিলে উনার আরো কিছু প্রবন্ধের মতো এটিও শূন্য পেত। আমি পরে এটিকে ব্যাপক সংশোধন করে জমা দিই। এখন আপনিই বলুন, আমি কেন শশাঙ্ক বাবুর জন্য প্রবন্ধ ছেড়ে দেব? যান্ত্রিক অনুবাদ পেস্ট করা ছাড়া তিনি ঐ প্রবন্ধে কী এমন উল্লেখযোগ্য অবদান রেখেছেন? আপনাকে সম্পাদনা ইতিহাস পর্যালোচনার আহবান জানাচ্ছি। তাহলেই শশাঙ্কবাবু না আমার নামে এটি যোগ হওয়া উচিত- আপনি সহজেই বুঝতে পারবেন। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০১:৩১, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

  মন্তব্য আমি আফতাব ভাইয়ের মতো মধ্যপন্থা অবলম্বন করতে পারলাম না। ব্যবহারকারী @Shashanka Chandra Das: পূর্বেও এমন করেছেন, অন্তত পরীক্ষা পাতায় আমি তা লক্ষ্য করে উনাকে সতর্কবার্তা দিই। তারপরেও উনি একই কাজ বারবার করলে তা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয়, আমাদের সবারই অন্য ব্যবহারকারীর সম্পাদনার প্রতি সম্মান জানানো উচিত। কোনো নিবন্ধ অনুবাদ শুরু করার পূর্বে নিবন্ধটি ইতোমধ্যে তৈরি করা আছে কিনা, অন্য ব্যবহারকারী তা শুরু করেছেন কিনা, তা লক্ষ্য রাখা উচিত। অতীতেও এ সংক্রান্ত কারণে অনেক সক্রিয় ব্যবহারকারী আস্থা হারিয়ে উইকিপিডিয়া ত্যাগ করেছেন। এমন ঘটনা বারংবার ঘটতে দেওয়া হবে না। সকলকে আবারও ধন্যবাদ। — আদিভাইআলাপ০৪:৪১, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
@Ppt2003: আচ্ছা, তবে আপনার নামে জমা হোক। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪২, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

দয়া করে নিবন্ধ পর্যালোচনা করুন

আমি সবার নিবন্ধ পর্যালোচনা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার নিবন্ধ পর্যালোচনা করার মত সময় কারো হাতে নেই। এখনো রসায়ন এডিটাথনে আমার ১৫টি নিবন্ধ অ-পর্যালোচিত অবস্থায় থেকে গেছে । একটু বিষয়টা দেখুন। চির শুভার্থী,Ppt2003 (আলাপ) ০১:৩৮, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: আমাদের হাতে সময় আছে। :D আমি কয়েকটা করেছি। সময় পেলেই বাকিগুলো করে ফেলবো।—ইয়াহিয়াআলাপ১৮:৩৯, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

মিঠাপানির হাইড্রা

@আফতাবুজ্জামান:, @Yahya:, @Meghmollar2017: মিঠাপানির হাইড্রা নিবন্ধের তথ্যছক বা বৈজ্ঞানিক শ্রেনীবিন্যাসটি ঠিক মত ইংরেজি থেকে আমদানী করতে পারিনি। ঠিক করার জন্য সাহায্য লাগবে। অনুগ্রহ করে তথ্যছকটা ঠিক করে দেয়ার অনুরোধ থাকলো। একই সাথে আগাম ধন্যবাদ :) ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২০) ০৬:৫৯, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@FaysaLBinDaruL:   করা হয়েছে। — আদিভাইআলাপ০৭:০৮, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

জমা দিতে পারছি না

লুইস ব্রাউনরবার্ট হুইটটেকার  কুউ পুলক   🖂  ০৯:৫৯, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)

@কুউ পুলক: জমা   করা হয়েছেহীরক রাজা ❯❯❯ আলাপ ১৪:৫৮, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
"লক্ষ্য এবার লক্ষ/সংগ্রহশালা ৪" প্রকল্প পাতায় ফিরুন।