উইকিপিডিয়া আলোচনা:লক্ষ্য এবার লক্ষ/সংগ্রহশালা ২

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "লুইজা বেলাশেভিজ" অনুচ্ছেদে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫

জমা করতে পারছি না

গ্রিসের_প্রশাসনিক_অঞ্চল সম্পূর্ণ অনুবাদ করেছি। কিন্তু জমা করার সময় দেখাচ্ছে 13,879 bytes এবং 291 words! ফলে জমা করা যাচ্ছে না। কি করণীয়।

অনুরূপে মরক্কোর প্রশাসনিক অঞ্চল -ও ৪০০ শব্দ হবে না আন্দাজ করে, সেটির অনুবাদে হাত লাগাতে পারছি না। আপনাদের মতামতের অপেক্ষায়। ধন্যবাদান্তে। --Debabrata Jana

@Jdebabrata: আপনার নামে জমা করে দিয়েছি। জমা দিতে সমস্যা হলে এই পাতায় জানালেই হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩০, ১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Jdebabrata: অসংখ্য ধন্যবাদ। --Debabrata Jana ০৪:২০, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

ছবি সমস্যা

আমি জিওপলিমার অনুবাদ করলাম। কিন্তু জিওপলিমার সংশ্লেষণ অংশের ছবিটি না দেখিয়ে ছবির ফাইলটির নাম দেখাচ্ছে। এখন প্রশ্ন, আমার তরফে কিছু করার দরকার আছে? ধন্যবাদান্ত। -- Debabrata Jana

@Jdebabrata: ঠিক   করা হয়েছে। এমনটা তখনই হয় যখন ছবিটি ইংরেজি উইকিপিডিয়ায় থাকে কিন্তু বাংলায় থাকে না। তখন কাজটি হলো ছবিটি বাংলা উইকিতে আমদানি করা। এরকম যেকোনো সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০২:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Jdebabrata: অসংখ্য ধন্যবাদ। --Debabrata Jana ০৯:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

তথ্যসূত্র সংক্রান্ত সমস্যা

১৯৫০-এর_আসাম-তিব্বত_ভূমিকম্প অনুবাদ চলছে, কিন্তু তথ্যসূত্র অংশে দেখা যাচ্ছে:

উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; ISC-GEM নামের সূত্রের জন্য কোন লেখা প্রদান করা হয়নি

এই ধরণের সতর্কীকরণ। এগুলি কিভাবে সমাধান করা যায়, জানালে বাধিত হব। নমস্কারান্তে। --Debabrata Jana

jdebabrata, এবার দেখতে পারেন। একই তথ্যসূত্রের একাধিক ব্যবহার হলে <ref name=AnyName/> ধরনের ট্যাগ (অর্থাৎ শুরুর ট্যাগেই / চিহ্ন ব্যবহার করা, </ref> ব্যবহার না করা) ব্যবহার হয়। এর অর্থ হলো AnyName সহ ref ট্যাগটি নিবন্ধে অন্য কোথাও সংজ্ঞায়িত হয়েছে, যেখানে <ref name=AnyName> </ref> ট্যাগের মধ্যে কোন তথ্যসূত্র দেওয়া হয়েছে। য় ১২:২৩, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

ধন্যবাদ, কাজ দিয়েছে। দেখি পরেও সমাধান করতে পারি কিনা। --Debabrata Jana ২১:০৪, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

উইকিউপাত্ত-এর Qxxxxxx নং আইটেমের

একটি বজ্ঞপ্তির উদাহরণ: মাল্টার স্থানীয় পরিষদ পাতাটি উইকিউপাত্ত-এর Q719592 নং আইটেমের সাথে সংযুক্ত হয়েছে .... আমার প্রশ্ন: ১) ওটি কোথা থেকে কি ভাবে খোলা যাবে এবং ব্যবহার করা যাবে ? ২) ওটি আগে সংযুক্ত ছিল না? ৩) ওটি আমি প্রবন্ধে গিয়েও দেখতে পাচ্ছি না কেন? নমস্কারান্তে। --Debabrata Jana Jdebabrata (আলাপ) ২১:১৭, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

অনুবাদ করা নিবন্ধে ইংরেজি নিবন্ধের সংযোগ করা যাচ্ছে না

মঙ্গল আবাস নিবন্ধটি আমি Mars habitat থেকে অনুবাদ করছি।কিন্তু আমি যখন অনুবাদ করা নিবন্ধে [‘[:en:Mars habitat]] যোগ করতে যাচ্ছি তখন দেখাচ্ছে Mars habitat নামের কোনো পাতা উইকিপিডিয়াতে নেই। আমি কি করতে পারি? আমি তাই এই সংযোগ উইজার্ড উপেক্ষা করে নিবন্ধের শেষে '[‘[:en:Mars habitat]]' এড করেছি।তাতেও কোনো পরিবর্তন আসেনি। বিঃদ্রঃ (‘) চিহ্নটি উপেক্ষা করুন।ফরমেটিকে পরিপুর্ন ভাবে উপস্থাপন করতে এটা ব্যবহার করেছি। --Abdur Rahman (আলাপ) ১৮:১০, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Abdur Rahman Ibn Al Mamun: বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ। করে দিয়েছি।  কুউ  পুলক  ১৮:১৮, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
আপনাকেও অনেক ধন্যবাদ🥰 Abdur Rahman (আলাপ) ১৮:২০, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Abdur Rahman Ibn Al Mamun: আপনি [[:en:Mars habitat]] লিখেছেন অর্থাৎ en লেখাটির আগে কোলন চিহ্ন ব্যবহার করেছেন তাই আন্তঃউইকি সংযোগ তৈরি হয় নি। পরবর্তীতে লেখার সময় [[en:Mars habitat]] আকারে লিখবেন। আন্তঃউইকি সংযোগ দেওয়ার নিয়ম জানতে WP:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন পাতাটি পড়ে নিতে পারেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৪১, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Abdur Rahman Ibn Al Mamun: এছাড়াও, ডেস্কটপ মোড থেকে হাতের বাম পাশে টুলবারে সবার নিচে "আন্তউইকি সংযোগ দিন" লিখাতে ক্লিক করলে একটা ট্যাব খুলবে। ট্যাবে প্রথম ঘরে "enwiki" এবং দ্বিতীয় ঘরে ইংরেজি নিবন্ধের নাম লিখে পরবর্তী বাটন চাপতে হবে। -- আদিভাই (আলাপ) ১৭:০৫, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

নিবন্ধের বানান বিভ্রাট

@Asmita comp, ইফতেখার নাইম, এবং FaysaLBinDaruL: সুধী, প্রতিযোগিতার কয়েকটি নিবন্ধের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত ভূগোল মাসের মৃত্তিকা জীবাণুবিজ্ঞান এবং মাটি সোলারাইজেশন নিবন্ধ দুইটি, যেগুলো তৈরি করছেন ব্যবহারকারী:Shahriar Walid। নিবন্ধ দুইটির প্রকৃত বাংলা হবে "মৃত্তিকা অণুজীববিজ্ঞান" (Microbiology=অণুজীববিজ্ঞান) এবং "মৃত্তিকা সৌরায়ন" (solarization=সৌরায়ন)। দ্বিতীয়ত সদ্য সমাপ্ত ইতিহাস মাসের দুইটি নিবন্ধ প্রাচীন মিশরীয় সাম্রাজ্য এবং ভবনগর রাজ্য। ইংরেজি en:New Kingdom of Egypt বাংলা করা হয়েছে "প্রাচীন মিশরীয় সাম্রাজ্য", যা মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। বরং এর নাম "মিশরীয় সাম্রাজ্য" হবে। ভবনগরের গুজরাতি নাম রয়েছে "ભાવનગર" এবং হিন্দিতে রয়েছে "भावनगर"। তাই ভবনগর আসলে "ভাবনগর" হবে। এগুলোর পরিবর্তন প্রয়োজন। আপনাদের মন্তব্য কাম্য। ধন্যবাদান্তে -- আদিভাই (আলাপ) ০৪:১৯, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

আদিভাই বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। — ইফতেখার নাইম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
"মিশরীয় সাম্রাজ্য" অপেক্ষা "মিশরের নতুন সাম্রাজ্য" নামকরণ বেশি উপযুক্ত বলে আমার মনে হয়েছে। যাই হোক, টেবিলে যেরকম নাম দেওয়া ছিল, আমি সেই নাম ব্যবহার করেই অনুবাদ করেছি। Asmita comp (আলাপ) ০৫:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: সংশোধন   করা হয়েছে@Asmita comp এবং FaysaLBinDaruL: কে পাতাটি আরেকবার যাচাই করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০৮:৪২, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Asmita comp: তালিকাতে কোনো ভুল দেখলে বা "এ রকম হলে ভালো হতো" মনে হলে আলোচনায় জানাবেন। এতে আমরা আলোচনা করে, সময়মতো ভুলগুলো সংশোধন করে নিতে পারব। :) -- আদিভাই (আলাপ) ১৭:০৯, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

অনুবাদ সমস্যা

ice caps এর বাংলা অনুবাদ কি বরফ ক্যাপস হবে? polar ice packs এর বাংলা কোন শব্দ আছে কী? Tundra এর বাংলা কি তুন্দ্রাই হবে? এছাড়াও আমার অনুদিত 'ক্রান্তীয় জলবায়ু' ও 'মেরুজ জলবায়ু' নিবন্ধ বোধগম্য কিনা তা জানতে চাঁই। অনুবাদে ত্রুটি থাকলে সংশোধন করেন।— Bengalipotatoeater (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Bengalipotatoeater: ১. ice caps এর বাংলা বরফছানি ব্যবহার করুন এবং সাথে বন্ধনীর ভেতর আইস ক্যাপ লিখে দিন এভাবে: বরফছানি (আইস ক্যাপ) ২. polar ice pack এর জন্য মেরুজ বরফরাশি ব্যবহার করুন এবং সাথে বন্ধনীর ভেতর আইস প্যাক লিখে দিন এভাবে:মেরুজ বরফরাশি (আইস প্যাক) ৩. Tundra-র বাংলা তুন্দ্রাই হবে। ৪. নিবন্ধ জমা দিলে পর্যালোচকগণ তা যাচাই করবেন এবং কোনো ত্রুটি থাকলে তারা সংশোধন করে নিবেন, তবে বড়সড় ত্রুটি থাকলে তাদের মতামত আপনাকে জানিয়ে দিবেন। উইকিপিডিয়ায় আপনার পথচলা শুভ হোক। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১৩:২৩, ৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Aishik Rehman: biome শব্দটির বাংলা অর্থ পাচ্ছিনা।


@Bengalipotatoeater: বায়োমের বাংলা হচ্ছে জীবাঞ্চল। তবে বন্ধনীতে বায়োম লিখে দিবেন যেহেতু বায়োম শব্দটিই বেশি পরিচিত। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০২:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

অনুবাদ প্রসঙ্গে

ইংরেজি article এর প্রত্যেকটি লাইনের অনুবাদ করতে হবে ? নাকি কিছু লাইন বাদ দিলেও হবে। আর বাদ দিলে সর্বোচ্চ কত লাইন বাদ দেয়া যাবে ? Md. Abdul Ahad Khan (আলাপ) ০৮:২৮, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Md. Abdul Ahad Khan: প্রতিটি লাইন অনুবাদ করাটা বাধ্যতামূলক না, তবে তা করাটা ভীষণ দরকার। মাঝখানে কোনো লাইন বাদ দিলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যেতে পারে, অনুচ্ছেদের অর্থ খাপছাড়া হয়ে যেতে পারে। সর্বোপরি কোনো পর্যালোচক হয়তো বিষয়টিকে মারাত্মক ভাবে নিয়ে আপনার নিবন্ধটি গ্রহণ নাও করতে পারেন। এক লাইন তথ্য যুক্ত করলেও কিন্তু আমাদেরই লাভ, আমাদের উইকির সমৃদ্ধি হবে। সুতরাং চেষ্টা করুন পূর্ণাঙ্গ ও সাবলীল অনুবাদ করার। উইকিপিডিয়ায় আপনার পথচলা শুভ হোক। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১০:৪০, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

সান মেরিনোর ভূগোল নিবন্ধটি submit করতে পারছি না

আমি সান মেরিনোর ভূগোল নিবন্ধটি submit করতে পারছি না। নিবন্ধটির ১০৩টি শব্দ হয়েছে এবং ৬০০০ বাইটও হয়নি। কিন্তু আমি ইংরেজি নিবন্ধটির পুরোপুরি অনুবাদ করেছি। আমার এখন কি করনীয়? Md. Abdul Ahad Khan (আলাপ) ২৩:২৭, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Md. Abdul Ahad Khan:   করা হয়েছে-- আদিভাই (আলাপ) ০৪:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

তালিকায় ব্যক্তিত্ব অংশে যোগ করতে পারেন

তালিকায় ব্যক্তিত্ব অংশে উল্লেখযোগ্য ভূগোল ব্যক্তিত্ব হিসাবে নিচের নামগুলো যোগ করতে পারেন। সব নাম এখান থেকে নেয়া হয়েছে।  কুউ  পুলক  ১৩:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

ক্রমিক বাংলা নাম ইংরেজি
[[ ]] Gillian Rose (geographer)
[[ ]] Cindi Katz
[[ ]] Nigel Thrift
[[ ]] Michael Watts
[[ ]] Denis Cosgrove
[[ ]] Doreen Massey (geographer)
[[ ]] Edward Soja
[[ ]] Evelyn Stokes
[[ ]] David Harvey
১০ [[ ]] Yi-Fu Tuan
১১ [[ ]] Gamal Hamdan
১২ [[ ]] Waldo R. Tobler
১৩ [[ ]] Milton Santos
১৪ [[ ]] Torsten Hägerstrand
১৫ [[ ]] Carl O. Sauer
১৬ [[ ]] Jovan Cvijić
১৭ [[ ]] Friedrich Ratzel
১৮ [[ ]] Élisée Reclus
১৯ [[ ]] Xavier Hommaire de Hell
২০ [[ ]] Harriet Hawkins
২১ [[ ]] Halford Mackinder
@কুউ পুলক: ১-১০ পর্যন্তগুলো   করা হয়েছে। বাকিগুলো নিরীক্ষণের অপেক্ষায়। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১৬:০৫, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

Geography of Sicily island নামে কোন নিবন্ধ নেই।

নিবন্ধ তালিকার দেশ অনুযায়ী ভূগোলে সিসিলি আইল্যান্ডের নাম আছে। ইংরেজিতে শুধু সিসিলির নিবন্ধ আছে, বিশেষভাবে এর ভূগোলের কোন নিবন্ধ নেই। তাছাড়া এই তালিকার সব অঞ্চল দেশের নাম। সিসিলি কোন দেশ নয়। এর ভূগোল নিয়ে আলাদা নিবন্ধ তৈরি এতটাও দরকার মনে হয় না। — Bengalipotatoeater (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

সরানো হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২০, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
en:Geography of Seychelles (সেশেলের ভূগোল) দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। -- আদিভাই (আলাপ) ০৪:০১, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

আলোচনার সংগ্রহশালা

সুধী, আমাদের এডিটাথনের আলোচনা পাতায় অনেকগুলো উত্তীর্ণ আলোচনা জমে গেছে। বিশেষ করে গত মাসের ইতিহাস বিষয়ের আলোচনা। এগুলোকে সংগ্রহশালায় স্থানান্তর করা প্রয়োজন। তাহলে নতুন আলোচনায় সুবিধা হবে। -- আদিভাই (আলাপ) ০৪:০৯, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

geodesy এর বাংলা পাচ্ছিনা

Irene Fischer একজন geodesist, যা গণিতের একটি শাখা। কিন্তু এর কোন বাংলা নেই। geology এর বাংলা ভূতত্ত্ব আর geography ভূগোল। তাহলে geodesy কি হবে? ভূতত্ত্ব লিখলে কথাটা ভুল হবে কেননা geodesy সম্পূর্ণ আলাদা বিষয় যা গণিতের সাথে সম্পর্কিত। এছাড়া legacy এর বাংলাও পাচ্ছিনা।ভ্যাটিকান সিটির ভূগোলে extreme points এর বাংলা কি হবে?

legacy এর বাংলা হতে পারে "উত্তর-প্রজন্মের মূল্যায়ন"। Ppt2003 (আলাপ) ০৭:০৯, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: geodesy— ভূগণিত/ভূগণিতবিদ্যা, geodesist—ভূগণিতজ্ঞ/ভূগণিতবিদ, legacy—উত্তরসূরি ব্যবহার করুন। প্রয়োজনে ইংরেজি নামটিও বন্ধনীতে লিখে দিবেন। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০৯:৫১, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

রোলব্যাক

জে কিথ ফ্রেসার প্রবন্ধে আমার এডিটগুলো রোলব্যাক করুন। আমাকেও রোলব্যাকার রাইট দিন। কারণ আমি সম্পাদনায় প্রচুর ভুল করি এবং অধিকাংশ ক্ষেত্রে আমি নিজে যদি ভুল না ধরি, তাহলে সে ভুল ভুলই থেকে যায়। রোলব্যাকার অধিকার পেলে আমার জন্য ভুল সম্পাদনা ও ভ্যান্ডালিজমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সহজতর হবে। আমার Good Faith Vandalism গুলো প্রতিহত করার পাশাপাশি অন্যান্য কাজও এর মাধ্যমে অধিক নৈপুণ্যের সঙ্গে সম্পাদন করতে পারব। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৭:০৭, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: রোলব্যাক অধিকারের কিছু অসুবিধাও আছে। এটি একজন ব্যবহারকারীর পর পর করা সকল সম্পাদনা বাতিল করে দেয়। একটি নিবন্ধে যদি শুধু একজন ব্যক্তির সম্পাদনাই থাকে তবে রোলব্যাক করা যায় না। আবার একবার রোলব্যাক করলে তার আগের সংস্করণে ফেরত যাওয়া যায় না। আপনার যদি মনে হয় রোলব্যাক সুবিধা দরকার, তবে এইখানে ক্লিক করে পাতাটি পড়ে নিয়মানুযায়ী আবেদন করুন। ধন্যবাদ। —ইয়াহিয়াবলুন...১২:০৫, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Ppt2003: রোলব্যাক অধিকারের জন্য একটি ধারাবাহিক আবেদন প্রক্রিয়া রয়েছে। সেটা অনুসরণ করুন। এ সংক্রান্ত আলোচনা সেখানে করাটাই ভালো। তবে শুধু আপনার নিজের অবদানের জন্য রোলব্যাক নাও পেতে পারেন (নিয়মাবলি ভালো করে পড়ুন)। এ ধরনের কাজের জন্য "পূর্বাবস্থায় ফেরত নিন" বাটন ব্যবহার করতে পারেন। আর সম্পাদনার ক্ষেত্রে আস্থা রাখুন। :) আপনার যাত্রা শুভ হোক। -- আদিভাই (আলাপ) ১৭:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

ফ্রেসার

জে কিথ ফ্রেসার এবং জে কেইথ ফ্রেসার নামে দুইটি প্রবন্ধ সৃষ্টি করা হয়েছে। দয়া করে জুনাহি খান সৃষ্ট প্রবন্ধটি রেখে আমার সৃষ্ট প্রবন্ধটি ডিলিট করুন। Ppt2003 (আলাপ) ১২:৩৪, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: দুটোই zuhanee khan এর তৈরি করা। একটি জে. কেইথ ফ্রেসার এ পুনর্নির্দেশ করা হলো। —ইয়াহিয়াবলুন...১২:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Ppt2003: ধরুন, আপনি "ক" নিবন্ধ নিয়ে কাজ করছেন। অন্য কেউ যেন এই একই নিবন্ধ নিয়ে কাজ না করে, তা নিশ্চিত করতে আপনি কেবল {{কাজ চলছে/লক্ষ্য এবার লক্ষ}} যোগ করে পাতাটি সৃষ্টি করতে পারেন ও আস্তে আস্তে নিবন্ধের কাজ সম্পন্ন করতে পারেন। এইরূপে আপনি সর্বোচ্চ ৩টি নিবন্ধ ধরে রাখতে পারবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১১, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

নাম অপসারণ

@YahyA: আমি লক্ষ আপনি নিবন্ধের পাশ থেকে নিবন্ধের উপরে কাজ করতে থাকা ব্যবহারকারীদের নাম সরিয়ে দিচ্ছেন। প্রাক্তন প্রতিযোগিতা সমুহে তো এভাবেই নাম সংযুক্ত করার নিয়ম ছিল। তাহলে আপনি নামগুলো কেন সরিয়ে দিচ্ছেন? আমরা নিবন্ধ অনুবাদের জন্য কিভাবে সংরক্ষিত করে রাখবো? আপনার নাম মুছে দেওয়ার কারনে আমি একটি নিবন্ধের উপরে কাজ করতেছিলাম যা আপনার নাম সরিয়ে দেওয়ার ফলে অন্য একজন আগেই তৈরি করে ফেলেছে। Syfur007 (আলাপ) ০৪:৩৪, ১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Syfur007: আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুসারে নাম যোগ করার কলামটি রাখা হবে না। আপনি নাম যোগ না করেই নিবন্ধ তৈরি করতে পারেন। পরে তৈরির জন্য অন্তত ১৫০ শব্দ লিখে রাখতে পারবেন। এভাবে একসাথে তিনটি নিবন্ধের কাজ শুরু করতে পারবেন। —ইয়াহিয়াবলুন...০৫:৫৭, ১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

শিরোনামের অপপ্রয়োগ

সম্মানিত @আফতাবুজ্জামান:

ভূতত্ত্ব ও ভূগোল সেকশনের ২৪ নং নিবন্ধ প্রাণিভূগোল এর সাথে Animal geography পাতাটির সংযোগ দেওয়া রয়েছে। আবার জীবভূগোল সেকশনের ১০ নং নিবন্ধ প্রাণীবৈজ্ঞানিক ভূগোল এর সাথে Zoogeography পাতাটির সংযোগ দেওয়া রয়েছে। কিন্তু প্রাণিভূগোল আর প্রাণীবৈজ্ঞানিক ভূগোল একই পাতা। বর্তমানে আমি ইংরেজি উইকিপিডিয়ার Zoogeography পাতাটি অনুবাদ করছি। প্রথমে Zoogeography এই নিবন্ধটির বাংলা শিরোনাম দেওয়া ছিল "প্রাণীভূগোল"। এই অনুযায়ী কাজ শুরু করেছিলাম আমি। তবে এখনতো এই শিরোনাম ব্যবহৃত হয়ে গিয়েছে। Zoogeography পাতাটির নতুন কোন শিরোনাম যোগ করবো কিনা কিংবা এমন বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে আর কী করণীয় আছে ঠিক বুঝতে পারছি না।--Aureum doxadius (আলাপ) ১৬:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Aureum doxadius: প্রাণীবৈজ্ঞানিক ভূগোল পাতাটি প্রাণিভূগোল শিরোনামে পুনর্নির্দেশ করা আছে। @আফতাবুজ্জামান: ভাই নিশ্চয়ই প্রাণীবৈজ্ঞানিক ভূগোল পাতাটি মুছে দিবেন। এরপর আপনি ঐ শিরোনামে পাতাটি তৈরি করতে পারবেন। —ইয়াহিয়াবলুন...১৬:২৩, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Aureum doxadius: মুছে দেয়া হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৫, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)


দ্রুত সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।--Aureum doxadius (আলাপ) ১৬:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

সান মেরিনোর ভূগোল নিবন্ধটি submit করতে পারছি না।

আমি সান মেরিনোর ভূগোল নিবন্ধটি submit করতে পারছি না। নিবন্ধটির ১০৩ শব্দ হয়েছে। Md. Abdul Ahad Khan (আলাপ) ২৩:১৪, ৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Md. Abdul Ahad Khan: নিবন্ধ ৪০০ শব্দের না হলে আপনি জমা দিতে পারবেন না। আগে নিয়মাবলী ভালো করে পড়ে নিন।--রাফি (আলাপ) ০৫:৪১, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

জমা দিতে সমস্যা

নিবন্ধের নিয়মাবলীতে উল্লেখ রয়েছে ১৫ আগস্ট থেকে এডিথাটন শুরু হয়েছে। আমি ২১ আগস্ট দক্ষিণ সুদানের ইতিহাস নিবন্ধটি শুরু করি। আজ শেষ করে জমা দেওয়ার সময় বলা হচ্ছে "The article was created at 08/21/2020 6:27 AM", এবং এর পাশে ক্রস চিহ্ন। আমি কি নিয়মাবলীর বাইরে কিছু করেছি? বা এটা কি অন্য কোন সমস্যা? সমাধান দিলে উপকৃত হতাম।--রাফি (আলাপ) ০৫:৩১, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Rafi Bin Tofa: ইতিহাস বিষয়ক এডিটাথন ৩১ আগস্ট শেষ হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ভূগোল বিষয়ক এডিটাথন চলছে। আপনি নির্দিষ্ট সময়ে নিবন্ধ জমা দিতে না পারায় ফাউন্টেন সরঞ্জামে নিবন্ধটি গৃহীত হচ্ছে না।--ওয়াকিম (আলাপ) ০৫:৪২, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@WAKIM: নির্দিষ্ট বিষয়ক নিবন্ধ কবে শুরু হবে কবে শেষ হবে এই বিষয়গুলো কোথায় জানানো হয়? আমি আসলে এটা দেখিনি। তাই দক্ষিণ সুদান নিবন্ধটি পুরোটাই আস্তে ধীরে সম্পাদন করছিলাম। পুরোটা শেষ করে জমা দিতে দেরি হয়ে যায়। ধন্যবাদ।
আরেকটি প্রশ্ন, এই ভূগোল বিষয়ক এডিথাটন কতদিন পর্যন্ত চলবে?--রাফি (আলাপ) ০৫:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Rafi Bin Tofa: ফাউন্টেন সরঞ্জামে নিবন্ধ জমা দেওয়ার তারিখের সময়গণনা দেখায় এরকম "The editathon will end in 24 days"। তাছাড়া, নিয়মাবলি অংশে খেয়াল করুন "প্রতি মাসে নতুন নতুন বিষয়ের উপর এডিটাথন চলমান থাকবে"। এডিটাথনটি ১৫ আগস্ট থেকে শুরু হওয়ায় ইতিহাস বিষয়ক এডিটাথন ১৫ দিনে শেষ হয়ে যায়। অন্যদিকে পরবর্তী মাসগুলোতে নির্দিষ্ট বিষয়ের এডিটাথন পুরো মাস জুড়ে চলবে। আপনি ৪০০ শব্দ যুক্ত করার পর নিবন্ধ জমা দিয়ে পরেও নিবন্ধ সম্প্রসারণ করতে পারবেন।--ওয়াকিম (আলাপ) ০৫:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Rafi Bin Tofa: ভূগোল এডিটাথন পুরো সেপ্টেম্বর মাস ধরে চলবে। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০৭:০২, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

ইসরায়েলের মানচিত্র যোগ করতে পারছিনা

ইংরেজিতে districts of israel এ ইসরায়েলের মানচিত্রের টেম্পলেট ব্যবহার করা হয়েছে। কিন্তু 'ইজরায়েলের জেলা' এর ইনফোবক্সে ইসরায়েলের মানচিত্র যোগ করব কিভাবে? এছাড়া 'ইজরায়েলের জেলা' কে কি 'ইসরায়েলের জেলা' লেখা যাবে? বাংলায় তো ইসরায়েল লেখা হয়।Bengalipotatoeater (আলাপ) ০৯:২৫, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Bengalipotatoeater: ইসরায়েলের জেলা লেখা যাবে। কেননা উইকিপিডিয়ায়তেও ইসরায়েলই লেখা আছে। আর ইজরায়েলের জেলা পাতার মানচিত্রটির জন্য একটি টেমপ্লেট তৈরি করতে হবে। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১১:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

নিবন্ধ তৈরির তারিখে সমস্যা

আমি কাজাখস্তানের ইতিহাস পাতাটি ২৭/৮/২০২০ তারিখে তৈরি করেছিলাম। কিন্তু নিবন্ধটি জমা দিতে পারছিনা। অনুগ্রহ করে এই বিষয়টি দেখুন। Md Tanbir Islam (ব্যবহারকারী আলাপ:Md Tanbir Islam)

@Md Tanbir Islam: ইতিহাস পর্ব শেষ ভাইয়া, এখন আর সেগুলো জমা নেওয়া হবে না। বর্তমানে ভূগোল পর্ব চলছে। অনুগ্রহ করে তালিকা থেকে ভূগোলের কোনো বিষয় অনুবাদ করতে পারেন। মনে রাখবেন সেপ্টেম্বরের পর ভূগোলও জমা নেওয়া হবে না। ধন্যবাদ। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১৭:১৯, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

নিবন্ধ ৪০০ শব্দের কম

ভ্যাটিকান সিটির ভূগোল ৪০০ সংখ্যার কম হয়েছে। আমি ইংরেজি থেকে পরোটাই অনুবাদ করেছি কিন্তু ৩৪০ শব্দের বেশি হচ্ছেনা। ভ্যাটিকান সিটি ছোট দেশ হওয়ায় খুব একটা তথ্য নেই। আমি নিবন্ধটি জমা দিয়েছে কিন্তু গৃহীত হয়নি।Bengalipotatoeater (আলাপ)

@Bengalipotatoeater: সম্পূর্ণ অনুবাদ করে থাকলে ঠিক আছে, সমস্যা হবে না। তবে একটু কষ্ট করতে রাজি হলে বাইরে থেকেও কোনো তথ্য যোগ করতে পারেন যা গ্রহণযোগ্য। আর নিবন্ধ গ্রহণ করা না হলে আপনাকে তো জানানো হবেই। আরেকটি কথা, আলাপের শেষে স্বাক্ষর করার জন্য ৩টি টিল্ডা (~) নয়, বরং ৪টি টিল্ডা লিখবেন এভাবে ~~~~ । ধন্যবাদ আপনাকে। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১৭:২৮, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Aishik Rehman: আবার একই সমস্যায় পড়েছি। এবার সেলেংগা নদী নিবন্ধটি ৩০০ শব্দও হচ্ছেনা। আমি ইংরেজি থেকে পুরোটাই অনুবাদ করলাম। ইংরেজি নিবন্ধটি যে এত ছোট তা প্রথমে দেখিনি। আমি গুগল থেকে extra তথ্য যোগ করেছি, তবুও অনেক ছোট। দয়া করে নিবন্ধটি জমা নেন। আবার আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ।Bengalipotatoeater (আলাপ) ১২:১৮, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Aishik Rehman: সমস্যার সমাধান হয়ে গিয়েছে। দুটি ওয়েবসাইট থেকে আরও তথ্য যোগ করতে পেরেছি।Bengalipotatoeater (আলাপ) ১৫:০০, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

পরিভাষা বিভ্রাট

ইংরেজী 'Environmental Determinism' শব্দটির কোনো যুতসই পারিভাষিক শব্দ খুঁজে পাচ্ছি না। এখানে কি কি শব্দ ব্যাবহার করা যেতে পারে জানালে উপকৃত হবো। --Nafiul adeeb (আলাপ) ১৮:১১, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Nafiul adeeb: কষ্ট করে একটু জানান শব্দগুলো কোন নিবন্ধে পেয়েছেন। পুরোবাক্য ও নিবন্ধ ছাড়া সঠিক অর্থটি বলা মুশকিল। যেহেতু এর অর্থ কয়েকরকম হতে পারে। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০১:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Aishik Rehman: শব্দটি Political geography নিবন্ধের History অংশ থেকে প্রাপ্ত। --Nafiul adeeb (আলাপ) ০৮:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Nafiul adeeb: এটির বাংলা হবে পরিবেশগত নির্ধারণবাদ। তবে বন্ধনীতে ইংরেজি শব্দটিও লিখে দিবেন এভাবে পরিবেশগত নির্ধারণবাদ (এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম)। একবার এভাবে লিখলেই হবে। পরেরবার থেকে কেবল পরিবেশগত নির্ধারণবাদ লিখলেই হবে। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০২:১৯, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Aishik Rehman: geography of serbia তে hydrology আর drainage basin এর বাংলা কী হবে?Bengalipotatoeater (আলাপ) ০৫:৪৪, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Bengalipotatoeater: একই নিবন্ধে hydrology-র জন্য প্রথমবার লিখুন জলবিদ্যা (হাইড্রোলজি)। পরেরবার থেকে কেবল জলবিদ্যা লিখলেই হবে। drainage basin-এর জন্য লিখুন জলধারা বিভাজক। এটির বেলায়ও একই কথা প্রযোজ্য। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০৬:৫০, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Aishik Rehman: এছাড়া orographic lift এর জন্য কী লিখবো?Bengalipotatoeater (আলাপ) ০৬:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

একই নামে নিবন্ধ তৈরী

উইলিয়াম হার্ভে নামে আমি সর্বপ্রথম একটি নিবন্ধ তৈরী শুরু করি ৷ পরবর্তীতে দেখলাম একই নামে অপর একজন কাজ শুরু করেছেন ৷ বিষয়টি সমস্যার ৷ দয়া করে বিষয়গুলো ভেবে দেখবেন ৷ গতমাসে একই সমস্যায় পড়েছি ৷ Anjon mallick (আলাপ) ০৬:০৭, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Anjon mallick: আপনি বলেছেন উইলিয়াম হার্ভে কিন্তু আপনার সম্পাদনা তালিকায় উইলিয়াম হার্ভে নামে কোন নিবন্ধ নাই। কিন্তু ডেভিড হার্ভে আছে। এখন আপনি ৫ তারিখে যে ডেভিড হার্ভে নিবন্ধটা তৈরি করেছেন, তার আন্তঃউইকি সংযোগ দেন নি (দেখুন)। এখন অন্যে কি করে বুঝবে যে, আপনি ঐ নিবন্ধ তৈরি করেছেন? তাছাড়া আপনার নিবন্ধের নামের বানানও ঠিক নাই, নিবন্ধ প্রতিযোগিতার নিবন্ধ তালিকায় যান দেখবেন তারা লিখেছে বানান হবে ডেভিড হার্ভি। আমি ৬ তারিখে দেখলাম নিবন্ধটি কেউ তৈরি করে নাই মানে উইকি সংযোগ নাই, এমতাবস্থায় আমি নিবন্ধটি তৈরি করেছি। এরপর থেকে যখনই নিবন্ধ তৈরি করেন সঙ্গে সঙ্গে উইকি সংযোগ দিবেন, (নিজে না পারলে অন্যকে বলবেন উইকি সংযোগ দিয়ে দিতে) তাহলে আর কেউ ঐ নিবন্ধ কেউ ধরবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনার জন্য এখন আমারও খারাপ লাগছে। দুঃখিত।  কুউ  পুলক  ০৭:০৭, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@কুউ পুলক: ডেভিড হার্ভি নামটা ইংরেজি আর্টিকেলের সাথে মিল ছিলো না ৷ এজন্য আমি ডেভিড হার্ভে নামে করেছিলাম এবং নামটি সংশোধন করা ছিল ৷ আন্তঃসংযোগ করতে পারিনি এটা ঠিক ৷ পূর্বে আমিও সেইম সমস্যায় পড়েছি ৷ এভাবে সমস্যা বারবার পড়লে নিবন্ধ তৈরী ক্ষতিগ্রস্থ হবে ৷ আপনাকে ধন্যবাদ ৷ উইকি প্রশাসকেরা কি করবেন দেখি ৷ Anjon mallick (আলাপ) ০৮:১৭, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Anjon mallick: কিভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন এখানে দেখুন। আর কাউকে বার্তা দিলে বার্তার শুরুতে {{উত্তর|ব্যবহারকারীর নাম}} বা {{re|ব্যবহারকারীর নাম}} দিবেন, যেমন আমাকে বার্তা দিলে আপনার বার্তার শুরুতেই লিখবেন, {{উত্তর|কুউ পুলক}}, দেখুন আপনার বার্তায় আমি লিখে দিয়েছি। তা না হলে আপনি যাকে বার্তা দিচ্ছেন সে কিন্তু নোটিফিকেশন পাবে না। আর আপনি বসে থাকবেন, সে কেন বার্তার জবাব দেয় না। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।  কুউ  পুলক  ০৮:৫১, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@কুউ পুলক এবং Anjon mallick: দুটো নিবন্ধ একই দিনে শুরু করা হয়েছে এবং দুজনেই তালিকা থেকেই তৈরি করেছেন। সমস্যাটি হলো তালিকাতে প্রথমে হার্ভে লেখা ছিলো তখন অঞ্জন তৈরি করেছে, পরে সেটাকে হার্ভি করা হয় তখন কুউপুলক তৈরি করেছে। তবে অঞ্জনই আগে তৈরি করেছে। আমি অঞ্জনের নিবন্ধটিতে কুউপুলকের নিবন্ধটি পুননির্দেশ করে দিচ্ছি। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০৯:০৪, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Aishik Rehman: জনাব, আপনার তথ্য যাচাই করুন, Bengalipotatoeater সাহেব ডেভিড হার্ভে নাম পরিবর্তন করে ডেভিড হার্ভি করেছেন ১৬:২২ ঘটিকায় এখানে দেখুন। আর Anjon mallick সাহেব নিবন্ধ তৈরি করেছেন ২১:১৩ ঘটিকায় এখানে দেখুন। তারমানে ৪ ঘন্টা ৫১ মিনিট পর। যখন হার্ভি নামেই নিবন্ধটা ছিল। Bengalipotatoeater সাহেব যদি দেখতেন নিবন্ধ অলরেডি তৈরি হয়ে গেছে তিনি কিন্তু নিবন্ধটার নামও স্থানান্তর (নামান্তর) করে দিতেন। যেমনটা অন্যরা করে। আর Anjon mallick সাহেব যদি যে নামেই তৈরি করুক না কেন যদি আন্তঃউইকি সংযোগ দিত তবে আমি ইংরেজি নিবন্ধের বামে বাংলা ভাষা লিংক সবুজ দেখতাম বা কার্সর নিলেই নিবন্ধের নাম চলে আসত। (কেননা আমি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জাম ব্যবহার করি) আমি আর সেই নিবন্ধে হাত দিতাম না। যাই হোক। আপনাকে ধন্যবাদ।  কুউ  পুলক  ১০:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@কুউ পুলক: যেহেতু আপনি এখনো পূর্ণ অনুবাদ করেন নি ও অন্যদিকে অঞ্জন মল্লিক অনেকখানি করে ফেলেছেন, দয়া করে আপনি নিবন্ধটি তার জন্য ছেড়ে দিলে ভালো হয়। আর আমি তালিকা সুরক্ষিত করে দিলাম যাতে কেউ মাঝখানে ঢুকে তালিকায় বানান পরিবর্তন না করতে পারে ও এমন সমস্যার সৃষ্টি না হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪১, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: দিয়েছি জনাব, আপনি যেভাবে বলেছেন তাতে আরো ২টা ছেড়ে দেয়া যায়। কিন্তু উপরোক্ত দু'জন আমার ভুলটাই দেখেছে তাই আমি তাদের যুক্তি দিয়েছি আমি নির্ভুল ছিলাম। এমনিতে আমি খুব একটা তর্কবাগীশ না। যাই হোক। সবার প্রতি রইলো শুভকামনা। ধন্যবাদ সবাইকে।  কুউ  পুলক  ১৬:৫৫, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@কুউ পুলক: আমি আপনার দোষ বলিনি, বন্ধু। আপনারা দুজনেই যখন নিবন্ধ তৈরি করেছেন তখন তা লাল রঙেরই ছিলো। দুজনকেই শুভেচ্ছা, এতে কারো দোষ নেই। কিন্তু কোনো একজনকে তো ছেড়ে দিতেই হবে। অঞ্জনেরটা অনেকটা কাজ হয়েছিলো বলে সেটাকেই রেখে দিয়েছি। আবারো বলছি, আমি কোথাও আপনার দোষ বলিনি। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০০:৫৯, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

মিন নদী (সিচুয়ান) এ পয়েন্ট পাচ্ছি না কেন ?

মিন নদী (সিচুয়ান) নিবন্ধটি জমা হয়েছে কিন্তু পয়েন্ট পাচ্ছি না কেন ? Md. Abdul Ahad Khan (আলাপ) ১৫:১৮, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Md. Abdul Ahad Khan: নিবন্ধটি এখনও কেউ পর্যালোচনা করেন নি। পর্যালোচনা করার পর নম্বর পাবেন। কাজেই অনুগ্রহ করে ধৈর্য্য ধারণ করুন এবং অন্যান্য নিবন্ধ অনুবাদের কাজ চালিয়ে যান। -- আদিভাই (আলাপ) ০৫:১০, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

আমি যেই গ্রামে থাকি তা Wikipedia তে থাকা দরকার

আমি যেই গ্রামে থাকি তা Wikipedia তে থাকা দরকার এটা আমার মনে হই। Rahul9283 (আলাপ) ০৫:১১, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Rahul9283: সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুযায়ী কোনো গ্রামের ঐতিহাসিক গুরুত্ব বা গ্রামটি উল্লেখযোগ্য কোনো স্থাপনার কারণে পরিচিত না হলে সেটির নামে উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি করা যাবে না। —ইয়াহিয়াবলুন...০৬:১১, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

অর্থ বুঝতে পারছিনা

geography of sierra leone এর climate অংশে C (6)s 27 °C (80.6 °F) 25 °C (77.0 °F) to 29 °C (84.2 °F) year এই বাক্যের বাংলা কী? C (6)s বলতে কী বোঝানো হচ্ছে? এটা কি বার্ষিক তাপমাত্রা না অন্য কিছু?Bengalipotatoeater (আলাপ) ০৮:৪২, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Bengalipotatoeater: আমার প্রস্তাব হলো, দেখুন ঐ লাইনেই তিনটা তথ্যসূত্র আছে। সেগুলোতে যান। অর্থ উদ্ধারের চেষ্টা করুন। যদি না পারেন তবে ঐ লাইনটা বাদ রেখে এগিয়ে যান। — কুউ পুলক ০৯:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@কুউ পুলক: উত্তরের জন্য ধন্যবাদ। আমি এই তিনটি তথ্যসূত্রে এই তাপমাত্রা গুলোর উল্লেখই পাচ্ছিনা। এর মধ্যে একটি তথ্যসূত্রতে পৌঁছান যাচ্ছেনা। আমি আপাতত এটি বাদ দিয়ে বাকি অংশ করছি। এছাড়া উপরের আলোচনায় দেখলাম আমার সম্পাদনার কারণে আপনার একটি নিবন্ধ বাদ দিতে হয়েছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সম্পাদনার ফলে এমন একটি সমস্যা হবে তা বুঝতে পারিনি। আপনার জন্য শুভকামনা রইলো।Bengalipotatoeater (আলাপ) ১০:০৭, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

বোধগম্য অনুবাদ করতে পারছিনা

Nigel Thrift নিবন্ধে contribution to geography অংশের His work on what he terms non-representational theory stresses performative and embodied knowledges and is a radical attempt to wrench the social sciences and humanities out of an emphasis on representation and interpretation by moving away from contemplative models of thought and action to those based on practice. Thrift has claimed that non-representational theory addresses the "unprocessual" nature of much of social and cultural theory. Major themes within non-representational theory include subjectification, space as a verb, technologies of being, embodiment, and play and excess. Non-representational theory has provoked substantial debate within the field of human geography around the limits of the mediation of our world through language and how we might see, sense, and communicate beyond it এই প্যারাটি অনুবাদ করতে সমস্যা হচ্ছে। আমি বাকি নিবন্ধটি পুরোটাই করেছি কিন্তু এই অংশটি ভালভাবে করতে পারছিনা। আভিধানিক অর্থ দিয়ে অনুবাদ করলে কথাগুলো পাঠকদের জন্য জটিল হয়ে যাবে। কেউ যদি এই অংশটি সাবলীল ভাবে লিখতে পারেন তাহলে সম্পাদনা করার অনুরোধ রইলো। Bengalipotatoeater (আলাপ) ০৯:২০, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Bengalipotatoeater: আমি হলে এভাবে করতাম----

তিনি অ-প্রতিনিধিত্বমূলক তত্ত্বের শৈল্পিক এবং মূর্ত জ্ঞানচর্চার উপর জোর দেন এবং অনুশীলনের মাধ্যমে চিন্তাভাবনা ও কর্মের মননশীল মডেল থেকে দূরে সরে গিয়ে উপস্থাপনা ও ব্যাখ্যার উপর গুরুত্বারোপ করে সামাজিক বিজ্ঞান এবং মানবিকতাকে ছাড়িয়ে যাওয়ার মৌলিক প্রচেষ্টা চালিয়েছিলেন। থ্রাইফ্ট দাবি করেছেন যে, অ-প্রতিনিধিত্বমূলক তত্ত্বটি সামাজিক ও সাংস্কৃতিক তত্ত্বের অনেক "অপ্রচলিত" প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয়।। অ-প্রতিনিধিত্বমূলক তত্ত্বের প্রধান থিমগুলির মধ্যে রয়েছে বশীকরণ, ক্রিয়া হিসাবে স্থান, সত্তার প্রযুক্তি, মূর্তকরণ এবং নাটক এবং মাত্রাধিক্য। অ-প্রতিনিধিত্বমূলক তত্ত্ব ভাষার মাধ্যমে আমাদের বিশ্বের মধ্যস্থতার সীমাবদ্ধতার বাইরে আমরা কিভাবে দেখতে পারি, বুঝতে পারি এবং যোগাযোগ করতে পারি এ নিয়ে মানব ভূগোলে যথেষ্ট বিতর্ক উস্কে দিয়েছে।

যাচাই করে দেখেন। আমার অনুবাদ ভালো লাগলে নিতে পারেন। — কুউ পুলক ২০:১৪, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

"কাজ করছেন ব্যবহারকারী"যোগ

জে কিথ ফ্রেসার প্রবন্ধটি যে প্রথম জুনাহি খান সৃষ্টি করেছেন,সেটি আমি জানতাম না। জুনাহিও জানতেন না আমিও একই প্রবন্ধ নিয়ে কাজ শুরু করেছি। তাই ইতিহাস এডিটাথনে "কাজ করছেন :ব্যবহারকারী Ppt2003(বা অন্য কোনো ব্যবহারকারী) কলামটি এখানে পুনরায় সংযোজনের অনুরোধ করলাম। Ppt2003 (আলাপ) ০৭:০১, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

Ppt2003 যতক্ষণ না আপনি বা অন্য কেউ কোন নিবন্ধ উইকিপিডিয়ায় তৈরি করছেন, ততক্ষণ সেই নিবন্ধ শুরু হিসাবে ধরা যাবে না, সেটা অনুবাদ সরঞ্জামে শুরু করলেও এই এডিটাথনের জন্য শুরু হিসাবে ধরা যাবে না। আর যদি তা শুরু হয়ে থাকে, তাহলে তালিকার লাল লিঙ্ক নীল হয়ে যাবে। তাই আলাদা করে "কাজ করছে" কলামটা দেওয়ার প্রয়োজনীয়তা তেমন নেই। আপনি একটি নিবন্ধ অনুবাদ সরঞ্জামে অনুবাদ করা শুরু করুন, একই সময়ে উইকিপিডিয়ায় সেই নিবন্ধটা তৈরি করুন, কিছুটা লিখে কাজ চলছে টেমপ্লেটটা যোগ করুন। নিবন্ধের কিছু অংশ অনুবাদ না করেও লেখা যায়, যেমন তথ্যছক, টেমপ্লেট, অনুচ্ছেদ শিরোনাম, ইত্যাদি। এইগুলো আগে যোগ করে দিন নিবন্ধে। তাহলে নিবন্ধের মাপ ও কিছুটা বেড়ে যাবে। এরপর অল্প অল্প করে অনুবাদ করে এই নিবন্ধে যোগ করতে থাকুন। সম্পূর্ণ হলে ফাউন্টেনে নিবন্ধ জমা দিন। জমা দেওয়ার আগে অবশ্যই সম্পূর্ণ নিবন্ধটা একবার পরে নেবেন। আপনার সম্পাদনা শুভ হোক। ধন্যবাদান্তে, য় ১১:৪৪, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

ভূগোল

মহাকাশ সম্পর্কিত কিছু তথ্য আলোচনা যেমন ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, ব্ল্যাক হোল ইত্যাদি। Ayana Mukhopadhyay (আলাপ) ০৬:১৯, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

এই বিষয় লিখতে চাই। Ayana Mukhopadhyay (আলাপ) ০৬:২০, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Ayana Mukhopadhyay: আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। চলতি মাসে (সেপ্টেম্বর) ভূগোল বিষয়ক নিবন্ধ নিয়ে এডিটাথন চলছে। আপনার উল্লিখিত বিষয়গুলো পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত। আগামী মাসে বিজ্ঞান বিষয়ক নিবন্ধ নিয়ে এডিটাথন হবে। তখন এই বিষয়গুলো যুক্ত করা হবে এবং আরও কোন পরামর্শ থাকলে এখানে জানাতে পারেন। আপাতত আপনি ভূগোল বিষয়ক নিবন্ধ তৈরি করতে পারেন।--ওয়াকিম (আলাপ) ০৬:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

আচ্ছা পলাশ পোড়েল (আলাপ) ১৪:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

টেম্পলেট অনুবাদে সাহায্য চাই

ক্রান্তীয় সাভানা জলবায়ু বিষয়ে প্রবন্ধ বানাচ্ছি। মূল ইংরেজি নিবন্ধে নিম্নলিখিত গাণিতিক ভগ্নাংশটি যুক্ত

 

এই টেম্পলেট টি বাংলায় অনুবাদ কিভাবে করবো সে বিষয়ে সাহায্য চাই। গাণিতিক সংখ্যাগুলিকে বাংলায় পরিবর্তন করলে টেমপ্লেট টি ঠিকমতো কাজ করছেনা। তাছাড়া " Total Annual Precipitation" কথাটির জায়গায় তার বাংলা অনুবাদ বসিয়ে দেখেছি তাতেও টেমপ্লেটে ভুল দেখাচ্ছে।কেউ কি এ বিষয়ে আলোকপাত করতে পারেন? RDasgupta2020(আলাপ) ১০:৪৬, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@RDasgupta2020: গাণিতিক কোড অনুবাদের প্রয়োজন নাই। —ইয়াহিয়াবলুন...১৪:২৯, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Yahya: অসংখ্য ধন্যবাদ! RDasgupta2020 (আলাপ) ১৭:২০, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

লুইজা বেলাশেভিজ

বুলেট পয়েন্ট বাদে লুইজা বেলাশেভিজ প্রবন্ধে ৪০০ শব্দ পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। বুলেট পয়েন্টসহ প্রবন্ধটি ৪০০ শব্দের অনেক বেশি হয়। এর আগে ওয়াকিম সাহেবের পরামর্শ অনুযায়ী মৌলিক উৎস থেকে ৪০০ শব্দ পূরণ করে জিলিয়ান রোজ প্রবন্ধটি পরিমার্জন করতে ব্যর্থ হয়েছিলাম। এবার, গুগল স্কলারসহ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও কিছু পেলাম না, যা যোগ করে বুলেট পয়েন্ট ছাড়া ৪০০ শব্দ করা যায়। ভূগোলবিদদের জীবনী খুবই সংক্ষিপ্ত হয়, তাই বুলেট বাদে কিংবা বুলেটসহ ৪০০ শব্দের সীমা এক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই আমার প্রবন্ধটি যোগ করুন এবং এ ধরনের নিয়মকানুন বাতিল করুন। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ১২:২২, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@Ppt2003: যোগ করা হয়েছে ইতিমধ্যে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০১, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

অবস্থান মানচিত্র

ফ্রাঙ্কলিন নদী প্রবন্ধে Pushpin map: Australia Tasmania বা Template: Australia Tasmania চিত্রটি প্রদর্শিত হচ্ছে না। MD SOUVIK ISLAM (আলাপ) ১৪:২০, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

@MD SOUVIK ISLAM: ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
"লক্ষ্য এবার লক্ষ/সংগ্রহশালা ২" প্রকল্প পাতায় ফিরুন।