উইকিপিডিয়া আলোচনা:মূল্যায়ন

সাম্প্রতিক মন্তব্য: Pasaban কর্তৃক ৮ বছর পূর্বে "কর্মপদ্ধতি" অনুচ্ছেদে

কর্মপদ্ধতি সম্পাদনা

প্রথমেই বলে নেই অন্ততঃ ১০জন ব্যবহারকারী, যাদের মধ্যে অন্ততঃ ২জন প্রশাসকের সমর্থন/ ঐক্যমত্য ছাড়া এ প্রসঙ্গে এগোনোই ঠিক হবে না। কারণ, এটি উইকিপিডিয়ার একটি নিয়মাবলী হতে যাচ্ছে। নিচে পরপর আমরা যে কাজ গুলি করব তা তালিকাবদ্ধ করার চেষ্টা করলাম, -

  1. প্রথমে যেহেতু একটা প্রস্তাবনা বেশ বড় আকারে নথিবদ্ধ আছে, সেই প্রস্তাবনা সবাই একটু মন দিয়ে পড়ি।
পড়েছি: -
  পড়েছিPasaban (আলাপ) ১৩:৪০, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
  1. এরপর প্রস্তাবনার মূল ভিত্তিগুলির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এগুলিই নির্দিষ্ট করবে এই প্রস্তাবনার রূপ রেখা।
  2. প্রস্তাবনার প্রতিটি বিষয় ধরে ধরে আমরা আলোচনা করে চূড়ান্ত করব। (প্রতিটি মানের জন্য আলাদা উপপাতা করা হল।)
  3. যাবতীয় যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে আমরা প্রস্তাবনার পাতায় পরিবর্তন করতে করতে যাব। এতে সুবিধা হল, পরে এই প্রস্তাবনাটিকেই আমরা বাংলা উইকির মূল্যায়ন নিয়মাবলী বানিয়ে ফেলতে পারব।
  4. এবার আমরা দেখব এখনো পর্যন্ত আফতাবভাই যা কাজ করেছেন সেটা এই চূড়ান্ত নিয়মাবলীর সাথে কতটা যায়। কি কি পরিবর্তন/পরিবর্ধন করতে হবে তার একটা তালিকা তৈরি করতে হবে।

(এখানে এই প্রসঙ্গে প্রাক-আলোচনা পাওয়া যাবে।)

"মূল্যায়ন" প্রকল্প পাতায় ফিরুন।