উইকিপিডিয়া আলোচনা:ফাইল অপসারণ

সাম্প্রতিক মন্তব্য: Joy কর্তৃক ১৪ বছর পূর্বে "আলোচনা" অনুচ্ছেদে

কিছু আলোচনা সম্পাদনা

বেলায়েত ভাই আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমার আসল উদ্দেশ্য কোনো ছবিকে শুধুমাত্র অপসারণ করা নয়। কোনো ছবিকে অপসারণ করার আগে আমি সক্ল জায়গায় খুজে দেখার চেষ্টা করি কোনো মুক্ত ছবি পাওয়া যায় কিনা। না পেলে এবং এখানে সন্দেহ জনক হলে ট্যাগ দিই ও প্রায় এক দুই মাস পড়ে অপসারণ করি। সমস্যা হন বেশির ভাগ আপলোডকারী বর্তামানে উইকিতে অনুপস্থিত।তাই প্রায় ট্যাগিং করা ও আপলোডকারীকে জানালো প্রায় বাহুল্য মাত্র। কিন্তু আপনি ভালো ভাবেই জানেই আপলোডকারী উইকিতে অনুপস্থিত মানে এখানে মাসের পর মাস রেখে দেওয়া যায় না।তিনি কখন আসবেন ও তার মতামত জানাবেন কেউ জানেন না,তাই সেইগুলিকে অপসারণ করতেই হয় প্রায় বাধ্য হয়ে। আপনার কাছে মনে হচ্ছে আমি একটু বেশি করাকড়ি করছি, কিন্তু তা করছি উইকির নীতি মেনেই। ইংরেজি ও কমসে এক/দুই সপ্তাহ নেয় অপসারণ করার জন্য। আমরা কতো দিন নেব? নাকি এক মাস বা এক বছর? অনেক ক্ষেত্রে কিছু আপলোডকারীকে দুই বছরেও এখানে আর দেখা যায় নি। তাই আমি কমসে আপলোড করাকে উৎসাহ দিচ্ছি। ফেয়ার উইজ তো এখানেই আপলোড করতে হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৮:১৫, ১৯ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ার জন্য আমাদের অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। কমন্সের পরিস্থিতি এবং বাংলা উইকিপিডিয়ার অবস্থা এক নয়, বা কাছাকাছিও নয়। ঐ পক্রিয়া এখানে অনুসরণ করলে, প্রকল্পের খুব একটা লাভ হবে না বরং কনটেন্ট কমতে থাকবে। যেহেতু অধিকাংশ ব্যবহাকারীই বাংলা উইকিপিডিয়াতে অনুপস্থিত, তাই ঐ ছবিগুলোর ব্যপারে এমন করা যায়, ছবিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক কোনো কপিরাইট তথ্য নাই। দুই কপিরাইট তথ্য আছে কিন্তু অন্য তথ্য নাই। তিন একসময় উইকিমিডিয়ার অন্য কোনো প্রকল্পে ছিল কিন্তু এখন নাই। চার সব তথ্য আছে। চার এর জন্যে তো কিছু করার দরকার নাই। বাকী তিন ভাগের জন্য আপনাকে তিনটি পথ অবলম্বন করতে হবে, তবে এ তিনটির জন্য যে ধাপটি কমন তা হল এ ছবির বিকল্প খুজে বের করা।
  • এক এর ব্যাপারে আপনি সরাসরি সিদ্ধান্ত নিতে পারেন। কারণ তাতে তথ্যও নাই আবার অবদানকারী বহুদিন যাবৎ অনুপস্থিত। বিকল্প পাওয়া যাক বা না যাক সরাসরি ডিলিট।
  • দুই ছবির গুরুত্ব বুঝে ব্যবস্থা নিতে হবে, বিকল্প পাওয়া গেলে তো ভাল। না পাওয়া গেলে, এর গুরুত্ব অনুধাবন করতে, প্রশাসকদের আলোচনা সভায় ছবিটিকে উপস্থাপন করা যেতে পারে।
  • তিন দেখতে হবে যে নিবন্ধে ব্যবহৃত হয়েছে, তার অন্য ভাষার সংস্করণে কি ছবি ব্যবহৃত হয়েছে, এটি ব্যবহৃত হলে তার তথ্য পাওয়া সম্ভব। যদি বিকল্প কোনো ছবি ব্যবহৃত হয় তাহলে তাও যোগ করা যেতে পারে। তবে এখানে দেখার বিষয় যে প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে, কি কারণে ছবিটি ঐ প্রকল্প থেকে মুছে ফেলা হয়েছে। এ ক্ষেত্রেও সর্বোশেষে দুই এর পথ অবলম্বন করা যায়।

তাই একেবারে ছবিগুলো মুছে না ফেলে, এভাবে সকলের সাহায্য নিয়ে কাজ করলে, আমার মনে হয় আমাদের কোনো সমস্যা হবে না। আর উইকিপিডিয়ার নীতিও ঠিক থাকবে। শুধু পক্রিয়া বা পদ্ধতিকে নিজেদের পরিস্থিতির সাথে বদলে নিতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আলোচনা সম্পাদনা

আমি ছবিগুলিকে আর একটু অন্য ভাবে ভাগ করছি...

  1. কপিরাইট তথ্য নাই ও কোনো মেটা ডাটা নেই বা অন্যন্য কোনো তথ্য নেই।
  2. কপিরাইট তথ্য নাই কিন্তু মেটা ডাটা আছে (বোঝাই যায় আপলোডকারীর নিজের ক্যামেরায় তোলা, আপলোডকারী জানতেন না কিভাবে ট্যাগ বা অন্যন্য তথ্য দিতে হয় ।)
  3. কপিরাইট তথ্য আছে ও অন্যন্য কোনো তথ্য নেই।
  4. একসময় উইকিমিডিয়ার অন্য কোনো প্রকল্পে ছিল কিন্তু এখন নাই বা কোনো লিঙ্ক দেন নি।(বিশেষত ইংরেজি উইকি থেকে এখানে আনার প্রবনতা আগে ছিল এখনও আছে। আপলোডকারী ভেবেই নেন যেন ইংরেজি উইকিতে আছে মানেই কোনো সমস্যা নেই।)
  5. ফেয়ার ইউজ করা যায় কপিরাইটেড ছবি কিন্তু কপিরাইট তথ্য নাই ও অন্যন্য কোনো তথ্য নেই।
  6. ফেয়ার ইউজ করা যায় কপিরাইটেড ছবি ও কপিরাইট তথ্য য়াছে কিন্তু ফেয়ার ইউজের যৌক্তিকতা নেই।


এই পয়েন্টের উপর একউ আলোচনা দরকার। আমি প্রশাসকদের আলোচনার না করে {{ffd}} ট্যাগ দিচ্ছি। যেখানে আলোচনার প্রয়োজন আছে। এবার সিদ্ধান্তে আস্তে হবে এখানে কতদিন থাকবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৩:১৮, ১৯ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

"ফাইল অপসারণ" প্রকল্প পাতায় ফিরুন।