উইকিপিডিয়া আলোচনা:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২১

(উইকিপিডিয়া আলোচনা:নারীবাদ এবং লোকগাথা এডিটাথন ২০২১ থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ২ বছর পূর্বে "পুরস্কার সংক্রান্ত জিজ্ঞাসা! (২)" অনুচ্ছেদে

কুম্ভ সম্পাদনা

@Nettime Sujata এবং Sumasa: দিদি, “Kumbha” নামীয় নিবন্ধটির জন্য “মাটির কলসি”-এর চেয়ে “কুম্ভ” নামটিই অধিক প্রাসঙ্গিক মনে হচ্ছে। আপনাদের কী মন্তব্য? — Meghmollar2017আলাপ১৭:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঠিক বলেছেন। কুম্ভই হওয়া উচিত।Nettime Sujata (আলাপ) ১৭:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata এবং Sumasa: দিদি, তাহলে কি স্থানান্তর করে দেব? — Meghmollar2017আলাপ১৮:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ ভাই। সেটাই ঠিক হবে। Nettime Sujata (আলাপ) ০৯:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
  করা হয়েছে। আপনাদের দুইজনকেই ধন্যবাদ ও শুভকামনা। — Meghmollar2017আলাপ১১:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ এবং লোকগাথা এডিটাথনের নিবন্ধ সম্পাদনা

@Nettime Sujata: আপনার সাথে বিষয়টা পরিষ্কার করা দরকার মনে করছি। আপনি শ্রীমতি রুপিকার কথা বলছিলেন এবং উনার মতামতও আমাকে জানিয়েছিলেন। কিন্তু একটা বিষয় খেয়াল করুন যে অসমীয়া উইকি এখনো সকল নিবন্ধ গ্রহণ করে যাচ্ছে। শ্রীমতি রুপিকা যদি কেবল লোকগাথাভিত্তিক নারীবাদ চাইবেন তবে তিনি এখনো সেটা অসমীয়া উইকিকে অবহিত করছেন না কেন তা বুঝতে পারছি না। তাকে তো আপনি বিষয়টি জানিয়েছেন। এডিটাথন শেষ হলে অসমীয়ার গৃহীত নিবন্ধগুলো শ্রীমতি রুপিকা বাতিল করতে পারবেন? তখন সেগুলোর বৈধতা দিতেই হবে যেকোনভাবেই। হীরক রাজা   ১৬:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বেশ ঠিক আছে। কি করা হবে বলুন। Nettime Sujata (আলাপ) ১৬:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata: করার মতো যা আছে- ক. শ্রীমতিকে বলে উর্দু ও অসমীয়া উইকি থেকে অপ্রাসঙ্গিক নিবন্ধগুলো সরিয়ে ফেলা কিংবা যেগুলো গৃহীত হয়েছে তো হয়েছেই, নতুন করে গ্রহণ না করার নির্দেশ দেওয়া। খ. কিংবা বাংলা উইকিতেও যেকোনো নারীর জীবনী অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া। আমার মতে, অন্য উইকিতে ঝামেলা না করে খ নংটাই বেছে নেওয়া যায়। হীরক রাজা   ১৯:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একই নিবন্ধ কি? নাকি না সম্পাদনা

UdukkuUdukai নামে ইংরেজিতে দুটি নিবন্ধ থাকলেও আমার মনে হচ্ছে এটা একই বাদ্যযন্ত্র। এদের তামিল নাম একই। আয়োজকদের বিষয়টা তদন্ত করার অনুরোধ থাকল। ━ কুউ পুলক (আলাপ) ১৭:৪৩, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ ঠিকই বলেছেন। এখন দেখে আমারও তাই মনে হচ্ছে।--Nettime Sujata (আলাপ) ১৮:২৪, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের বিষয় সম্পাদনা

@Aishik Rehman:, @Ppt2003:, @আফতাবুজ্জামান: নিবন্ধের বিষয় কি হবে সে সম্বন্ধে সহমত হওয়া গেছে কি? নাকি আমরা যে কোন নিবন্ধই গ্রহণ করে নেব? Nettime Sujata (আলাপ) ১৮:৩৩, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nettime Sujata আমরা কেবল (সকল পেশার) নারী ও (সকল প্রকার) লোকগাথা সম্পর্কিত নিবন্ধ গ্রহণ করব। অন্তত আমার মত সেটাই। আর পিপিটি কি জানে তাকে পর্যালোচক হিসেবে যুক্ত করেছেন? হীরক রাজা   ১৮:৩৯, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি তো করিনি। আমি শুধু দেখেছি উনি পর্যালোচক।--Nettime Sujata (আলাপ) ১৯:০২, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
হীরক রাজা যা বলল, তাই করা যায়।--আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৭, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman:, আমিও আপনার সাথে একমত। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৫:২৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

extra day! সম্পাদনা

কে আর একদিন করলেন এবং কেন, কোন নীতি অনুসারে? (Who did one more day and why, according to what principle?)Obaid Raza (আলাপ) ০৭:০০, ১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman:, @Ppt2003:, @আফতাবুজ্জামান: কে এটা করছেন এবং কার স্বার্থে হচ্ছে বর্ধিত দিন? আমরা তো পুরো অন্ধকারে। -- Nettime Sujata (আলাপ) ০৯:৫০, ১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Obaid Raza এবং Nettime Sujata: ওহ, খেয়াল করিনি। বাতিল করে দিচ্ছি। আমি ফাউন্টেনের পাতা ২ ফেব্রুয়ারিতে বানাই সম্ভবত। যার কারণে ২ মাস দিতে গিয়ে ২ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিল পড়ে গেছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৩:১৩, ১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, Obaid Raza, এবং Nettime Sujata: ৩১ মার্চের পরের জমা বা লেখা বাতিল করা হোক। We should not count or accept any articles after 31st March. Pls rectify total count for this competition. Mistake may happen as Aftab said since he had created fountain tool on 2nd feb this mistake happen. But that should be corrected by organiser and Sujata already expressed her opinion. I hv written in English because of Obaid Raza.
-সুমিতা রায় দত্ত (আলাপ) ০৮:১৮, ২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি সমর্থন জানাচ্ছি এবং আমার মনে হয় একটা ওপেন প্ল্যাটফর্মে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া দরকার কারন এটা নিয়ে খুব হইচই হচ্ছে। -- Nettime Sujata (আলাপ) ০৮:৩৭, ২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Obaid Raza, Nettime Sujata, এবং Sumita Roy Dutta: আমার কোন আপত্তি নেই। আমি ১ তারিখে জমা দেওয়া নিবন্ধগুলি সরিয়ে দিয়েছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৪, ২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
Translation for @Obaid Raza: I removed the articles submitted on the 1st April. I agree with you. It's not ok per meta:Feminism_and_Folklore_2021#Rules. Do you have any other objection? --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৮, ২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার সময়সীমা সম্পাদনা

@Aishik Rehman, Nettime Sujata, Ppt2003, এবং Sumita Roy Dutta: এখানে দেখলাম ১০ এপ্রিলের (আগামীকালের) মধ্যে পর্যালোচনা শেষ করতে বলেছে, "অন্যথায় আপনার সম্প্রদায় পুরস্কার পাওয়ার অযোগ্য হবে" বলা হয়েছে। আমাদের আজ ও কাল একটু বেশি সময় দিয়ে পর্যালোচনা শেষ করা দরকার। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৪, ৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা ঠিক আছে। -- Nettime Sujata (আলাপ) ০৩:৪৯, ৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman, আফতাবুজ্জামান, Ppt2003, এবং Sumita Roy Dutta: অনেকগুলি নিবন্ধের পর্যালোচনা শেষ করেছি কিন্তু হীরক রাজার অনেক নিবন্ধই অসম্পূর্ণ। সেগুলি কিছু করা যায়নি। Nettime Sujata (আলাপ) ১৫:৩১, ৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman: যেহেতু আপনার লেখা নিবন্ধ সেইজন্য আপনার আলোচনায় আসা দরকার। দয়া করে এই আলোচনায় অংশ নিন, নাহলে উক্ত নিবন্ধগুলি গ্রাহ্য নাও হতে পারে। -সুমিতা রায় দত্ত (আলাপ) ০৮:২২, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, Ppt2003, এবং Nettime Sujata: আমি আমার মতামত উপরে জানালাম। আফতাব এটির তাড়াতাড়ি নিস্পত্তি দরকার। একটু দেখুন। সবাইকে ধন্যবাদ। যারা এত তাড়াতাড়ি নিবন্ধ পর্যালোচনা প্রায় শেষ করলেন। পর্যালোচনার বর্ধিত সময়সীমা ১৫ এপ্রিল।-সুমিতা রায় দত্ত (আলাপ) ০৮:২২, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ফলাফল সম্পাদনা

(সুজাতা দিদিকে না পেয়ে আমিই ফলাফল ঘোষণা করলাম)

ক্রম ব্যবহারকারী নিবন্ধ জমাদান গৃহীত/পয়েন্ট
ব্যবহারকারী:Aishik Rehman ৬০০ ৬০০
ব্যবহারকারী:Nettime Sujata ১২১ ১২১
ব্যবহারকারী:রামিশা তাবাস্সুম ১১২ ১০৯
ব্যবহারকারী:TryingToDo ৮৪ ৭৩.৫০
ব্যবহারকারী:কুউ পুলক ২৩ ২২
ব্যবহারকারী:Sumasa ১৩ ১৩
ব্যবহারকারী:Jamil1520
ব্যবহারকারী:খাঁ শুভেন্দু
ব্যবহারকারী:Nafiul adeeb

অভিনন্দন সকলকে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৩, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাই। -- Nettime Sujata (আলাপ) ০৬:৪৬, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ সমস্যা সম্পাদনা

@Aishik Rehman, আফতাবুজ্জামান, Ppt2003, এবং Sumita Roy Dutta: এডিটাথন শেষ হয়ে গেছে, সব পর্যালোচনাও শেষ হয়েছে। কিন্তু বিশেষ একটি সমস্যার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নতুন সম্পাদকেরা অতি মাত্রায় মেশিনকৃত অনুবাদের দিকে ঝুঁকে থাকছেন। এর ফলে বোধগম্যতার সঙ্গে আপোস করা হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় সম্পূর্ণ অনুবাদের থেকে যেটুকু অনুবাদ করা গেল সেই অংশ যেন বোধগম্য হয় সেইদিকে নজর দেওয়া উচিত। আমি এই এডিটাথনের দুই সম্পাদকের দুটি অনুবাদের উদাহরণ সামনে আনতে চাই। একটি হল কুমায়ুনি হোলি, যার ৭ই মার্চ তারিখের সংশোধিত সংস্করণ দেখলে বোঝা যাবে লেখাটি আগে কি অবস্থায় ছিল। অন্য লেখাটি হল মাটির ভাঁড়, যার ১লা এপ্রিল তারিখের সংশোধিত সংস্করণে পাওয়া যাবে ওটি আগে কি অবস্থায় ছিল। সময় সংক্ষেপ হবার কারণে শেষের দিকে আমাদের সবই গ্রহণ করে নিতে হয়েছে কিন্তু সংশোধন না করা নিবন্ধগুলি হয়তো অনেকাংশে দুর্বোধ্য থেকে গিয়েছে। আমার মনে হয় নতুন সম্পাদকদের জন্য কোন নির্দেশিকা থাকলে ভালো হয় যে প্রতি নিবন্ধের জন্য আরও বেশি সময় দিতে হবে এবং বুঝে নিয়ে ভালোবেসে লিখতে হবে, লেখার পর পড়ে দেখতে হবে মানে বোঝা যাচ্ছে কিনা। এছাড়া হাইপারলিংক অনুসরণ করলে উইকিপিডিয়া অনুসৃত সঠিক বানান পাওয়া যায়, অনুসরণ না করার ফলে বিশষতঃ দক্ষিণ ভারতের জায়গার নাম, একই নিবন্ধে, এক এক জায়গায় এক এক রকম আসছে। কোন পাঠকের কাছে এইসব নিবন্ধ পৌঁছোলে তাঁর তো বাংলা উইকিপিডিয়া সম্বন্ধে কোন শ্রদ্ধাই জন্মাবেনা। এগুলি একেবারেই আমার মত, জানিনা অন্য সকলে কি ভাববেন, তবুও আমার মানসিক অস্থিরতা সকলের সঙ্গে ভাগ করে নিলাম। Nettime Sujata (আলাপ) ১০:১০, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কি আর বলব দিদি।
@রামিশা তাবাস্সুম: আপু এই আলোচনা দেখুন। আপনাকে এখানে বলেছিলাম। অমর একুশে প্রতিযোগিতার কাজ শেষ হলে, অনুগ্রহ করে আপনার পুরনো অনুবাদগুলি পড়ে দেখুন ও যেগুলিতে সমস্যা আছে ঠিক করুন।
@TryingToDo: অনুগ্রহ করে এই আলোচনা দেখুন। অনুগ্রহ করে আপনার পুরনো অনুবাদগুলি পড়ে দেখুন ও যেগুলিতে সমস্যা আছে ঠিক করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৭, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
জি -- রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:৪৯, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: অবশ্যই
@TryingToDo: অপেক্ষা করবেন না দাদা। শুরু করে দিন, চেষ্টা করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৮, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata: একমত। সংখ্যার থেকেও বোধগম্যতা খুব জরুরী। একবার ভাবুন তো পাঠকরা যান্ত্রিক অনুবাদ দেখে নিবন্ধের ইতিহাস থেকে অনুবাদকের নামটি জানতে পারবেন, তখন তিনি কিরকম ধারনা পোষন করবেন? কোন পর্যালোচকের পক্ষে (এক্ষত্রে সুজাতার পক্ষে) এত বিস্তারিতভাবে সংশোধন করা বিরাট সময় সাপেক্ষে ব্যাপার যা ও অতি নিষ্ঠার সাথে করতে চেয়েছে। পরবর্তী সময়ে সংশোধন করে পুনরায় জমা দিতে হবে লিখে দেওয়াটা ভাল আমার মতে। আপনারা কি বলেন? -- সুমিতা রায় দত্ত (আলাপ) ১৮:০৯, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পুরস্কার সম্বন্ধিত প্রশ্ন সম্পাদনা

@আফতাবুজ্জামান: কালকে পুরস্কার সম্বন্ধিত আপনার একটি প্রশ্ন দেখেছিলাম। কিন্তু কোথায় যে দেখলাম আর খুঁজে পাচ্ছিনা। তাই এইখানেই বলছি। উনি কি যথাসময়ে ফর্ম ফিলাপ করেছিলেন? তা না করলে পরের জন ঐ পুরস্কারের জন্য মনোনীত হয়ে যান। আমি সুমিতার সঙ্গে এই বিষয়ে আলোচনা করলাম। ও আমাকে এই কথাই বলল। এইজন্য ফল ঘোষণা করার পর নির্দিষ্ট সময়ে ফর্ম ফিলাপ করা খুব জরুরী। এইটা আপনি একটু দেখুন। Nettime Sujata (আলাপ) ০৪:৩৪, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@রামিশা তাবাস্সুম, Aishik Rehman, এবং TryingToDo: আপনারা অবশ্যই সময়ের মধ্যে ফর্ম পূরণ করবেন, নাহলে কিন্তু পুরস্কার পাওয়া যাবেনা। ৪ঠা মে পূরণ করার শেষ দিন ছিল। যদি না করে থাকেন অবিলম্বে ফর্ম পূরণ করুন। আমি নিজে ৪ তারিখের আগেই ফর্ম পূরণ করেছি। Nettime Sujata (আলাপ) ১২:০৬, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nettime Sujata আমিও ৪ তারিখের মধ্যে ফরম পূরণ করে দিয়েছি। হীরক রাজা   ১২:০৯, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
Nettime Sujata দিদি আমি ফর্ম পূরণ করে দিয়েছি। TryingToDo (আলাপ)

আমিও করেছি। জিজ্ঞাসার জন্য ধন্যবাদ। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৮:১২, ৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার ব্যবহারকারী নাম রামিশা তাবাস্সুম তো? নাহলে একটু লিখে দিন। সম্ভবত আমাজন.ইন এর কুপন দেবেন ওরা। -- Nettime Sujata (আলাপ) ০৮:০৫, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পুরস্কার সংক্রান্ত জিজ্ঞাসা! সম্পাদনা

@Nettime Sujata, রামিশা তাবাস্সুম, এবং TryingToDo: আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জানতে চাচ্ছি গত ২৯ মে'র পর থেকে অদ্যাবধি পুরস্কারের কোন হালনাগাদ তথ্য কি আপনারা পেয়েছেন (ইমেইল/উইকি-তে)? আর পুরস্কার কিভাবে দেওয়া হবে ঠিক করা হলো? দারাজ অবশ্যই নয়, যে হয়রানি আর বাটপারি এখানে তা আর বলতে হবে না। আমারা অনুরোধ, অবশ্যই জুম পে ব্যবহার করা উচিত। হীরক রাজা   ১৪:৪৯, ১৩ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

না ভাই, এখনো সেভাবে কিছু খবর পাইনি। শুনলাম আন্তর্জাতিক স্তরের পুরস্কার নিয়ে এখনো বিভ্রান্তি আছে, কোন দেশে কোনটা চলে সেই নিয়ে। তবে দারাজ বোধহয় হচ্ছেনা। -- Nettime Sujata (আলাপ) ১৫:০৯, ১৩ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman, রামিশা তাবাস্সুম, এবং TryingToDo: আজ আমার আন্তর্জাতিক স্তরের ১০ ডলার পুরস্কার এসেছে। আপনারাও আন্তর্জাতিক পুরস্কার পাবেন, সেগুলি এসেছে কিনা জানাবেন। Nettime Sujata (আলাপ) ১৬:৪৫, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nettime Sujata: পুরস্কার কিভাবে গ্রহণ করেছেন? আমি যদিও মেইল টেইল পাই নাই 😜! হীরক রাজা   ১৭:০৭, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ই-মেল এ গিফ্ট কুপন এসেছে। তার একটা নাম্বার আছে। আমার অ্যামাজনে অ্যাকাউন্ট করা আছে। সেখানে ওয়ালেটে ঐ নাম্বার বসিয়ে দিতে ১০ ডলার ক্রেডিট হয়েছে। -- Nettime Sujata (আলাপ) ১৭:১৯, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমারও কোনো মেইল বা অন্য কিছু আসেনি।রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:২২, ১৬ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার ইমেইল এসেছে কিন্তু এটা বিদেশের জন্যে। আমাদের ভারতীয় amazon এর code পাইনি। TryingToDo (আলাপ) ১৪:২০, ১৭ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ হ্যাঁ আমারও সেটাই এসেছে। আমি অত বুঝিনি। সুমিতা আমাকে ব্যবহার করতে বারণ করল -- Nettime Sujata (আলাপ) ০৯:১৬, ২৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nettime Sujata: দিদি, আপনি কি মেটায় জানিয়েছেন এসব সমস্যার কথা? একদিকে আপনারা ভুল কুপন পেয়েছেন, অন্যদিকে বাংলাদেশে কোন খোঁজই নেই। দ্রুত সাড়া পাওয়ার জন্য আমি আপনাকে ইমেইলের পরিবর্তে মেটাতে স্থানীয় আয়োজক হিসেবে বিষয়টি তুলে ধরার জন্য অনুরোধ করছি। পাশাপাশি @TryingToDo এবং রামিশা তাবাস্সুম:, আপনারাও আপনাদের বিষয়টি তাদেরকে মেটাতে (ইমেইলের চাইতে এটাই উত্তম) পৃথক বার্তার মাধ্যমে অবগত করুন। @Sumita Roy Dutta: দিদিকেও সমস্যাগুলো দেখার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।হীরক রাজা   ১৪:১৪, ২৮ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ এগুলি নিয়ে মেটার সাথে সুমিতা রায় দত্ত কথা বলছে। -- Nettime Sujata (আলাপ) ১৫:০২, ২৮ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি আবার ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমার বক্তব্য ছিলঃ- Hello Joy, I am Sujata, local organiser of folklore editathon from Bengali Wikipedia. Please look into the matter of the prize coupon distribution for the Bangladesh prize winners. Being the organiser I am answerable to them, but I have no answer.
এরপরে যে উত্তর এসেছে সেটা জানাচ্ছি। এই অনুযায়ী আর বেশি দেরি হবার কথা নয়। ওনাদের উত্তরঃ- Hello Sujata, thanks for reaching out. It was difficult for us to purchase the Coupons since the person in charge is in Zambia. However, the team in India have the Coupons and will be distributed soon. -- Nettime Sujata (আলাপ) ১৪:১৬, ৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমার স্থানীয় পুরস্কারের ৭০০ টাকার কুপন এসেছে। বাংলাদেশে গেছে কি? -- Nettime Sujata (আলাপ) ০৫:৫২, ৯ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata: না, বাংলাদেশে আসে নি। অন্ততঃ আমি পাইনি। জয়কে বিষয়গুলো জানানো হয়েছে বেশ কয়েকবার। @রামিশা তাবাস্সুম এবং TryingToDo: আপনারা পেয়েছেন কি-না জানিয়ে দিন। হীরক রাজা   ০১:৩৯, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman, @Nettime Sujata @Sumita Roy Dutta: তারা যদি দারাজ, জুম পে ইত্যাদিতে পুরস্কার পাঠাতে একদম অপরাগ হয়, তবে আমার মনে হয় একদম শেষ বিকল্প হিসেবে তাদেরকে আমাজন.ইন এর কুপন পাঠাতে বলা যায়। এতে হীরক রাজা অন্তত কিছু টাকা পাবেন। বর্তমানে যেভাবে আগাচ্ছে, এভাবে হলে আমার সন্দেহ হচ্ছে হীরক রাজা শেষ পর্যন্ত কোনটাই পাবেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:৪১, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি আপনার পরামর্শ জয়কে জানালাম। দেখা যাক কি হয়। -- Nettime Sujata (আলাপ) ০৪:৪৪, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনার ব্যবহারকারী নাম হীরক রাজা কি? নাহলে একটু লিখে দিন এখানে। জয় জানতে চেয়েছে। আমাজন.ইন কুপন দেবার কথা বলছে। -- Nettime Sujata (আলাপ) ০৮:০৩, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
প্রকল্প পাতায় দেখলাম ব্যবহারকারী নাম Aishik Rehman। এইটা পাঠিয়ে দিচ্ছি। -- Nettime Sujata (আলাপ) ০৯:০৫, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
Aishik Rehman, সুজাতা দিদি তো আমার পরামর্শ পাঠিয়ে দিল। দারাজ, জুম পে-তে যেহেতু তারা দিচ্ছে/পাঠাচ্ছে না, শেষ বিকল্প হিসেবে আমাজন.ইন কুপন পেলে আপনার কোন আপত্তি আছে? পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৭, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমিও পাইনি। -- রামিশা তাবাস্সুম (আলাপ) ০৬:০৮, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@রামিশা তাবাস্সুম এবং Aishik Rehman: আপনাদের সাথে উদ্যোক্তারা যোগাযোগ করেছেন কি? আমাকে এই মেসেজটি পাঠিয়েছেন উদ্যোক্তারা- "The team has sorted the winners out. For any clarifications they should kindly contact support@openheritagefoundation.org" আপনারা সরাসরি এখানে ই মেল করে বলতে পারেন। Nettime Sujata (আলাপ) ১০:১১, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata: কুপন পাঠিয়েছে। এর বেশি কিছু বলেনি এবং এই মুহূর্তে আর বেশি কিছু জিজ্ঞাসা নাই। @রামিশা তাবাস্সুম: আপনাকেও রকমার.ডট কমের কুপন পাঠানো হয়েছে, ইমেইল চেক করুন। হীরক রাজা   ১০:১৫, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
যাক নিশ্চিন্ত হওয়া গেল -- Nettime Sujata (আলাপ) ১০:১৮, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata দিদি, আরেকটা সমস্যা। স্থানীয়ভাবে প্রথম হওয়ার জন্য যে কুপনটি তারা পাঠিয়েছে তা ঠিকভাবে এসেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে দ্বিতীয় হওয়ার জন্য তারা যে কুপন পাঠিয়েছে তা এসেছে ঠিকই কিন্তু তাতে কোনো ভাউচার কোড নেই! কোড ছাড়া কুপন দিয়ে কি হবে!! হীরক রাজা   ১৭:৫৪, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
support@openheritagefoundation.org এই ই-মেলে একবার লিখুন। আমিও সরাসরি বলছি। -- Nettime Sujata (আলাপ) ০৪:২১, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ওনারা সরাসরি ই মেলের মাধ্যমে যোগাযোগ করতে বলেছেন। -- Nettime Sujata (আলাপ) ১৬:৪৯, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata: আমি গতকালই তাদেরকে ইমেইল করেছি। এখন পর্যন্ত কোন সাড়া পাইনি। আচ্ছা দেখি, কি হয়।হীরক রাজা   ১৭:১৬, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে। দেখুন। কিন্তু ওরা বলছে সব কুপনেই নম্বর আছে। -- Nettime Sujata (আলাপ) ১৭:২০, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata ওরা বললেই তো আর হচ্ছে না! আমি তাদের পাঠানো ইমেইলগুলো তাদেরকেই ফরোয়ার্ড করেছি দেখানোর জন্য যে কোডটা কোথায় লুকানো! তারা আপনার মেইলের উত্তর দিতে পারছে কিন্তু আমাকে বলতে পারছে না তাদের বক্তব্যটা? -- হীরক রাজা   ১১:৫৭, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ। সেই আর কি। আমাকে এটা লিখেছে- 'I would appreciate if the prize winner with the issue sends an email to us directly to verify. All Coupons had codes though. The team will look at the issue via email only' - দেখুন সমাধান করতে কতদিন নেয় -- Nettime Sujata (আলাপ) ১৮:২৪, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata: হীরক রাজা যে তাদেরকে তাদের পাঠানো ইমেইল ফরোয়ার্ড করেছে, তা দেখার জন্য তাদেরকে জানিয়ে দিতে পারেন। @Aishik Rehman: যে ইমেইলে কোড আছে ও যে ইমেইলে কোড নেই, উভয় আপনি ভালো করে মিলিয়ে আবার পরীক্ষা করে দেখেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৪, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান তাদের বক্তব্য না শুনার আগ পর্যন্ত ইমেইলগুলো অন্য কাউকে দিতে পারছি না, নয়তো আপনাকেই ফরোয়ার্ড করতাম। তবে আমি ভালো করেই দেখেছি! একটার ভাউচার কোড দেখতে পেলে বাকি দুইটাও দেখতে পাওয়ার কথা! চোখ তো এতটা ঝাপসা হয়নি! ও হ্যাঁ, আমি তাদেরকে সবগুলোই ফরোয়ার্ড করেছি। যেটা এসেছে সেটাও, যেগুলো আসেনি সেগুলোও, যাতে তারা তফাৎটা বুঝতে পারে!হীরক রাজা   ১৮:৫২, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata ওদেরকে একটু সজাগ কইরেন তো! হীরক রাজা   ১৮:৩২, ৫ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি জয়কে আবার লিখলাম। এরা কি করছে কে জানে। ওদিকে আপনিও আক্রমণ জারি রাখুন। আবার মেল করতে থাকুন এখন কি স্ট্যাটাস জানতে চেয়ে। -- Nettime Sujata (আলাপ) ০৪:৪৩, ৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
জয় জানালো সব জানিয়ে আপনাকে মেল করা হয়েছে এবং বলছে আন্তর্জাতিক পুরস্কারের একটা অংশ আপনি পেয়ে গেছেন।
Correction please he has received part of the coupon. There was an error on only the second code which we have informed the company to assist. We have also sent him an email explaining this. A little patience will be appreciated. -- Nettime Sujata (আলাপ) ১০:০৯, ৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
জি, আমিও পেয়েছি। -- রামিশা তাবাস্সুম (আলাপ) ১৪:৪৩, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পুরস্কার সংক্রান্ত জিজ্ঞাসা! (২) সম্পাদনা

@Nettime Sujata: উঁহু! কেবল দ্বিতীয় নয় বরং প্রথম ও দ্বিতীয় দুটোতেই কোড নেই। কেবল তৃতীয়টায় আছে, বিষয়টা তারা তো স্বচক্ষেই দেখল। আমি তাদেরকে এরপরেও মেইল করেছি, তবে তারা সেই ধৈর্য্যসঙ্গীতই গাইছে, যেটা আমি শুনে আসছি। এইটুকু কাজে যদি এদের ম্যানেজমেন্টের অবস্থা এত নড়বড়ে হয়, তবে এর পরের বার এদের যেকোন গ্রান্ট প্রকল্পে আমাকে বাধা হয়ে দাঁড়াতে হবে বলে মনে হচ্ছে। উইকিমিডিয়া ফাউন্ডেশনকে এখনো জড়াইনি, আশা করি জয়ের বিরুদ্ধে আমাকে সেটা করতেও হবে না। কোন সমস্যা থাকলে বলুক, না দিতে পারলে নাই। এরকম অপেক্ষা করানো আর ভাল লাগছে না। বারবার সবাইকে বিরক্ত করার কোন ইচ্ছে আমার আর নেই। হীরক রাজা   ০৭:৪২, ৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কোন অনিয়ম হতে থাকলে আমি অবশ্যই আপনার পাশে আছি। -- Nettime Sujata (আলাপ) ০৮:১৫, ৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Nettime Sujata: দিদি, আপনার টেলিগ্রাম চেক করুন। সমস্যাটির প্রথম ধাপ আমি সমাধান করেছি, এখন পরবর্তী ধাপটা বাকি! সেটা নিয়ে একান্ত আলোচনা দরকার। হীরক রাজা   ০৪:৪০, ১৯ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ আপনার টেলিগ্রাম আমি দেখেছি -- Nettime Sujata (আলাপ) ০৪:৪৭, ১৯ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২১" প্রকল্প পাতায় ফিরুন।