উইকিপিডিয়া আলোচনা:দ্রুত অপসারণের জন্য বিচারধারা
এই পাতাটি দ্রুত অপসারণের জন্য বিচারধারা পাতার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
খেলাফত মজলিস
সম্পাদনাআমি পর পর দুইটি পেইজ বানিয়েছিলাম, না জানার দরুন পেইজটি অপসারন হয়ে যায়। কোন ভাই কি সহযোগিতা করতে পারেন?? Amin Muhammad Nurul (আলাপ) ১৮:২৪, ২১ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
- @Amin Muhammad Nurul: প্রথমত আপনাকে জানিয়ে সহযোগিতা করতে চাই যে পেইজের দুটি সুন্দর বাংলা আছে (পাতা, পৃষ্ঠা), দয়া করে বাংলা চর্চা করুন। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে: অপসারিত হবার কারণ এক বিষয়ে দুটি নিবন্ধ রাখা যাবে না যেহেতু বাংলা উইকিতে ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস নিবন্ধ আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৯, ২১ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
- আফতাব, দুটি সতন্ত্র দল। নির্বাচন কমিশন ওয়েবসাইট দ্রষ্টব্য ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৯, ২১ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
পাতা অপসারণ বিষয়ে
সম্পাদনা"রেমিংটন মডেল ৮৭০" নামক পাতা আজ তৈরি করেছিলাম এবং আজকেই "যান্ত্রিক" দোষ দিয়ে NahidSultan পাতাটি অপসারণ করেন। কোনো প্রকার পরিবর্তন বা সম্পাদনার নির্দেশনা প্রদান না করেই কষ্ট করে অনুবাদ করা পাতাটি মুছে দেয়া হয়। নতুন ব্যবহারকারী হিসেবে যা সত্যিই খুব হতাশাজনক। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। উমর ফারুক (আলাপ) ১৮:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
- আমার আলাপ পাতায় আপনার অভিযোগের উত্তর দেখুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
পাকভিউ মেডিকেল কলেজ অপসারন করুন
সম্পাদনাআমি উক্ত পাতাটি তৈরি করেছিলাম কিন্তু উল্লেখযোগ্য তথ্য সূত্র আমার কাছে নেই বলে পাতাটি অপসারণ করতে চাচ্ছি আর এভাবে তৈরি করব না এজন্য দুংখিত Finkai1 (আলাপ)— ফিংকাই
পদ্ধতি জানা।
সম্পাদনাকিভাবে একটি প্রতিষ্ঠান যোগ করব। Mawlana Junaid ahmad (আলাপ) ১১:২০, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)
পেজ মুছে ফেলুন স্যার
সম্পাদনাপ্রিয় স্যার উইকিপিডিয়া তথ্যগুলো সঠিক নয় 103.51.2.62 (আলাপ) ১৪:২৩, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
ঢাপরকাঠী নাগরিক সংসদ(ঢানাস ) অপসরণ প্রসংগে
সম্পাদনাঢাপরকাঠী নাগরিক সংসদ( ঢানাস) একটি সামাজিক সংগঠন শুধু ঢাপরকাঠী গ্রামের জন্য। এই গ্রামের ১২ হাজার জনসাধারনের জন্য অত্র সংগঠনটি খুবই গুরুত্বপূর্ন বিধায় পেইজ গ্রহন করার অনুরোধ করছি। তবে উপকৃত হবে গ্রামের দেশ-বিদেশের বসবাসরত অসংখ্য জনসাধারন। -- Abu Bakar ( Dulal ) (আলাপ) ১৫:২৮, ৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)