উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প নিবন্ধ মানোন্নয়ন

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৭ বছর পূর্বে "মানোন্নয়ন প্রজেক্ট -১ (বাংলাদেশ)" অনুচ্ছেদে

good plan. totally support it. kintu arektu details dorkar.

for example - amra ki rokom expansion target korbo for each article?

do we translate the whole of the EN:WP entry for a particular article? (at this point EN:WP is going to be the most thorough source for most non-BD related articles)

or do we go for something less - e.g. each article, we do several paragraphs for now, and then expand it even further later on?

personally, i am in favour of picking an article and several of us doing the translation, formatting, etc in its entirety.. ekbar dhorley ekdom shesh korey chhara uchit.

any other opinions? -- Peripatetic ২১:৪৩, ১৬ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আসলে এখনও কিছু ঠিক নাই, কারণ আমরা সবাই আলোচনা করে যা ঠিক করবো, সেটাই হবে। বাংলাদেশের বাইরের নিবন্ধের জন্য ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধের সাহায্য নিতে পারি। আর এক বারে একটি নিবন্ধ নিয়ে কাজ করার বুদ্ধিটাও মন্দ না। কয়েকজন মিলে যদি কাজ করি, তাহলে প্রতিদিন অন্ততঃ একটি পূর্ণ দৈর্ঘ্যের নিবন্ধ করা সম্ভব। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪৭, ১৬ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
আমার মাথাতেও এরকম কিছু ঘুর ঘুর করছিল। ভাল উদ্যোগ। আমার মতে বাংলাদেশ, বাংলা ভাষা, পশ্চিমবঙ্গ এই তিনটা নিবন্ধ সবার আগে শেষ করা উচিত। Regional bias. :-) --অর্ণব (আলাপ | অবদান) ২১:৫৬, ১৬ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
বাংলা ভাষা শেষ করাটা একটু কঠিন হবে, কারণ ভাষার বিস্তার অনেক বেশি (ইংরেজি নিবন্ধটা বহুদিন চেষ্টা করেও এখনও stable রূপ দেওয়া যায় নাই।)। আমি বাংলাদেশ নিবন্ধটিকে অন্ততঃ ইংরেজি নিবন্ধটির সমান করার প্রস্তাব করছি। --রাগিব (আলাপ | অবদান) ২২:০৪, ১৬ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
sure. আসলে enwiki-র Bengali Language-এর শেষে যে referenceগুলো আছে, তার প্রায় সবই আমার কাছে আছে। সময় করে উঠতে পারছিনা, নইলে ফাটায়া দিতাম। :-) --অর্ণব (আলাপ | অবদান) ২২:০৯, ১৬ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

মানোন্নয়ন প্রজেক্ট -১ (বাংলাদেশ) সম্পাদনা

বাংলাদেশ নিবন্ধের মানোন্নয়ন সংক্রান্ত আলোচনা নিম্নে এই অনুচ্ছেদে করুন।

অনুবাদ প্রায় শেষ করে এনেছি, বাকিটুকু শেষ করতে অন্য কেউ সাহায্য করুন ... (পুরা অনুচ্ছেদ অনুবাদ করতে গিয়ে এখন মাথা ব্যথা হয়ে গেছে।)। --রাগিব (আলাপ | অবদান) ০৫:২৮, ২৩ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

ভাইসব, আমার কাজ শেষ বলেই আমার ধারণা। এখন যা বাকি, তা হল রেড লিঙ্ক দূর করা ও বানান পরীক্ষা। কারো কাছে কি বাংলা ইউনিকোড স্পেল চেকার আছে? থাকলে একটু বানান পরীক্ষা করে দিন। আর রেড লিঙ্ক দূর করে ফেলতে পারলেই আমাদের কাজ শেষের দিকে এসে যাবে। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৩৭, ২৭ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

tracking old stubs সম্পাদনা

Many entries by this user 128.151.71.19 are still singe word stubs - some are very important entries.. Check them out and expand them. http://bn.wikipedia.org/w/index.php?title=%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7:Contributions&limit=500&target=128.151.71.19 --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৬:২৮, ২০ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

I think that was Zaheen, right? The IP resolves to U of Rochester.., where Zaheen used to be a student. (my guess+google) --রাগিব (আলাপ | অবদান) ০৬:৩১, ২০ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

yep. that was me. --অর্ণব (আলাপ | অবদান) ০৮:০৪, ২০ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
"উইকিপ্রকল্প নিবন্ধ মানোন্নয়ন" প্রকল্প পাতায় ফিরুন।