উইকিপিডিয়া:Templates for discussion/Log/2023 জানুয়ারি 18

জানুয়ারি ১৮ সম্পাদনা

{{subst:tfd2|text=বিএমডিবি ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবেই Wikipedia:Notability (web)উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) কোন নীতিমালাতেই উল্লেখযোগ্য নয়। তাই টেমপ্লেটটিও অপসারণের প্রস্তাবনা জানাচ্ছি। ~মহীন (আলাপ) ১৪:১৮, ১৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)|1=বিএমডিবি নাম}}[উত্তর দিন]

আমার জানা মতে নিবন্ধের নীতিমালা টেমপ্লেটে প্রয়োগ করা হয় না। ফলে নিবন্ধের নীতিমালা ধরে এখানে আমরা আলোচনা না করি।
এখন প্রশ্ন হল আমরা নিবন্ধের মধ্যে বিএমডিবি ওয়েবসাইটটির লিঙ্ক দেখাতে চাই কিনা। আমার মত রাখার পক্ষে। ওয়েবসাইটটি হয়ত আমাজনের ইন্টারনেট মুভি ডেটাবেজের মত সেরা নয় কিন্তু আমার জানামতে বাংলা ভাষার একমাত্র ঐ রকম একটি প্রচেষ্টা। ওয়েবসাইটটি কোনও স্প্যাম নয়, এমনকি কোনও বিজ্ঞাপনও দেখানো হয় না (আমি যতটুকু দেখলাম)। বাংলা ওয়েবসাইটের অভাবে বাংলা উইকিতে বেশিরভাগ সময় বহিঃসংযোগে ইংরেজি ওয়েবসাইট দিতে হয়, এখানে আমি একটি বাংলা ওয়েবসাইট দেখে তো আরও খুশি। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০৯, ২৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
টেমপ্লেটটি রাখার পক্ষে। কেননা এরকম জাতীয় অনেক টেমপ্লেট উইকিপিডিয়ায় ব্যবহার হয়ে থাকে যেগুলো উল্লেখযোগ্যতা নীতিমালায় পড়েনা। মেহেদী আবেদীন ০৫:১০, ২৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]