উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র/সংগ্রহশালা ৫
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ১ | ← | সংগ্রহশালা ৩ | সংগ্রহশালা ৪ | সংগ্রহশালা ৫ |
আলাপ আলোচনার জন্য নতুন ইন্টারফেস
মোবাইল থেকে আলাপ আলোচনা পাতায় মন্তব্য করার জন্য একটা সুন্দর বক্স সিস্টেম দেখতে পাচ্ছি। স্বয়ংক্রিয়ভাবে স্বাক্ষর ও যুক্ত হয়ে যাচ্ছে। আমি কম্পিউটারে সোর্স এডিটিং সিস্টেম ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই উৎস সম্পাদনা ইন্টারফেস এ থেকে কি ওরকম করে আলাপ পাতায় মন্তব্য যোগ করার অপশন টা চালু করতে পারবো? --NahidHossain (আলাপ) ১০:০৭, ১৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- @NahidHossain: এই বেপারে কথা হয়েছে এবং হচ্ছে, একইসাথে কাজও চলছে। আসাকরি খুব তারাতারি আমরা সবাই এই সুবিধা পাবো। জনি (আলাপ) ১২:০৩, ১৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)
বিষয়শ্রেণী মুছে ফেলার টেমপ্লেট
@আফতাবুজ্জামান: আমি একটি বিষয় বিষয়শ্রেণী আমার বাংলাদেশ পার্টি মুছে ফেলার জন্য টুইংকেল ব্যবহার করেছিলাম। এর পরে এটা ক্রিয়েটর এর আলাপ পাতায় এরকম অদ্ভুত একটা মেসেজ দেখাচ্ছে। পরে খেয়াল করলাম এটা আরো কয়েকজনের আলাপ পাতায় আছে। আপনি কি টেমপ্লেঠ টা দেখবেন একটু? --NahidHossain (আলাপ) ০৯:৪৭, ৭ মে ২০২০ (ইউটিসি)
- @NahidHossain: আপনি যে টেমপ্লেট ব্যবহার করেছেন সেটি এখনও তৈরি করা হয় নি, অর্থাৎ CFDNote নামে টেমপ্লেট নেই। আপনি নিচের কোডটি ব্যবহার করে প্রণেতাকে অবহিত করুন।
{{subst:cfd2|আমার বাংলাদেশ পার্টি|text=অপসারণের কারণ}}~~~~
— আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২২:৩৮, ৭ মে ২০২০ (ইউটিসি)
ইংরেজি শব্দ এর বাংলা
প্রিয় উইকিপিডিয়া বন্ধুগণ, ১) "Template"র বাংলা কি ? ২) কোনো লেখা বা ছবি দৃষ্টি আকর্ষণ (রেড ফ্ল্যাগ) করতে হলে কি করতে হবে ? ধন্যবাদান্তে Anupamdutta73 (আলাপ) ০৪:৫৯, ২৯ জুন ২০২০ (ইউটিসি)
- @Anupamdutta73: উইকিতে কোড বিষয়ক "Template" কে টেমপ্লেট বলা হয়। এর আরেক অর্থ মাপনদণ্ড। কোন নিবন্ধের লেখাত সমস্যা থাকলে তা আপনি নিজে ঠিক করে দিতে পারেন অথবা নিবন্ধের আলাপ পাতায় তুলে ধরতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৪, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)
উইকিপিডিয়া কালো দর্শন
কিভাবে আমি উইকিপিডিয়া কালো দেখাতে পারি?— Mohammad Irfan1 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Mohammad Irfan1: উইকিপিডিয়া ওয়েবসাইটে কালো দর্শন সুবিধাটি নেই। —ইয়াহিয়াবলুন... • ১১:৫৫, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)
- @Mohammad Irfan1 যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে, মোবাইলে ফায়ারফক্স আর এর অ্যাড-অন ডার্ক রিডার ব্যবহার করা যেতে পারে(কম্পিউটার ব্রাইজারেও ডার্ক রিডার) :)।--Greatder (আলাপ) ১২:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
wiki badge
how can we get wiki badge — Akhasan-2001 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Akhasan-2001: দয়া করে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি ব্যবহার করবেন না। উইকিপদক আপনাকে অন্য ব্যবহারকারীরা আপনার কাজের মূল্যায়ন স্বরূপ প্রদান করবেন। সম্পাদনা চালিয়ে যান। —ইয়াহিয়াবলুন... • ১১:৫১, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)
আমি কিভাবে পদক
আমি কিভাবে পদক
- @45.115.114.10: আপনাকে প্রথমে নিবন্ধিত হতে হবে,একটি একাউন্ট খুলে অবদান রাখেন,তাহলেই পদক পাবেন -শাকিল হোসেন আলাপ ১৭:০৯, ১৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
নিবন্ধ স্থানান্তর
আমার ব্যবহারী পাতাতে তৈরী একটি নিবন্ধ কিভাবে মূল পাতায় স্থানান্তর করবো? কেউ সহযোগিতা করবেন প্লিজ
- @Mondall Mohammad Arif: যে নিবন্ধ তৈরি করছেন, সেখানে একদম নিচে দেখুন "ডেক্সটপ" লেখা আছে। ওখানে ক্লিক করুন। এবার যে পাতা আসবে, সেখানে উপরে অনুসন্ধান বাক্সের পাশে দেখুন "আরও" লেখা রয়েছে, সেখানে ক্লিক করুন, তারপর "স্থানান্তর" ক্লিক করুন, তারপর কাঙ্ক্ষিত নাম দিন ও স্থানান্তর করুন। চেষ্টা করুন ও না পারলে আমাকে জানাতে পারেন। আপনি সম্ভবত ব্যবহারকারী:Mondall Mohammad Arif/কুরিয়ার সার্ভিস স্থানান্তর করতে চাইছেন। আমার একটা পরামর্শ, en:Courier থেকে অনুবাদ করে "সংজ্ঞা" অংশটি আরেকটু বড় করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৯, ১৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
ব্যবহারকারী জন্ম দিন
সুধী, <<ব্যবহারকারী জন্মদিন>> কোড যদি বলেন ধন্যবাদ অনুপম— Anupamdutta73 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Anupamdutta73: আশা করবো এতদিনে উত্তর পেয়ে গেছেন যদি না পেয়ে থাকেন তাহলে এই কোড ব্যবহার করতে পারেন
{{birth date and age|df=y|1953|5|31}}
এইরকম ফলাফল দেখাবে৩১ মে ১৯৫৩ —শাকিল হোসেন আলাপ ১৩:২৪, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
উইকিপিডিয়ার সদস্য হওয়া প্রসঙ্গে
মহোদয় আমি এই পাতায় সদস্য হওয়ার জন্য আবেদন করেছি কিন্তু কোন উত্তর পাচ্ছি না। আশা করছি আমি এই গ্রুপে ভালো তত্ত্ব দিতে পারবো। এছাড়া আমি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার সম্বন্ধে একটি আর্টিকেল লেখার জন্য আপনার পাতায় অনুমতি চাচ্ছি।— 58.145.189.236 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনি একটি ব্যবহারকারী একাউন্ট খুললেই উইকিপিডিয়ার সদস্য হতে পারবেন। আর কারো নামে নতুন নিবন্ধ তৈরি করতে আপনাকে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র নিবন্ধে উল্লেখিত ব্যক্তিকে এই নীতিমালা অনুসারে উল্লেখযোগ্য হলেই চলবে —শাকিল হোসেন আলাপ ১৩:০২, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
জরুরি জন্ম নিবন্ধন নিতে
আমি এখনো ভুটার হতে পারিনাই। আমার একটি ভিসা আসার কারণে আমাকে বিদেশ চলে যেতে হচ্ছে তাই আমার একটি জন্ম নিবন্ধন প্রয়োজন। এখন লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়নে কোন জন্ম নিবন্ধন দিচ্ছেনা। তাই আমি কিভাবে জন্ম নিবন্ধন নিবো আপনাদের কাছ থেকে জানতে চাই। আশাকরি আমাকে সহযোগিতা করবেন। আমার অনেক প্রয়োজন হচ্ছে। একটি অনলাইন জন্ম নিবন্ধন। আমার এমনে জন্ম নিবন্ধন আছে।— 103.111.225.145 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনাকে আপনার নিকটস্থ উপজেলা/জেলা জন্ম নিবন্ধন কার্যালয় বা নির্বাচন অফিসে যোগাযোগ করা আর একই সাথে এটাও পড়ার প্রয়োজন —শাকিল হোসেন আলাপ ১২:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
আমি নতুন লেখক
আমি স্থাপত্য বিভাগের ছাত্র! আমি কবিতার পাশা-পাশি লেখা লেখি করি। কিন্তু কিভাবে এখানে লিখলে যে কেউ অনু সন্ধানে পাবে!— Md.Khalek Masud (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Md.Khalek Masud: উইকিপিডিয়া কোন ব্যাক্তিগত লেখা প্রকাশের জায়গা নয় এটি বিশ্বকোষ। আপনি ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ বা উইকিপিডিয়ায় না থাকা তথ্য যোগ করতে পারেন —শাকিল হোসেন আলাপ ০৬:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)