উইকিপিডিয়া:সঙ্গীত পরিভাষা
0-9
সম্পাদনা- 2, 3 or 4 part textures -
- 32 bar song form/AABA -
A
সম্পাদনা- A - C স্কেলের ষষ্ঠ সুর।, এ, মুদারার ষষ্ঠ স্বর, ধৈবত, ধা
- A demijeu - অর্ধনমিত বাদন
- A demivoix - অর্ধনমিত গায়ন
- Ab - কোমল এ
- Abacus - স্বরছক
- Abandon - মুক্তছন্দ
- Abrupt cadence - আকস্মিক ন্যাস
- Absolute music - সাধারণ সঙ্গীত
- Abstract music - বিমূর্ত সঙ্গীত
- Acathistus - আকাথিসতুস
- Accel - ক্রমলয় বৃদ্ধি
- Accelerando - ক্রমলয় বৃদ্ধি
- accelerando - ধীরে ধীরে গতিবর্ধন, গতিবর্ধনের নির্দেশ
- Acceleration - ত্বরণ
- Accent - প্রস্বন, ঝোঁক
- Accent tone - উচ্চারণ স্বর
- Accentus - আৎশেনতুস
- Accessory - সহায়ক স্বর
- Accessory tone - সহায়ক সুর
- Accessory voice - সহায়ক কন্ঠ
- Acciaccatura - পূর্বস্পর্শস্বর
- Acciaio - আৎশিয়ায়ো
- Accidental - আকস্মিক চ্যুতিচিহ্ন
- Accidental chord - অনিয়মিত স্বরসন্ধি
- accompaniment - কণ্ঠসংগীতের সহগামী যন্ত্রসঙ্গীত, যন্ত্রসঙ্গত, সহযোগী বাদ্য, সহযোগী কণ্ঠসংগীত, সঙ্গত, সহযোগ
- accompanist - যে ব্যক্তি সঙ্গত বাজায়; সঙ্গতবাদক, সঙ্গতকারী, সহায়ক বাদ্যকার
- accompany - যন্ত্রসঙ্গত করা, সঙ্গত করা
- accordant - একসুরে বাঁধা
- Accordion - অ্যাকরডিয়ন, বহনযোগ্য হার্মোনিয়াম জাতীয় বাদ্যযন্ত্র
- Achromatic - অ্যাক্রোম্যাটিক
- Achula - আশুলা
- Acocotle - আকোকোত্ল
- acoustic - শ্রৌত
- Acoustics - নাদবিজ্ঞান, শ্রুতিবিজ্ঞান, ধ্বনিবিজ্ঞান
- Act tune - অংক-মধ্য সঙ্গীত
- Acute - তীব্র
- Acuteness - তীব্রতা
- ad libitum - যথেচ্ছ বাদ দিয়ে পরিবেশনীয়
- Adagio - অনায়াস বিলম্বিত, মাধুর্যমণ্ডিত ও মন্থর (সংগীতাংশ); বিলম্বিত লয়ে; মাধুর্যমণ্ডিতভাবে; শনৈঃ শনৈঃ।, ধীরে, ঢিমে লয়ে, ললিত ভঙ্গিতে
- Adagio (noun) - বিলম্বিত লয়, ঠায়, ঢিমে লয়
- Adagiossimo - অতিবিলম্বিত
- Added ninth - বর্ধিত নবম
- Added sixth - বর্ধিত ষষ্ঠ
- Adelophone - অ্যাডিলোফোন
- Adeux - যুগল কন্ঠোপযোগী, যুগল যন্ত্রোপযোগী
- Adeux mains - দ্বি-হস্তবাদন্যোপযোগী
- Adiaphonon - আডিয়াফোনন
- Adjunct - সহায়ক
- Adjunct note - সহায়ক স্বর
- Aeolian harp - পবণবীণা, বায়ুবাদিত বীণা
- allegro - প্রাণবন্ত, চঞ্চল, দ্রুতলয় সম্পন্ন
- amateur musician - শৌখিন সংগীতশিল্পী
- andante - ঢিমেতাল; ঢিমে তালবিশিষ্ট (সংগীত)।
- aria - (বিশেষত ১৮ শতকীয় গীতিনাট্যে) একক সংগীত।
- arpeggio - সংগীতের স্বর, যা একের পর এক বাজানো হয়
- arrange (for) - (কোনো সংগীতকে) বিশেষ বাদ্যযন্ত্রের উদ্দেশ্যে উপযোগী করে নেওয়া
- arrangement - (কোনো সংগীতকে) বিশেষ বাদ্যযন্ত্রের উদ্দেশ্যে উপযোগীকরণ
- atonal - কোনো স্বরগ্রাম পদ্ধতির সঙ্গেই সঙ্গতিপূর্ণ নয় এমন, অস্বরিক
- aubade - প্রভাতসংগীত; প্রভাতী; বৈতালিকী
- A cappella -
- Absolute music -
- Accelerando -
- Accent -
- Acciaccatura -
- Accidental -
- Accompaniment -
- Acoustic -
- Adagio -
- Alberti bass -
- Allegretto -
- Allegro -
- Alto -
- Amplified -
- Anacrusis -
- Andante -
- Answering phrase -
- Anticipation note -
- Antiphonal -
- Arch Shape -
- Arco -
- Arco/bowed -
- Arpeggio/broken chord -
- Articulation -
- Associated rests -
- Augmentation -
- Automatic Double Tracking (ADT) -
B
সম্পাদনা- B - সংগীতে সপ্তম স্বর।
- bacchanal - বাক্কুসের উদ্দেশ্যে নিবেদিত সংগীত বা নৃত্য
- background music - আবহসংগীত
- backing - (পপসংগীত) মূল গায়কের সঙ্গে কন্ঠ বা যন্ত্রসংগীত (vocal/instrumental backing)
- bar - সাংকেতিক স্বরলিপিতে তালনির্দেশক সমমানের উল্লম্বরেখা, তালবিভাগ, তালাঙ্ক
- barrel organ - বাদ্যযন্ত্রবিশেষ, একটি হাতল ঘোরালে এই যন্ত্রের অঙ্গীভূত একটি স্তম্ভক কতকগুলো ঘাটের উপর যান্ত্রিকভাবে সংগীত সৃষ্টি করে; সাধারণত অর্থ উপর্জনের জন্য কোনো একক বাদক পথ চলতে চলতে এই বাদ্য বাজিয়ে থাকে; ব্যারেল অরগ্যান।
- bass গলা বা যন্ত্রের সবচেয়ে নিচু খাদের সুর, গুরুগম্ভীর সুর (সংগীত)
- baul - বাউল
- baul songs - বাউল গান
- beat - সংগীতের ছন্দরক্ষাকারী নিয়মিত ধ্বনিস্পন্দ
- beat time - নিয়মিত নড়াচড়ার (হাত ইত্যাদির) সাহায্যে (সংগীতে) সময় পরিমাপ করা
- Blues - মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণভাগের কৃষ্ণাঙ্গদের এক ধরনের ধীরগতি ও বিষাদময় সংগীত।
- bowl - (বিশেষত মার্কিন) সংগীতানুষ্ঠানের জন্য ক্রমোন্নত আসনবিশিষ্ট ডিম্বাকার উন্মুক্ত রঙ্গমঞ্চ।
- breve - স্বরলিপির চিহ্নবিশেষ
- Backbeat (Or offbeat) -
- Backing vocals -
- Ballad -
- Baroque -
- Bass -
- Bass guitar -
- Basso Continuo -
- Bassoon -
- Belt -
- Bhangra -
- Binary -
- Bi-rhythm -
- Blue notes -
- Blues -
- BPM -
- Brass -
- Break -
- Bridge -
- Bridge / Middle 8 -
C
সম্পাদনা- cadence - কণ্ঠস্বরের উত্থানপতন, লয়।
- cadenza - যন্ত্রসংগীতের কনচের্তোতে সাধারণত একটি সংগীতাংশের শেষভাগে একক যন্ত্রী কর্তৃক বাদনীয় অলঙ্কারক অনুচ্ছেদবিশেষ; কাদেন্জা।
- can music - (অপশব্দ) রেকর্ড ইত্যাদিতে ধারণকৃত সংগীত।
- caprice - শাস্ত্রবিরুদ্ধ প্রাণবন্ত গীত বা বাদিত সংগীতবিশেষ; খেয়াল।
- catch - সমবেত সঙ্গীত
- chamber music - স্বল্পসংখ্যক বাদকের জন্য যন্ত্রসংগীত।
- choir - গির্জার ঐকতানবদ্ধ ধর্মসংগীতে নেতৃত্বদানকারী গায়কবৃন্দ।
- choir-school - ধর্মসংগীতে প্রশিক্ষণপ্রাপ্ত বালকদের জন্য গির্জাসংশ্লিষ্ট গ্রামার স্কুল।
- chord - ঐকতান সংগীতে একসঙ্গে ধ্বনিত হওয়া তিন বা ততোধিক স্বরের মিশ্রণ
- Chord - বাদ্যযন্ত্রের তার
- chorus - সমবেত সংগীত; বৃন্দগীতি, (একক কণ্ঠে গাওয়ার পর) গানের যে অংশ সমবেত কণ্ঠে গাওয়া হয়; প্রাচীন গ্রিকনাটকে) নাটকের অন্তর্গত নর্তক ও গায়কের দল, যারা সমবেতভাবে নেচে ও গেয়ে নাটকের ঘটনাপ্রবাহের ব্যাখ্যা, বিশ্লেষণ ও সারাৎসার দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করত।
- chorus girl - গীতিনাট্যে অংশ নেওয়া বালিকাদলের সদস্য।
- In chorus সমবেত কণ্ঠে
- chromatic - পাশ্চাত্য সংগীত সুরের আরোহ বা অবরোহবিষয়ক।
- clef - সুরের পরদার চাবিতে স্থাপিত স্বরগ্রাম নির্দেশক প্রতীক।
- coda - সংগীতের সমাপ্তি অংশ।
- codetta - (ইতালীয়) দুটো অনুচ্ছেদ সংযোগকারী সংক্ষিপ্ত প্যাসেজ; সংগীতের গতিতরঙ্গ যার ভাগগুলোর বৈশিষ্ট্যসূচক গঠনকৌশল আছে
- coloratura - কণ্ঠসংগীতে অলংকারপূর্ণ অংশসমূহ।
- Colour - ধ্বনিবৈশিষ্ট্য; সুর; প্রকাশবৈচিত্র্য।
- community singing - সংগঠিত সমবেত সংগীত।
- Compose - সঙ্গীত বা স্বরলিপি রচনা করা
- composer - সংগীত রচনা করে এমন ব্যক্তি।
- concert - ঐকতানবাদন; প্রেক্ষাগৃহে সংগীতযন্ত্রবাদকদের মিলিত বাদন।
- concerto - এক ধরনের বাজনা যেখানে একটি আর্কেস্ট্রার সহযোগিতায় এক বা একাধিক ব্যক্তিবাদকের সংগীত বাজানো হয়:
- composition - সঙ্গীত রচনা, সঙ্গীত রচনা কৌশল
- conservatoire - (ফরাসি) সংগীতের জন্য সাধারণ শিক্ষালয়।
- consonance - ঐকতান, বিভিন্ন সুরের সমন্বয়; হার্মোনি।
- counterpoint - শ্রুতিমধুর সুরের মিশ্রণ, শ্রুতিমধুর সুরের সঙ্গে অন্য কোনো শ্রুতিমধুর সুরের মিশ্রণপ্রণালি
- countertenor - কোনো পুরুষের চড়া সুরের চেয়ে বেশি চড়া সুর
- crescendo - ক্রমাগত চড়া হয়ে ওঠা (সুর)
- crotchet - কালো ফোঁটার স্বরলিপিবিশেষ।
- Call and response -
- Cantata - গীত, সঙ্গীতের সুর দেয়া কবিতা, গীতিনাট্য
- Canon -
- Celeste -
- Cello -
- Cerdddant -
- Chaal -
- Chamber music -
- Chord progression/chord sequence -
- Chordal -
- Chorus -
- Chromatic movement -
- Clarinet -
- Classical -
- Classical or Spanish guitar -
- Close–micing -
- Coda -
- Compound Time -
- Compound time (6/8) -
- con arco -
- Con sord -
- con sordino -
- Congas -
- Conjunct -
- Conjunct (stepwise) -
- Contrapuntal -
- Contrast -
- Countermelody -
- Crescendo -
- Crook -
- Cross Rhythm -
- Crotchet -
- Cymbal -
D
সম্পাদনা- dead march - অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ধীরলয়ের ভাবগম্ভীর সংগীতাংশ; অন্ত্যেষ্টিসংগীত।
- degree - সাংকেতিক স্বরলিপিতে দুই স্বরের মধ্যবর্তী ব্যবধান; স্বরক্রম।
- descant - কোনো সুর বা গীতের সঙ্গে পরিবেশনের জন্য স্বতন্ত্র ও অতিরিক্ত (প্রায়ই তাৎক্ষণিকভাবে রচিত) সংগীত; বিগীত।
- descant on/upon - বিগীত গাওয়া বা বাজানো
- dhrupad - উত্তর ভারতে প্রচলিত উচ্চাঙ্গ সংগীতের রাগবিশেষ, যার লয় খুব ধীর।
- dilettante - সংগীত অনুরাগী কিন্তু অগভীর জ্ঞানসম্পন্ন বা এসব ব্যাপারে যথেষ্ট অভিনিবেশ নেই এমন ব্যক্তি।
- diminuendo - সরোচ্চতার ক্রমহ্রাস।
- dirge - অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গাওয়া শোকসংগীত; মৃতের জন্য শোকগীতি।
- discord - বিবিধ সুর এবং তানের অসামজ্ঞস্য।
- do - স্বরগ্রামের প্রথম স্বর, ষড়জ বা সা।
- drum - ঢাক বা ঢোল; ঢাকের শব্দ; ঢাক পিটানো
- drum head - ঢাকের চর্মাবরণ
- drum-major - কুচকাওয়াজকারী সামরিক বাদকদলের নেতা; (American) যে কোনো বাদকদলের পুরুষ নেতা।
- drum-majorette (America(n)) বাদকদলের অগ্রে গমনকারী সুসজ্জিত মেয়ে।
- drumstick - ঢোল বাজানোর কাঠি; ঢোলের কাঠি।
- duet - দ্বৈতসংগীত; দুই ব্যক্তির মিলিত সংগীত বা বাদন।
- duo - দ্বৈতসংগীত বা বাদন।
- Dance rhythms -
- Descant -
- Detached -
- Dhol -
- Diatonic -
- Dilruba -
- Diminished seventh -
- Diminuendo -
- Direct Input Transfer (DIT) -
- Disjunct -
- Disjunct (angular) -
- Dissonance -
- Distortion -
- Divisi -
- Dominant -
- Dominant (7th) -
- Dominant seventh -
- Dotted -
- Double bass -
- Double stopping -
- Double tracking -
- Double-dotted -
- Driving rhythms -
- Drone -
- Drum kit -
- Drum roll -
- Duet -
- Duple/triple/quadruple -
- Dynamics -
E
সম্পাদনা- earworm - সংগীতের অনুরণন কানে যতক্ষণ বাজে বা মস্তিষ্কে যতক্ষণ স্থায়ী হয়
- electronic music - ইলেকট্রনিক সংগীত; ইলেকট্রনিক যন্ত্রপাতির সহায়তায় প্রাকৃতিক অথবা কৃত্রিমধ্বনির নিপুণ ব্যবহার।
- encore - আবার! আবার! ; (কোনো সংগীতশিল্পীকে) আবার পরিবেশন করতে অনুরোধ জানানো
- ensemble - সংগীতের যে অংশ বাদকদল একসঙ্গে বাজিয়ে থাকেন, একই শ্রেণীর বাদকদল
- eurhythmics - সংগীতের সুরে সুরে শরীরচর্চার পদ্ধতি।
- even song - সান্ধ্য উপাসনা সংগীত।
- executant - সংগীত সম্পাদনকারী ব্যক্তি।
- expressionism - আবেগনির্ভর অভিজ্ঞতার প্রতীকী প্রকাশ; অভিব্যক্তিবাদ।
- extravaganza - উদ্ভট সঙ্গীত রচনা
- Echo -
- Electric guitar -
F
সম্পাদনা- fanfare - তূর্যনিনাদ (ট্রাম্পেট, বিউগল ইত্যাদির ঝংকার)
- finale - কোনো সংগীত বা সিম্ফনির সর্বশেষ স্পন্দন; কোনো নাটক বা অপেরার শেষ দৃশ্য, পরিসমাপ্তি
- flat - কোমল, কোমল সুর
- French horn - ফরাসি শিঙ্গা
- funky - আবেগময় ও দ্রুত লয়ের, ভাবোদ্বেল
- Falsetto -
- Fanfare -
- Feedback -
- Fill -
- Film Music -
- Flute -
- Form and Structure -
- Forte -
- Fortissimo -
- fortississimo -
- French horn -
- Fusion -
G
সম্পাদনা- garage - এক ধরনের শৌখিন পপসংগীত যাতে ড্রাম, ব্রাস ও হাউস মিউজিক আর উচ্চরব থাকে
- ghazal - গজল, সুনির্দিষ্ট চরণবিশিষ্ট প্রেমবিষয়ক গীতিকবিতাবিশেষ যা সাধারণত সংগীতরূপে পরিবেশিত হয়
- glee - বৃন্দসংগীতে তিন বা চার কণ্ঠে একেক অংশ একেক জনে সুর করার জন্য গান।
- glissando - স্বরসপ্তকের দ্রুত ওঠানামা।
- Gregorian chant - পোপ প্রথম গ্রেগারির (৫৪০-৬০৪) নামে রচিত ধর্মসংগীতবিশেষ।
- Glissando/slide -
- Glockenspiel -
- Ground Bass -
H
সম্পাদনা- harmonic - একসুরে বাঁধা ধ্বনি, ঐকতান
- harmonize - ঐকতান সৃষ্টি করা
- harmony - ঐকতান
- horn -শিঙ্গা, বিষাণ
- Highland fling - সাধারণত দুই জোড়া নরনারীর জন্য স্কটল্যান্ডীয় নৃত্যের সহগামী সংগীত
- high life - (পশ্চিম আফ্রিকায়) লৌকনৃত্য ও সংগীতবিশেষ।
- hop - লোকপ্রিয় সংগীতসহ ঘরোয়া মজলিশ ও নাচ; ঘরোয়া জলসা।
- hornpipe - (বিশেষত নাবিকদের জন্য) দ্রুতলয়ের একক নৃত্য এবং আনুষঙ্গিক সংগীত; নাবিকনৃত্যসঙ্গীত।
- hot - (সংগীত, বিশেষত জাজ) আবেগোদ্দীপ্ত এবং দ্রুততালের; উচ্চণ্ড।
- Hammer on -
- Hand held percussion -
- Harmonic rhythm -
- Harmonic series -
- Harmony -
- Harp -
- Harpsichord -
- Hemiola -
- High pitch -
- Hip-hop -
- Homophonic -
- Horn section -
- Humming -
I
সম্পাদনা- impromptu - উপস্থিতভাবে রচিত বলে প্রতীয়মান সাংগীতিক রচনাবিশেষ, প্রত্যুৎপন্ন সংগীত
- instrumentation - ঐকতানসংগীতে বিভিন্ন বাদ্যযন্ত্রের জন্য সংগীতের বিন্যাস
- instrumental - বাদ্যযন্ত্রবিষয়ক,
- instrumental music - বাদ্যসংগীত, যন্ত্রসংগীত
- instrumentalist - যন্ত্রী, বাদ্যযন্ত্রী, যন্ত্রশিল্পী
- interlude - নাটকের দুই অঙ্ক, গীতিনাট্যের দুই দৃশ্য কিংবা স্তোত্র, স্তুতিগত ইত্যাদির বিভিন্ন অংশের মধ্যবর্তী বিরতির সময়ে পরিবেশিত সংগীত
- intermezzo - নাটক বা গীতিনাট্যের দুই অঙ্কের মধ্যে বাজানোর জন্য কিংবা কোনো বৃহৎ সংগীতকর্মের (যেমন সিম্ফনির) প্রধান প্রধান অংশগুলির যোগসূত্র রক্ষার্থে সংক্ষিপ্ত সাংগীতিক রচনা; মধ্যবর্তিকা।
- interval - কোনো নির্দিষ্ট স্বরগ্রামে দুটি সুরের মধ্যে ওজনের (পিচের) তফাত; অন্তর।
- Imitation -
- Imperfect cadence -
- Improvisation -
- Interlude -
- Interrupted cadence -
- Interval -
- Introduction -
- Inversion -
- Inversion (melody) -
- Inversions -
- Inverted pedal -
- Irregular -
J
সম্পাদনা- jazz - জ্যাজ; বিশ শতকের শুরুতে প্রথমে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে কৃষ্ণাঙ্গ বাদকদলের দ্বারা পরিবেশিত জনপ্রিয় সংগীত।
- jazz - জাজরীতিতে বাজানো বা সাজানো
- jig - দ্রুত তালের নাচের জন্য সংগীত।
- jive - জাজবাদ্যের রীতিবিশেষ; উচ্চতালসমৃদ্ধ জনপ্রিয় সংগীত
K
সম্পাদনা- keen - আয়ারল্যান্ডে প্রচলিত শোকসংগীত, যা কোনো মৃতের জন্য উচ্চকিত কান্নার সুরে গাওয়া হয়।
- keen (verb) - শোকসংগীত গাওয়া
- key - সুরের স্কেল, স্বরগ্রাম
- high key - উচ্চগ্রাম
- low key - নিম্নগ্রাম
- kwela - দক্ষিণ আফ্রিকার জাজ সংগীতবিশেষ
- Keyboard -
L
সম্পাদনা- la - সংগীতের স্বরগ্রামের ষষ্ঠ স্বর ‘ধা’
- lament - শোকগাথা, শোকসংগীত
- largo - ধীরলয়ে গীত সংগীত; (সংগীত পরিবেশন) ধীরলয়ে।
- leitmotive, লেইত্মতিফ - ধ্রুবপদ, সম্পৃক্ত রাগ, অপেরা বা সংগীতপ্রধান নাটকে কোনো ব্যক্তি, অবস্থা বা ভাবের সঙ্গে সম্পৃক্ত রাগ বা রাগিণী যা ঐ ব্যক্তি মঞ্চে আবির্ভূত হলে অথবা ঐ ভাব বা অবস্থার সৃষ্টি হলে বাজানো হয়।
- lento - (সংগীত নির্দেশনা) আস্তে আস্তে; ঢিমা লয়ে।
- light - গভীর ভাবপূর্ণ নয় এমন
- litany - খ্রিষ্টান পুরোহিতের কণ্ঠে গীত বিশেষ ধরনের প্রার্থনাসংগীত।
- the Litany - ইংল্যান্ডের গির্জাসমূহের সাধারণ প্রার্থনাগ্রন্থে অন্তর্ভুক্ত সংগীত।
- love-song - প্রেমসংগীত; প্রেমের গান।
- low-pitched - স্বরগ্রামে নিচু।
- Layered - স্তরিত
- Legato - পরস্পর সংযুক্ত
- Leitmotif -
- Leslie speaker - লেসলি স্পিকার
- Lip trills - ঠোঁট কাঁপানো, ওষ্ঠকম্পন
- Loop - ফাঁস
M
সম্পাদনা- madrigal - যন্ত্রসংগীতবিহীন সমবেত কণ্ঠসংগীত।
- maestro - প্রখ্যাত সুরস্রষ্টা; ওস্তাদ বা সংগীত পরিচালক।
- mainstream - প্রচলিত এবং আধুনিকের মাঝামাঝি জাজ সংগীতের স্টাইল।
- major scale - ‘কি-নোট’ এবং ‘থার্ড-নোটে’র মধ্যবর্তী দুটি পূর্ণস্বরবিশিষ্ট স্কেল
- Marseillaise - ফরাসি জাতীয় সংগীত।
- matins - ইংল্যান্ডের গির্জায় (Church of England) প্রভাত প্রার্থনাসংগীত
- mazurka -পোল্যান্ডের উচ্ছল নৃত্য বা ঐ নৃত্যের সংগীত (চার বা আট জোড়ার জন্য)।
- measure - সংগীতের তাল।
- mellifluous - সুমধুর; সুললিত।
- melody - সুমিষ্ট গীত; সুস্বর; সুতান; (২) সংগীত; গান; সুর (৩) সুরেলা ধ্বনি।
- metronome - তাল নির্দেশ করার যন্ত্রবিশেষ, যাতে একটি পেনডিউলাম প্রতি মিনিটে নির্দিষ্টসংখ্যক বার শব্দ করার মাধ্যমে তাল সৃষ্টি করে।
- mezzo - (সংগীত নির্দেশনা) মাঝারিরকম; আধা
- mezzo forte - মাঝারিরকমের উচ্চৈঃস্বরে।
- mezzo-soprano - মাঝারি আওয়াজ; মাঝারি আওয়াজবিশিষ্ট ব্যক্তি।
- mi, me - সংগীতে অষ্টকের তৃতীয় স্বর বা স্বরলিপি।
- minim - এক মণ্ডলের (semibreve দ্রষ্টব্য) অর্ধেক স্থায়িত্বসূচক সংকেত;
- minor third- তিনটি অর্ধস্বরের (semi-tones) ব্যবধান
- minor key - ক্ষুদ্র গ্রাম।
- minuet - (১৭ শতক থেকে প্রচলিত) ধীর লয়ের লীলায়িত যুগলনৃত্যের জন্য সংগীত।
- mode - বৃহৎ বা ক্ষুদ্র গ্রাম: the major and the minor modes.
- modulate - গ্রাম পরিবর্তন করা।
- modulate from/to - এক গ্রাম থেকে অন্য গ্রামে পরিবর্তন করা।
- modulation - ধ্বনির পরদা বা উচ্চতা পরিবর্তন।
- molto - (সংগীতের নির্দেশ) অত্যন্ত
- molto espressive - অত্যন্ত অভিব্যক্তিময়।
- motif - সংগীতের মূল সুর যা শিল্পী বা সুরস্রষ্টার হাতে পূর্ণতা পায় এবং প্রায়ই পুনরাবর্তিত হয়; মূল/স্থায়ী ভাব বা সুর।
- muses -(গ্রিকপুরাণ) কাব্য, সংগীত, নৃত্য, ইতিহাস ও অন্যান্য বিদ্যার সংরক্ষয়িত্রী ও উৎসাহদাত্রী জিউসকন্যা নয় দেবী।
- music - সংগীত; গীতবাদ্য
- music lesson - সংগীতপাঠ
- music teacher - সংগীতশিক্ষক
- set/put something to music (কবিতা ইত্যাদিতে) সুর সংযোজন করা।
- music-hall - রঙ্গালয়; রঙ্গশালা।
- music-stand - মুদ্রিত স্বরলিপি ধরে রাখার জন্য (সাধারণত ভাঁজ করা যায় এমন) হালকা কাঠামো; সংগীতপীঠিকা।
- music-stool - পিয়ানো বাজানোর সময়ে ব্যবহৃত (সাধারণত উচ্চতা মিলিয়ে নেওয়া যায় এমন) হেলানবিহীন আসন; বাজনার টুল।
- musical - সাংগীতিক; সংগীতধর্মী; সংগীতপ্রিয়; সংগীতামোদী; সুরেলা
- musical-box - খুললেই একটা সুর ঝংকৃত হয়ে ওঠে এমন যান্ত্রিক কৌশলযুক্ত বাক্স; বাদ্যবাক্স।
- musical chairs - সাংগীতিক আসন (খেলা)।
- musical comedy - নৃত্যগীত প্রধান হালকা সরস নাটক; সংগীতনাট্য।
- musical comedy (২) - যে ছায়াছবিতে গান একটি অপরিহার্য অঙ্গ; গীতিপ্রধান চলচ্চিত্র।
- musically - সাংগীতিকভাবে।
- Musician - সংগীতবিশারদ; সুরস্রষ্টা; সুরকার।
- musicianship - সংগীতনৈপুণ্য।
- Major -
- Major 3rd -
- Major 6th -
- Major 7th -
- Marcato -
- Melisma -
- Melismatic -
- Melody -
- Meno mosso -
- Metre -
- Mezzo forte -
- Mezzo piano -
- Microtone -
- Middle 8 -
- Minim -
- Minimalism -
- Minor -
- Minuet and Trio -
- Modal -
- Moderato -
- Moderato/Andante -
- Modulation -
- Modulation to the Dominant and Relative Major/Minor -
- Molto rit -
- Monophonic -
- Mordent -
- Motif -
- Musical Styles -
- Musical Theatre/Musical -
- Muted -
N
সম্পাদনা- national anthem - জাতীয় সংগীত।
- normal - কড়িও নয়; কোমলও নয়; স্বাভাবিক। ২) স্বাভাবিক সুর, যে সুর কড়িও নয় কোমলও নয় ৩) সাংকেতিক স্বরলিপিতে কোনো সুরের আগে চিহ্ন (স্বাভাবিক সুরনির্দেশক)।
- nocturne - কোমল; স্বপ্নিল সংগীতাংশ।
- note - (সংগীতের একক) সুর; স্বরলিপিতে সুরের সংকেত; পিয়ানো; হারমোনিয়াম ইত্যাদি যন্ত্রের একেকটি ঘাট।
O
সম্পাদনা- octave - যে স্বরের অবস্থান কোনো প্রদত্ত স্বরের ছয় পূর্ণ স্বর উপরে বা ছয় পূর্ণ স্বর নিচে, (দুটি অকটেভের মধ্যবর্তী) পাঁচটি পূর্ণ স্বর ও দুটি অর্ধ-স্বরের ব্যবধান
- octet, octette - আটজনে মিলে গাওয়ার বা বাজানোর জন্য রচিত সংগীত
- oeuvre - সংগীতকর্ম
- oratorio - একক ও সমবেত কণ্ঠ এবং অর্কেস্ট্রার জন্য রচিত ধর্মীয় বিষয়ভিত্তিক সংগীত এরূপ সঙ্গীতসমগ্র
- overtone - প্রধান স্বর অপেক্ষা ক্ষীণভাবে শ্রুত উচ্চতর স্বর, অতিস্বর
- overture - অপেরা শুরুর পূর্বে বাদ্যযন্ত্রে পরিবেশিত সাংগীতিক মুখবন্ধ বা যন্ত্রসংগীত, কনসার্টে পরিবেশিত যন্ত্রসাংগীতিক।
- Oboe -
- Octave -
- Off-beat -
- On the beat -
- Orchestra -
- Organ -
- Ornamentation -
- Ostinato -
- Outro -
P
সম্পাদনা- paean, pean - বন্দনাগান; বিজয়সংগীত
- part - সংগীতাংশ
- part-singing, part-song - তিন বা ততোধিক কণ্ঠে তিন বা ততোধিক অংশে গাওয়া (গান)
- pastiche - বিভিন্ন উৎস থেকে উপাদান সংগ্রহ করে রচিত সংগীত; পাঁচমিশালি সংগীত বা গান
- pause - চিহ্ন (∩ বা ∪) যে চিহ্নের দ্বারা কোনো স্বর বিলম্বিত করার নির্দেশ দেওয়া হয়
- pavilion - সংগীতানুষ্ঠানের জন্য তৈরি সুসজ্জিত ভবন
- perform - সংগীত পরিবেশন করা
- phrase - সংগীতের বড় অনুচ্ছেদের অংশবিশেষ হিসেবে সংক্ষিপ্ত পৃথক অনুচ্ছেদ, (সাঙ্গীতিক) অনুচ্ছেদ
- piano - কোমল
- piano (2) - পিয়ানো; সংগীতের যন্ত্র, যা ধাতব তারের সঙ্গে বাঁধা ক্ষুদ্রাকৃতি হাতুড়ির আঘাতে বাজানো হয়
- cottage piano - ছোট খাড়াই আকারের পিয়ানো
- grand piano - যে পিয়ানোতে অনুভূমিক তার যুক্ত থাকে
- upright piano - যে পিয়ানোতে খাড়াই তার যুক্ত থাকে
- pianist - পিয়ানোবাদক
- pianoforte - পিয়ানোর আনুষ্ঠানিক ও পূর্ণনাম
- pianola - যান্ত্রিক পিয়ানো
- pianissimo - অতি কোমল
- piece - একক সৃষ্টি (সংগীত)
- piece (2) - কোনো বাদ্যযন্ত্রের বাজনদার: a twelve piece pop group
- pitch - উচ্চগ্রাম বা লঘুগ্রাম; শব্দের বৈশিষ্ট্য।
- pitch (2)- কোনো নির্দিষ্ট স্বরগ্রামে সুর বাঁধা
- pizzicato (বেহালা ইত্যাদির ছড় ব্যবহার না-করে) তারে মৃদু আঘাত দিয়ে (বাজানো), তারটানা, তার টেনে
- plain-song/chant - অ্যাংলিকান বা রোমান ক্যাথলিক গির্জার উপাসনা-অনুষ্ঠানে বহুকণ্ঠে গীত ঐকতানসংগীত; সমবেত কণ্ঠের গান/গীত
- play - (বাদ্যযন্ত্র) বাজানো; (বাজনা) বাজানো; (রেকর্ডপ্লেয়ার, টেপরেকর্ডার ইত্যাদি) বাজানো
- play something back - সংগীত ধারণ করার পর পুনরায় বাজানো
- play-back (noun) - টেপরেকর্ডারে ধারণকৃত কথা, সুর ইত্যাদি পুনরায় বাজানোর জন্য যান্ত্রিক কৌশল; পুনর্বাদন।
- polka - (পূর্ব ইউরোপে উদ্ভূত) দ্রুত তালের নাচের সহগামী সংগীত; পলকা।
- polyphony - একই সময়ে একাধিক স্বয়ংসম্পূর্ণ সুরের সমবায়; উক্ত রীতিতে সংগীত রচনা; বহুস্বরতা।
- pop/pop music - লোকপ্রিয় সংগীত, জনপ্রিয় সংগীত, গণসংগীত, জনপ্রিয় গান
- pop concert - গণসংগীতের অনুষ্ঠান।
- pop festival জনপ্রিয় গায়ক ও বাদকদের গানবাজনা শোনার জন্য সাধারণত ঘরের বাইরে মানুষের সমাবেশ; গণসংগীতোৎসব।
- top of the pops - একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সব রেকর্ড ইত্যাদি (বিক্রয়সংখ্যার বিচারে) সর্বাধিক জনপ্রিয়।
- portamento - এক সুর থেকে অন্য সুরে অনবরত গড়িয়ে চলা; মিড়; গমক।
- prelude - বহু অংশে বিভক্ত সাংগীতিক রচনার প্রারম্ভিক বাদ্যতরঙ্গ; পূর্বরঙ্গ; প্রস্তাবনা
- prestissimo - (ইতালীয় সংগীত) অতি দ্রুত, অতি দ্রুতলয়ে, যথাসত্বর
- presto - (ইতালীয় সংগীত) দ্রুত, দ্রুতলয়ে
- programme - সংগীতানুষ্ঠানের বিষয়সূচি, গীতিনাট্যে গায়ক-গায়িকা প্রভৃতির নামের তালিকা, অনুষ্ঠানসূচি, ক্রমপত্র
- programme music - সুরের ব্যঞ্জনায় শ্রোতাদের মনে কোনো পূর্বজ্ঞাত কাহিনী, চিত্র ইত্যাদির ভাব জাগায়, এমনভাবে পরিকল্পিত সংগীতবিশেষ, অনুক্রমসংগীত
- programme note - অনুষ্ঠানসূচিতে সংগীতকর্ম, গায়ক, বাদক প্রভৃতির সংক্ষিপ্ত বিবরণ, আনুক্রমিক টীকা
- prom - নিরাসন সংগীতানুষ্ঠান
- promenade concert - যে সংগীতানুষ্ঠানে সংগীতশালার কিছু কিছু অংশ আসনবিহীন থাকে এবং শ্রোতারা সেখানে দাঁড়িয়ে সংগীত উপভোগ করেন, নিরাসন সংগীতানুষ্ঠান
- punk rock - ( ১৯৭০- এর দশকের শেষভাগে) প্রচণ্ড আওয়াজের, দ্রুতলয়ের রকসংগীত
- punk - সত্তরের দশকের রকসংগীতের ভক্ত (অদ্ভুত সাজপোশাক ও কিম্ভূত মুখচ্ছবি যাদের)
- pure - শুদ্ধ
- pure note - শুদ্ধ স্বর
- Panning -
- Passing notes -
- Pause -
- Pedal -
- Pentatonic -
- Percussion -
- Perfect 4th -
- Perfect 5th -
- Perfect cadence -
- Performance techniques/Articulation -
- Phasing -
- Phrasing (regular and irregular) -
- Pianissimo -
- pianississimo -
- Piano -
- Pitch bend -
- Pizzicato -
- Plagal cadence -
- Plucked -
- Poco rit. -
- Polyphonic -
- Polyrhythm -
- Pop -
- Pop/rock group -
- Portamento -
- Power chords -
- Presto -
- Primary chords -
Q
সম্পাদনা- quartet - চারজন গায়কের দ্বারা গীত গান
- quartet, string - দুটি বেহালা (একটি ভায়োলা এবং একটি চেল্লো) দ্বারা বাজানো হয় এমন সংগীত
- quaver (১) - কম্পিতকণ্ঠে গান করা
- quaver (২) - সংগীতে সুরের কম্পনমাত্রা
- quintet - পাঁচজনের দলীয় সংগীত; পাঁচটি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় এমন সংগীত।
R
সম্পাদনা- raga - ভারতীয় উচ্চাঙ্গ সংগীতে স্বরবিন্যাসের ধরন; রাগ; রাগিণী
- recital - (এক ব্যক্তি বা ক্ষুদ্র দল কর্তৃক কিংবা একই সুরস্রষ্টার) সংগীত পরিবেশনা
- recording - (টেলিভিশন সম্প্রচারে এবং রেকর্ড প্লেয়ার ইত্যাদিতে) ধারণকৃত সংগীত
- reel - সাধারণত দুটি যুগলের জন্য প্রাণবন্ত স্কটিশ নৃত্যবিশেষ এবং ঐ নাচের সংগীত
- reggae - পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দ্রুত তালের নৃত্য ও সংগীতবিশেষ।
- rehearse - (১) সংগীত জনসমক্ষে উপস্থাপনার পূর্বে অনুশীলন করা; মহড়া/আখড়াই দেওয়া
- rehearsal - মহড়া; আখড়াই।
- render - সংগীত পরিবেশন করা
- repeat - পুনরাবৃত্তির সংকেত চিহ্ন
- repertoire - সংগীতশিল্পী প্রমুখের সংগ্রহে আছে এমন সব গান
- requiem - মৃত ব্যক্তির আত্মার সদ্গতির উদ্দেশ্যে নিবেদিত প্রার্থনা (সংগীত)।
- rest - নীরবতা (সংকেত)
- reverie - কল্পসংগীত।
- rhapsody - অপ্রচলিত আঙ্গিকে সুরসৃষ্টি
- rogation - খ্রিস্টের স্বর্গারোহণ দিবসের আগের তিনদিন সাধুদের গাওয়া প্রার্থনাসংগীত।
- round - দলীয় সংগীতবিশেষ, যেখানে দ্বিতীয় ব্যক্তি প্রথম লাইন এবং প্রথম ব্যক্তি দ্বিতীয় লাইন ইত্যাদি নিয়মে গায়।
- run - গ্রামের ধারাবাহিকতায় দ্রুত লয়ে গীত বা বাদিত সুরপরম্পরা।
- Rallentando -
- Range -
- Rap -
- Reggae -
- Regular -
- Repetition -
- Reverb -
- Rhythm -
- Rhythm section -
- Riff -
- Rim shot -
- Ritardando/Rallentando -
- Rock -
- Rock rhythms -
- Romantic -
- Rondo - যে গানে মূল পদটি বারবার ফিরে আসে।
- Round -
- Rubato -
S
সম্পাদনা- samba - ব্রাজিলে উদ্ভূত নৃত্যবিশেষ, যাতে অনেকে মিলে নাচঘর, মঞ্চ, স্টেডিয়াম, সড়ক বা উন্মুক্ত চত্বরে নাচতে পারে; ঐ নৃত্যের সহগামী সংগীত; সাম্বা।
- scale - পিচের ক্রমানুসারে বিন্যস্ত সুরপরম্পরা; গ্রাম।
- scherzo - (ইতালীয়) সংগীতে প্রাণবন্ত জোরালো অংশ; চটুল প্রাণবন্ত সংগীত।
- score - ঐকতান সংগীতের স্বরলিপির অনুলিপি, যাতে কোনো যন্ত্র কি বাজারে, কোনো কণ্ঠ কী গাইবে তা নির্দেশ করা থাকে; স্বরলিপি।
- score (v) - ঐকতান সংগীতের জন্য রচনা করা; যন্ত্র বা কণ্ঠের জন্য সংগীতের অংশসমূহ প্রণয়ন করা
- scored for violin - বেহালার জন্য রচিত/প্রণীত।
- season-ticket - যে টিকিট মালিককে একটি নির্দিষ্ট সময়পরিসরের মধ্যে কোনো বিনোদনস্থানে যেমন সংগীতশালায়) (টিকিটে উল্লিখিত অনুষ্ঠানসমূহ উপভোগ করার জন্য) যতবার খুশি প্রবেশ করার অধিকার দেয়; মৌসুমি টিকিট।
- semitone - পাশ্চাত্য সংগীতে দুটি সুরের মধ্যে ক্ষুদ্রতম ব্যবধান; অর্ধান্তর।
- septet - সাতটি কণ্ঠ বা বাদ্যযন্ত্রের সমষ্টি; সাতটি কণ্ঠ বা বাদ্যযন্ত্রের জন্য রচিত সংগীত; সপ্তস্বরা।
- serenade - রাতে ঘরের বাইরে বাজানোর বা গাওয়ার জন্য রচিত সংগীতবিশেষ; সেরেনাদ।
- serenade (verb) - সেরেনাদ গাওয়া বা বাজানো।
- set - সুর সংযোজন করা
- sextet, sextette - ছয়টি কণ্ঠ; যন্ত্র বা বাদকের সমন্বয়ে ছয়টি কণ্ঠ বা যন্ত্রের জন্য রচিত সংগীত; ষড়ঙ্গক।
- sharp - (সংগীত) স্বাভাবিক উচ্চতার উপরে; তীব্র;
- sharp - (সুর) কড়ি
- sharp - কড়ি সুর; কড়ি সুরের প্রতীক '#'
- sharp (adv) (সংগীত) স্বাভাবিক উচ্চতার উপরে; উচ্চসুরে: sing sharp.
- sidedrum - জ্যাজ সংগীত বা মিলিটারি বাজনায় ব্যবহৃত ছোট দুই-মাথা ড্রাম (শুরুতে ঢাকির পাশে ঝোলানো থাকতো)
- sing flat - একঘেয়ে/একটানাভাবে গাওয়া
- key signature - (সংগীত) স্বর পরিবর্তনের নিদর্শন।
- sitar - ভারতীয় বাদ্যযন্ত্রবিশেষ; সেতার।
- skiffle - জ্যাজ ও লোকসংগীতের মিশ্রণ, এতে তাৎক্ষণিকভাবে উদ্ভাবিত বাদ্যযন্ত্র ও গিটার বা বেঞ্জো হাতে একজন গায়ক থাকে।
- skiffle-group - জ্যাজ ও লোকসংগীতের মিশ্রণ গানের সংগীতদল।
- slur - বিরতিহীনভাবে গাওয়া বা বাজানো।
- slur - দুই বা ততোধিক স্বর একবারে অর্থাৎ একমাত্রা হিসেবে গাইতে বা বাজাতে হবে- এই নির্দেশসূচক ∩ অথবা ∪ চিহ্ন।
- solo - একক সংগীত
- soloist - একক সংগীত পরিবেশনকারী ব্যক্তি।
- sonata - এককভাবে পিয়ানো কিংবা যৌথভাবে পিয়ানো ও বেহালার জন্য রচিত এবং তিন বা চার পর্যায়বিশিষ্ট যন্ত্রসংগীত।
- song - গায়ন; কণ্ঠসংগীত; সুরারোপিত ছোট কবিতা, গান
- songbird - গায়কপাখি
- song-book - গানের বই।
- songster - গায়ক; গায়কপাখি।
- songstress - গায়িকা।
- soul music - নৃত্যের জন্য জোরালো তালবিশিষ্ট আধুনিক আফ্রো-আমেরিকান সংগীত।
- soprano - উচ্চগ্রাম বা উচ্চসপ্তক বা তারায় বাঁধা মহিলা, বালিকা ও বালককণ্ঠ, এ রকম কণ্ঠের অধিকারী (মহিলা, বালিকা বা বালক)
- music of the spheres - (পুরাণ) সতত সঞ্চরমাণ গ্রহনক্ষত্রের সৃষ্ট মানুষের অশ্রুত সংগীত; দিব্য-সংগীত।
- spiritual - যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের গাওয়া ধর্মীয় সংগীত।
- staff - স্বরলিপির পঙ্ক্তি বা সারি, পাঁচটি সমান্তরাল পঙ্ক্তির স্তবক
- Star-Spangled Banner - যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা বা জাতীয় সংগীত।
- staccato - (সংগীত পরিচালনায়) পৃথকভাবে উচ্চারিত ধ্বনি বা অনুরূপ ধ্বনি পরিবেশনপূর্বক; অনুরূপভাবে ধ্বনিত করে।
- stave - বাদ্যযন্ত্রের সুরের পরদার চাবি
- steel band - (ত্রিনিদাদ থেকে উদ্ভূত) সংগীতবাদকদল, যারা ফাঁকা তেলের পিপার সাহায্যে সংগীত পরিবেশন করে।
- stomp - জোরালো বিটের নাচের উপযোগী জ্যাজ সংগীত।
- stop - বেহালার সঠিক ছড় স্পর্শ করে অথবা বাঁশির সঠিক ছিদ্র নিয়ন্ত্রণ করে প্রার্থিত সুর বাজানো
- strain - সংগীত; গান; সমিল কবিতা; সুরের অংশবিশেষ
- the strings তারযুক্ত বাদ্যযন্ত্রসমূহ; ততযন্ত্র।
- string orchestra/band - কেবল তারযুক্ত যন্ত্রের সমবায়ে গঠিত বাদ্যভাণ্ড; ততবাদ্যভাণ্ড।
- string quartet - চারটি ততযন্ত্র; বাদকচতুষ্টয়; যারা একসঙ্গে বাজনা বাজায়; ঐরূপ বাদকচতুষ্টয়ের জন্য লিখিত সংগীত; ততচতুষ্টয়।
- study - প্রযুক্তিগত অনুশীলনরূপে বাজানো সংগীতাংশ; অনুশীলন (-সংগীত)।
- subject - মূলসুর; ধ্রুবপদ।
- subscription concert - যে সংগীতানুষ্ঠানের সব আসনের জন্য আগাম প্রবেশমূল্য আগেই গ্রহণ করা হয়; চাঁদার বিনিময়ে সংগীতানুষ্ঠান।
- suite - বাদ্যভাণ্ডের জন্য তিন বা ততোধিক পরস্পরসম্পৃক্ত অংশের সমন্বয়ে রচিত সংগীত; সুরধারা।
- swan-song - (মুমূর্ষু রাজহংস মধুর কণ্ঠে গান পায় এই প্রাচীন বিশ্বাস থেকে) কবি, সংগীতজ্ঞ প্রভৃতির মৃত্যুর আগে শেষ উপস্থিতি, অনুষ্ঠান, শিল্পকর্ম ইত্যাদি; অন্তিম গীত।
- go with a swing - ছন্দোময়/নৃত্যময়/হিন্দোলিত হওয়া।
- swing (music) - (১৯৩০ এর দশকে) জ্যাজ বাদ্যভাণ্ড (সাধারণত বড় ব্যান্ডবাদকদের দ্বারা পরিবেশিত হতো)।
- symphony - (সাধারণত খুব বড়) অর্কেস্ট্রার উপযোগী সাধারণত তিন বা চার অংশে ( এই অংশগুলোর নাম 'movement' বা তরঙ্গ) বিভক্ত (দীর্ঘ ও বড় মাপের) সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত; ঐকতান-বাদনবিশেষ; সিম্ফনি।
- symphonic - ঐকতান সংগীত সম্বন্ধীয়।
- syncopate - তাল বদলানো; স্বাভাবিক ঘাত বা ঝোঁকের স্থান পাল্টানো।
- syncopation - তাল পরিবর্তন।
- syrupy - অত্যধিক মধুর
- Sample -
- Sarangi -
- Saxophone -
- Scalic -
- Scalic (ascending/descending) -
- Scalic (ascending/descending) Low pitch -
- Scat -
- Scotch Snap -
- Secondary chords -
- Segue -
- Semibreve -
- Semiquaver -
- Semitone -
- Sequence -
- Sextuplets -
- Sforzando -
- Shuffle beat -
- Simple Time -
- Simple time (2/4, 3/4, 4/4) -
- Sitar -
- Slap bass -
- Slurred -
- Snare drum -
- Solo -
- Sonority -
- Soprano -
- Soul -
- spiritoso - স্ফূর্তির সাথে, সতেজে
- Stab chords -
- Staccato -
- Stepwise -
- String quartet -
- Strings -
- Strophic -
- Structure -
- Subdominant -
- Sustained -
- Swardmandal -
- Swing rhythms -
- Swung Rhythms -
- Syllabic -
- Syncopation -
- Synthesized/electronic -
T
সম্পাদনা- Tabla - তবলা
- Tala - তাল
- Tambura - তানপুরা
- tango - উচ্চণ্ড তালবিশিষ্ট দক্ষিণ আমেরিকার নৃত্যের উপযোগী সংগীত।
- Tanto - ততটুকু, খুব বেশি
- tarantella - দ্রুত লয়ের ইতালীয় যুগল নাচের জন্য সংগীত।
- Te Deum - লাতিন ধর্মসংগীত যার শুরু এভাবে- Te Deum Laudamus (আমরা তোমার স্তুতি করি প্রভু!)।
- tempo - লয়।
- Tempo primo - আদি লয়
- Teneramente - স্নেহের সাথে
- tenor - (পুরুষের) চড়া সুর; সপ্তম সুর।
- Tenor clef - উচ্চ পরদানির্দেশক, সি পরদানির্দেশক
- Tenuto (ten.) - বজায় রাখা, অব্যাহত রাখা, ধরে রাখা
- Ternary - ত্রয়াত্মক
- Ternary form - ত্রয়াত্মক রূপ
- Terraced dynamics -
- Tertian harmony -
- Tessitura -
- Texture - বুনট
- Thematic -
- Theme -
- Theme and variations -
- Theory -
- Third -
- Through-composed -
- Ti -
- tie - একই ওজনের দুটি সুরের একটি সুর হিসেবে গেয় বা বাদ্য হলে স্বরলিপিতে সুর দুটির শীর্ষদেশে যে বক্ররেখা স্থাপিত হয়; যোজক।
- Tierce de Picardie -
- Timbales -
- timbre - বিশেষ কণ্ঠ বা যন্ত্র থেকে উৎপন্ন ধ্বনির বৈশিষ্ট্যজ্ঞাপক গুণ; ধ্বনিমুদ্রা।
- time - তাল
- Time signature -
- Timpani -
- tin pan alley - (গোষ্ঠী হিসেবে) লোকরঞ্জক সংগীতের রচয়িতা, বাদক ও প্রকাশকগণ।
- toccata - (সংগীত) অরগ্যান, পিয়ানো প্রভৃতি চাবিওয়ালা যন্ত্রে বাজানোর জন্য মুক্তশৈলীর সাংগীতিক রচনা, যার উদ্দেশ্যে পরিবেশনকারীর নৈপুণ্যপ্রদর্শন; টকাটা।
- tonal - স্বর, স্বন বা সুরসংক্রান্ত।
- tonality - সুরবৈশিষ্ট্য, সুরেলা ভাব
- tone - নির্দিষ্ট গ্রামে বাঁধা ধ্বনি
- Tone clusters -
- Tone/ Major 2nd -
- tone-poem - কবিতা বা লোককাহিনীর ভাবভিত্তিক সংগীত।
- Tongued -
- Tonguing -
- tonic - প্রধান সুর
- tonic sofa - স্বরগ্রাম, যেমন সোল্ ফা, দোউ (তুলনীয় সা, রে, গা, মা)
- Tono -
- torch singer - আবেগপ্রবণ প্রেমসংগীত গায়িকা।
- Tosto -
- Tranquillo -
- Transition -
- transpose - স্বর পরিবর্তন করানো
- Transposition -
- Tre -
- treble - সংগীতে ‘তারা’ অংশ।
- Treble clef -
- tremolo - গানে কণ্ঠস্বর কাঁপিয়ে মাধুর্য সৃষ্টি, মিড়ের কাজ
- Triad - ত্রিস্বর
- Triadic - ত্রিস্বরী
- Trill (tr) - একটি পূর্ণান্তর (tone) বা একটি অর্ধান্তরের ব্যবধানে দুটি সুরের পর্যায়নুবৃত্তি; কম্পন।
- trill (verb) - (সংগীতের সুর) কম্পনসহ গাওয়া বা বাজানো
- trio - ত্রয়ী; তিনজন গায়ক বা বাদকের দল এবং ঐরূপের দলের জন্য রচিত সংগীত।
- Triple meter -
- triple time - ত্রিমাত্রিক তাল
- Triplet - ত্রয়ী, ত্রেতা, ত্রৈত
- Trombone - ট্রম্বোন
- Troppo -
- Trumpet - তূর্য, তুরী
- Tuba -
- Tumbi -
- Turn -
- Tutti -
- Twelve-tone technique -
U
সম্পাদনা- Un peu - অল্প একটু
- Una corda - একতার বাদন, কোমল প্যাডেলে বাদন
- unaccompanied - বাদ্যসংগীতহীন।
- Unison - সমস্বর
- upbeat - বিশেষত পদের (bar দ্রষ্টব্য) শেষে প্রস্বনহীন যাত্রা।
- ustad - ওস্তাদ, সংগীতে পারদর্শী ব্যক্তি।
V
সম্পাদনা- value - (সংগীতের স্বরলিপিতে কালজ্ঞাপক সংকেতের দ্বারা নির্দেশিত) সময়/মূল্য
- value, full - পূর্ণ মূল্য, পূর্ণ সময়
- variation - কোনো সহজ সুরের ভিন্নতর (এবং সাধারণত জটিলতর) রূপে পুনরাবৃত্তি, রূপভেদ, প্রকারভেদ
- Varispeeding -
- Verse - গানের স্তবক
- vibraphone - জাইলাফোন সদৃশ বাদ্যযন্ত্র; তবে এর দণ্ডগুলো কাঠের স্থলে ধাতুনির্মিত হয় এবং এতে বৈদ্যুতিক অনুনাদকের (resonator) সাহায্যে স্বর প্রলম্বিত করা হয়।
- vibrato - গানে এবং তবলা-বেহালা-সেতার-বাঁশি-অরগ্যান প্রভৃতি বাদনে তিগ্মতার (pitch) সূক্ষ্ম ও দ্রুত পরিবর্তনসহ কম্পন বা স্পন্দনের অনুভাব, কম্পন।
- Viola - ভিওলা, বড় বেহালা
- Violin - বেহালা
- Virtuoso - কোবিদ
- vivace - প্রাণবন্তভাবে
- Vivo - প্রাণবন্তভাবে
- vocal (adjective) - কণ্ঠসম্বন্ধীয়; কণ্ঠের দ্বারা বা জন্য; কণ্ঠা
- vocal cords - স্বরতন্ত্রী
- vocal music - কণ্ঠসংগীত
- vocal score - (অপেরা ইত্যাদিতে) কণ্ঠসংগীতাংশের পূর্ণাঙ্গ স্বরলিপি
- vocalist - কণ্ঠশিল্পী
- vocalize, vocalise - গাওয়া
- Volti subito - দ্রুত পাতা উল্টাও
W
সম্পাদনা- Walking bass - পদচারী খাদসুর
- Waltz - পাশ্চাত্যের এক ধরনের নাচে ব্যবহৃত বাদ্যসংগীত
- wand - সংগীত নির্দেশনার জন্য অর্কেস্ট্রা বা বাদকদল পরিচালকের ব্যবহৃত ছোট সরু লাঠি
- Welsh folk - ওয়েলশ লোকসংগীত
- Western Classical Tradition - পশ্চিমা ধ্রুপদী ঐতিহ্য
- Whole note - পূর্ণস্বর; লিখিত আকারে প্রচলিত দীর্ঘতম সাংগীতিক স্বর।
- Whole rest - পূর্ণ নীরবতা
- Wind instrument - বায়ুচালিত বাদ্যযন্ত্র
- Wind instrument family - বায়ুচালিত বাদ্যযন্ত্র পরিবার
- Woodwind instrument - কাঠের বায়ুচালিত বাদ্যযন্ত্র, কাঠের বাঁশি
- Woodwind family - কাঠের বায়ুচালিত বাদ্যযন্ত্র পরিবার
- Word painting - শব্দচিত্রণ
X
সম্পাদনা- Xylophone -
Y
সম্পাদনানেই
Z
সম্পাদনানেই
উৎসপঞ্জি
সম্পাদনা- বাংলা একাডেমি ইংরেজি-বাংলা অভিধান। ঢাকা।