উইকিপিডিয়া:ফাইল অপসারণ/2020 জানুয়ারি 10

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


কপিরাইট লঙ্ঘন হিসেবে ব্যবহারকারী:NahidSultan কর্তৃক অপসারিত হয়েছে। চিত্রের নাম এখানে ছিল না, তাই ব্যবহারকারী:ZI Jony অসম্পূর্ণ মনে করেছিলেন, কিন্তু পরে ব্যবহারকারী:আফতাবুজ্জামান তা যোগ করেন। তাই এবিষয়ে আর আলোচনার প্রয়োজন নেই মনে করি — Ahmad ০৮:০৬, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


চিত্র:মৃদুলা নায়িকা.jpg সম্পাদনা

ছবিটি দেখে নিশ্চিতভাবে মনে হচ্ছে এটি আপলোডকারীর সরাসরি নিজে তোলেননি। অন্য কারো তোলা ছবির পুনরায় ছবি তুলে সেটা আপলোড করেছেন। বাংলাদেশে প্রচলিত ২০০০ সালের কপিরাইট আইন অনুসারে কোন আলোকচিত্রের ক্ষেত্রে এটি প্রকাশিত হওয়ার ৬০ বছর পর্যন্ত কপিরাইট আইন কার্যকর থাকে। ছবিটি দেখে মনে হচ্ছে এর কপিরাইটের মেয়াদ শেষ হয়নি। এজন্য চিত্রটি মুক্ত নয় এবং আপলোডকারী এই চিত্রটি থেকে তোলা ছবিও তার নিজের বলে আপলোড করতে পারেন না। তাই চিত্রটি অপসারণযোগ্য।~ইসমাইল (আলাপ) ১৩:০২, ১০ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@মোহাম্মাদ ইসমাইল: আপনার অনুরোধ অসম্পূর্ণ, অনুগ্রহ করে এটি সম্পূর্ণ করুন। জনি (আলাপ) ১৮:৪১, ১২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: চিত্রটি অপসারণ করা হয়েছে।~ইসমাইল (আলাপ) ০৫:০৭, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@মোহাম্মাদ ইসমাইল: এটি মুছে ফেলা হয়েছে তাই বলে অনুরোধ সম্পূর্ণ করতে হবেনা তা নয়, আপনাকে যথাযথ প্রমাণ সহ সঠিকভাবে অনুরোধ পূরণ করতে হবে কারন এটি উইকিপিডিয়ার দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। অনুগ্রহ করে অনুরোধটি সম্পূর্ণ করুন। ধন্যবাদ! জনি (আলাপ) ০৫:৪৫, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony:আমি পুর্বেই আমার যুক্তি দিখিয়ে অপসারণ প্রস্তাব করেছিলাম। তারপরও কিছুর ঘাটতি থাকলে এবং আপনি আরও যুক্তি প্রমাণ উপস্থাপন করতে চাইলে অপসারণ প্রস্তাবনায় সমর্থন করে আপনার মতামত দিন।~ইসমাইল (আলাপ) ০৭:০৬, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আলোচনা সমাপ্ত করা যায়, চিত্র মোছা হয়েছে ইতিমধ্যে। আফতাবুজ্জামান (আলাপ) ০৭:৩৪, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।