উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
নিবন্ধটি দেখুন ও মন্তব্য দিন। প্রস্তাবক: -- একজন মহাপুরুষ (আলাপ) ১৮:০১, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- মন্তব্য
সাহিত্যকর্ম অনুচ্ছেদটি একেবারেই ফাঁকা। ওটা মানসম্মতভাবে বিস্তৃত করা দরকার। এছাড়া সব দিক দিয়েই নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ হবার যোগ্য। আ হ ম সাকিব বার্তা ১৮:১১, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- এই পরিচ্ছেদটিতে হুমায়ূন আহমেদের সাহিত্য ও অন্যান্য সৃষ্টিকর্মের একটি সারমর্মমূলক অনুচ্ছেদ থাকতে পারে। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:১৫, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- তথ্য
@আ হ ম সাকিব: সাহিত্যকর্ম অনুচ্ছেদটি প্রসাশক কর্তৃক খালি করা হয়েছে। একজন মহাপুরুষ (আলাপ) ১৭:০৮, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- @Nafiur14: সেটা উচিৎ কার্যই ছিল। কারণ, অনুচ্ছেদটি মানসম্মত ছিল না। এখানে প্রয়োজন- "বিবরণ" (তালিকা নয়)। ধন্যবাদ! আ হ ম সাকিব বার্তা ১৭:১৬, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- এটি এখনো নির্বাচিত হওয়ার পর্যায়ে নেই। এই নিবন্ধটি নিয়ে আমি বেশ কিছু কাজ করেছি এবং প্রয়োজনীয় তথ্যসূত্রের অভাবে অনেক কিছুই বাদ রয়ে গেছে। আরও বেশ অনেকটা সম্পাদনা প্রয়োজন। সকলেই যদি হাত লাগান তাহলে অচিরেই তা হবে। সাহিত্যকর্ম অনুচ্ছেদটিতে নির্বাচিত কয়েকটি গ্রন্থের উল্লেখ করতে চেয়েছিলাম, কিন্তু করিনি কারণ এতে সম্পাদনা দ্বন্দ্ব শুরু হয়। একেক জন তাদের পঠিত প্রিয় বইয়ের নাম যুক্ত করে থাকেন, সে বইগুলো উল্লেখযোগ্য না হলেও। আর নাফিউর হুমায়ূন আহমেদের বেশ কিছু বইয়ের নিবন্ধ তৈরি করেছেন, সেগুলোসহ অন্যান্য বই ও তার জীবনী-পরম্পরা যোগ করতে হবে। এই কাজগুলো করা হলে নিবন্ধটি নির্বাচিত করা যাবে।--ওয়াকিম (আলাপ) ২০:৪৪, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
@Wakim32: আমি না হয় ৫৫-৬৩ টা বই সম্পর্কিত নিবন্ধ যোগ করব কিন্তু বাকি গুলো তো কাউকে না কাউকে করতে হবে এছাড়া এই ৫০ টা করতেই আমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি চলে আসবে।
তবে আমি মনে এখনই নিবন্ধটি নির্বাচিত থাকতে পারে। একজন মহাপুরুষ (আলাপ) ১৭:৩৩, ২৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)