উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Bodhisattwa
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ১৬; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। --বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪৭, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (১৬/০/০); শেষ হবে: ১৬ মার্চ ২০১৫ ১৯:৩৪ (ইউটিসি)
মনোনয়ন
আমি গত তিন বছর দুই মাস ধরে উইকিপিডিয়া প্রকল্পের সঙ্গে যুক্ত এবং গত দুই বছরের কিছু সময় ধরে নিয়মিত ভাবে বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় ভাবে নিয়মিত অবদান রেখে চলেছি। আমি বাংলা উইকিপিডিয়ায় প্রায় ১২০০টি নিবন্ধ তৈরী করেছি। বাংলা উইকিপিডিয়াতে আমার মোট ১৫৭০০+ সম্পাদনা রয়েছে। সমস্ত উইকিপিডিয়া প্রকল্পে প্রায় ২৬,০০০টি সম্পাদনা রয়েছে। বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ তৈরীর পাশাপাশি, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন, ধ্বংসপ্রবণতা রোধ, নিবন্ধের নিরপেক্ষতা প্রদান ইত্যাদি কাজ করে থাকি। বাংলা উইকি ছাড়াও আমি কমন্স ও উইকিসংকলনেও কাজ করে থাকি। কমন্সে ফাইল আপলোড ছাড়াও ফাইল স্থানান্তরের কাজ করে থাকি। এছাড়া পশ্চিমবঙ্গে আউটরীচের কাজের সঙ্গেও আমি যুক্ত। সম্প্রতি আমি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ছিলাম। এছাড়া অন্যান্য কয়েকটি ভারতীয় ভাষার উইকিপিডিয়ানদের সঙ্গে সমন্বয়ভিত্তিক কাজের সঙ্গে আমি সরাসরি ভাবে যুক্ত রয়েছি। এছাড়া আমি ভারতের একটি শহরে ও দুইটি পাহাড়ে ফটো-ওয়াক ইভেন্টের আয়োজন করেছি। বাংলা উইকিপিডিয়াতে গত তিন মাসে তিনটি অনলাইন এডিটাথনের আয়োজন করেছি।
বাংলা উইকিপিডিয়ায়ায় ব্যবহারকারীর সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে ধ্বংসপ্রবণ সম্পাদনার সংখ্যাও বেড়েছে। প্রশাসকত্বের সরঞ্জামের মাধ্যমে আমি পাতাগুলির সুরক্ষা প্রদান, আরো কার্যকরী ভাবে ধ্বংসপ্রবণ সম্পাদনা রোধ, অনুরোধকৃত পাতা অপসারণ ইত্যাদি কাজগুলি করতে চাই।বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৩৪, ৯ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ: মূলত আমি ধ্বংসপ্রবণতা রোধ, অনুরোধকৃত পাতা অপসারণ, উন্নয়নের প্রয়োজনে কিন্তু সংরক্ষিত রয়েছে এমন পাতার মান উন্নয়ন ইত্যাদি কাজগুলি করতে আগ্রহী। এছাড়া প্রশাসকদের প্রতি অন্যান্য ব্যবহারকরীদের অনুরোধগুলিও সমাধান করার সাধ্যমত চেষ্টা করব।
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: বাংলা উইকিপিডিয়ায় আমি তিব্বত ও তিব্বতী বৌদ্ধধর্মের ইতিহাসের ওপর ৯০০টির কাছাকাছি নিবন্ধ তৈরী করেছি। এছাড়া লাদাখ, পশ্চিমবঙ্গের প্রাচীন কালীমন্দির, পুরুলিয়ার লোকসংস্কৃতি ও পুরাকীর্তির মত কিছু কিছু বিষয়ে নিবন্ধ তৈরী করেছি।
সমর্থন
- শক্ত সমর্থন; এরপূর্বে বোধিসত্ত্বদা কে আমি নিজেই প্রস্তাব দিয়েছিলাম, তিনি টুলটি ব্যবহার করতে চান কিনা। টুলটি ব্যবহার করার মত সকল যোগ্যতাই বোধিসত্ত্বদার রয়েছে। আমাকে বললে আমিই নমিনেশনটা দিয়ে দিতাম :) অগ্রীম শুভেচ্ছা। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪০, ৯ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন পথে এলে। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৯:৪৮, ৯ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন Ibrahim Husain Meraj (আলাপ) ০৩:২৩, ১০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- পূর্ণ সমর্থন --মহীন রীয়াদ (আলাপ) ০৪:১৬, ১০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন --আফতাব (আলাপ) ১৫:১২, ১০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন ব্যক্ত করছি; একান্তই আন্তরিকভাবে! - Suvray ১৫:৫৩, ১০ মার্চ ২০১৫ (ইউটিসি)
- সমর্থন --রাফায়েল রাসেল (আলাপ) ০৩:০৩, ১১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন -- Sharif uddin (আলাপ) ০৩:১১, ১১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন -- Aasif (আলাপ) ০৬:৪৬, ১১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন ---- নাসির খান সৈকত • আলাপ • ০৭:২২, ১১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন --কল্যাণ সরকার (আলাপ) ০৮:০৫, ১১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন--ইকবাল হোসেন (আলাপ) ০৮:১১, ১১ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন--Motiur Rahman Oni (আলাপ) ০৯:০৪, ১২ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- পূর্ণ সমর্থন--Sujay25 (আলাপ) ১১:২৭, ১৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন--নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৪:৩৮, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন — মাসুম ইবনে মুসা কথোপকথন ১৪:৪৮, ১৬ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]