উইকিপিডিয়া:প্রশাসক/প্রশাসকত্ব পর্যালোচনা
এই পাতায় প্রশাসকত্ব পর্যালোচনার কার্যবিবরণী লিপিবদ্ধ আছে। প্রশাসকত্বের পুরনো পর্যালোচনা সংগ্রহশালা পাতায় দেখুন।
বাংলা উইকির নীতিমালা
|
---|
যদি কোনো প্রশাসক প্রশাসনিক অধিকারের অপব্যবহার করেন তবে তাঁর এই অধিকার সরানো যাবে। এছাড়া সম্পদায়ের আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতেও কোন প্রশাসকের প্রশাসকত্ব বাতিল করা যাবে। নিষ্ক্রিয় প্রশাসক অপসারণসম্পাদনা
স্বেচ্ছায় অপসারণসম্পাদনাযেকোন প্রশাসক স্বেচ্ছায় তাঁর প্রশাসক অধিকার বাতিলের জন্য উইকিপিডিয়া:ব্যুরোক্র্যাটদের আলোচনাসভায় অনুরোধ করতে পারেন। বিরোধ বা অভিযোগসম্পাদনাবেশীরভাগ ক্ষেত্রে, প্রশাসকের সাথে বিরোধগুলি স্বাভাবিক বিবাদ মিমাংসার প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান করা উচিত। যদি কোনও প্রশাসকের প্রশাসনিক ক্ষমতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, তবে সম্প্রদায়ের আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতেও কোন প্রশাসকের প্রশাসকত্ব বাতিল করা যাবে।
|
বার্তা টেমপ্লেট
সম্পাদনানীতিমালা অনুসারে যে প্রশাসক ঝুঁকিতে রয়েছেন তার আলাপ পাতায় কমপক্ষে ৭ দিন পূর্বে {{উইকিপিডিয়া:প্রশাসক/অপসারণ/সতর্কবার্তা}}
টেমপ্লেট ব্যবহার করে সতর্কতা বার্তা দিন।
২০২০
সম্পাদনাউর্ত্তীর্ণ হওয়া নীতিমালা অনুসারে, ১১ জন প্রশাসকের মধ্যে সকল প্রশাসক ২০২০-এর মার্চ মাস অনুসারে মানদণ্ডগুলি পূরণ করছেন। কোন পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই।
২০২১
সম্পাদনাউর্ত্তীর্ণ হওয়া নীতিমালা অনুসারে, ১১ জন প্রশাসকের মধ্যে সকল প্রশাসক ২০২১-এর মার্চ মাস অনুসারে মানদণ্ডগুলি পূরণ করছেন। কোন পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই।
২০২২
সম্পাদনাউর্ত্তীর্ণ হওয়া নীতিমালা অনুসারে, ১১ জন প্রশাসকের মধ্যে সকল প্রশাসক ২০২২-এর মার্চ মাস অনুসারে মানদণ্ডগুলি পূরণ করছেন। কোন পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই। (বি:দ্র. উইকিতানভির ৫০টি প্রশাসক কর্ম পূরণ করতে পারেন নি তবে ৭০টি অন্যান্য সম্পাদনা পূরণ করেছেন)
২০২৩
সম্পাদনাউর্ত্তীর্ণ হওয়া নীতিমালা অনুসারে, ১৩ জন প্রশাসকের মধ্যে ১২ জন প্রশাসক ১৪ অক্টোবর ২০২৩ অনুসারে মানদণ্ডগুলো পূরণ করছেন। নিম্নলিখিত প্রশাসক মানদণ্ড ২.১ (টীকায় দ্রষ্টব্য) পূরণ করতে ব্যর্থ হন:
- Jayantanth (আলাপ · অবদান)
নীতিমালা অনুসারে উপর্যুক্ত ব্যবহারকারীকে ১৪ অক্টোবর, ১৬:০৮ -এ বার্তা দেওয়া হয় এবং সাত দিন পর ২১ অক্টোবর স্টুয়ার্ড কর্তৃক অধিকার অপসারিত হয়।