উইকিপিডিয়া:পাতা সুরক্ষার আবেদন

পাতা সুরক্ষার আবেদন

উইকিপিডিয়ার কোনো নিবন্ধ ধ্বংসপরায়ণ কোনো ব্যক্তি দ্বারা অবাঞ্ছিতভাবে ক্রমাগত পরিবর্তিত হতে থাকলে সেটিকে সুরক্ষা করা হয়ে থাকে। এই সুরক্ষার কাজটি শুধুমাত্র প্রশাসকগণ করতে পারেন। আপনি যদি মনে করেন যে, কোন নিবন্ধকে সুরক্ষিত/অরক্ষিত করা প্রয়োজন, তাহলে নিচের নিয়মাবলি অনুসারে আবেদন পেশ করুন।

অনুরোধ করার নিয়মাবলি: আপনি যদি কোনো পাতা সুরক্ষিত বা অরক্ষিত করার অনুরোধ করতে চান, তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:

  • আপনি যদি কোনো পাতা অরক্ষিত করতে চান, তবে সবচেয়ে ভালো হয়, যেই প্রশাসক পাতাটি সুরক্ষিত করেছেন তার সাথে যোগাযোগ করা।
  • একটি চার স্তরের শিরোনাম যোগ করুন (যেমন: ==== {{lx|উদাহরণ}} ====, যেখানে ‘x’ হচ্ছে নামস্থানের সংকেত)। এটি পাতার শিরোনামসহ কয়েকটি প্রয়োজনীয় লিংককে হাইলাইট করবে। অনুগ্রহপূর্বক নিশ্চিত হোন যে, আপনি পাতার নামের বানান ভুল করেননি। একটি ছোট ভুলের কারণে তথ্যগুলো সঠিকভাবে প্রদর্শিত নাও হতে পারে।
  • আপনি যদি সুরক্ষার অনুরোধ করতে চান, তবে সুরক্ষার স্তর উল্লেখ করুন (যেমন: সম্পূর্ণ সুরক্ষা, অর্ধ-সুরক্ষা বা স্থানান্তর সুরক্ষা), এবং শিরোনামের নিচে বিস্তারিতভাবে সুরক্ষার কারণ উল্লেখ করুন।
  • অনুগ্রহপূর্বক অযৌক্তিকভাবে অসীম মেয়াদে সুরক্ষিত বা অরক্ষিত করার অনুরোধ করবেন না।
    • যদি কোনো পাতা নির্দিষ্ট সময়ের জন্য সুরক্ষার প্রয়োজন হয় (যেমন: বাধাদানকৃত ব্যবহারকারীর আলাপ পাতা তার বাধার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সুরক্ষিত করার প্রয়োজন), তবে তা পরিষ্কারভাবে উল্লেখ করুন।
    • আপনি যদি অসীম মেয়াদে অর্ধ-সুরক্ষিত করার আবেদন করতে চান, তবে মনে রাখুন যে, এটি শুধুমাত্র ধারাবাহিক ও অতিরিক্ত ধ্বংসপ্রবণতার কারণেই করা সম্ভব। যেখানে কয়েকটি নির্দিষ্ট সময়সাপেক্ষে অর্ধ-সুরক্ষা ঐ পাতার ধ্বংসপ্রবণতা রুখতে ব্যর্থ হয়েছে।
    • মনে রাখবেন, সম্পাদনা ও স্থানান্তর সুরক্ষার ক্ষেত্রে ভিন্ন ব্যাপ্তিকাল প্রযোজ্য হতে পারে। যেমন: একটি নিবন্ধ এক সপ্তাহের জন্য অর্ধ-সুরক্ষিত এবং অসীম মেয়াদের জন্য স্থানান্তর সুরক্ষিত হতে পারে।
  • চারটি টিল্ডা চিহ্ন (~~~~) যোগ করে আপনার অনুরোধ স্বাক্ষর করুন এবং সম্পাদনা সংরক্ষণ করুন।
  • মনে রাখবেন, এটি অন্য কোনো স্থান থেকে চলমান আলোচনা/তর্ক টেনে আনার স্থান নয়। যদি কোনো অনুরোধের প্রেক্ষিতে অতিরিক্ত বাদানুবাদ সংগঠিত হয় এবং পাতাটিতে সম্পাদনা যুদ্ধ ও বিষয়বস্তুর সংঘাত, ও একই সাথে ব্যক্তিগত আক্রমণ ও অভদ্র মন্তব্য চলতে থাকে, তবে তা এই পাতা থেকে সরিয়ে ফেলা হবে।
নামস্থান পাতা সুরক্ষিত/অরক্ষিত করার অনুরোধ আলাপ পাতা সুরক্ষিত/অরক্ষিত করার অনুরোধ
উল্লেখপূর্বক {{ln|নামস্থান|পাতার নাম}} {{lnt|নামস্থান|পাতার নাম}}
নিবন্ধ {{la|নিবন্ধ}} {{lat|নিবন্ধ}}
টেমপ্লেট {{lt|টেমপ্লেট}} {{ltt|টেমপ্লেট}}
উইকিপিডিয়া {{lw|পাতা}} {{lwt|পাতা}}
ব্যবহারকারী {{lu|ব্যবহারকারী}} {{lut|ব্যবহারকারী}}
বিষয়শ্রেণী {{lc|বিষয়শ্রেণী}} {{lct|বিষয়শ্রেণী}}
চিত্র {{lf|চিত্র}} {{lft|চিত্র}}
প্রবেশদ্বার {{lp|প্রবেশদ্বার}} {{lpt|প্রবেশদ্বার}}
সাহায্য {{lh|সাহায্য}} {{lht|সাহায্য}}
মিডিয়াউইকি অরক্ষিত করার সম্ভব নয় {{lmt|বার্তা}}

নতুন অনুরোধ যেভাবে করবেন:

==== {{lx|পাতার নাম}} ====
'''অর্ধ-সুরক্ষিত'''। আইপি থেকে উচ্চমাত্রার ধ্বংসপ্রবণতা। ~~~~

যেখানে, x হচ্ছে ‘a’-এর ক্ষেত্রে নিবন্ধ; ‘t’-এর ক্ষেত্রে টেমপ্লেট, এবং ‘ct’-এর ক্ষেত্রে বিষয়শ্রেণী আলোচনা, ইত্যাদি।

অনুগ্রহপূর্বক নতুন আবেদন শিরোনামের ঠিক নিচ থেকে (সবার ওপরে) যোগ করুন।

সুরক্ষিত করার বর্তমান অনুরোধসমূহ সম্পাদনা

নিলুফার আনজুম পপি সম্পাদনা

সাময়িক অর্ধ সুরক্ষিত: উৎসহীন বা দুর্বল তথ্যসূত্রসহ বিষয়বস্তু সংযোজন – তথ্যসূত্রবিহীন প্রচুর তথ্য যুক্ত করা হচ্ছে। সম্পাদক নিবন্ধের ব্যক্তির পরিচিত মনে হচ্ছে। তাই সাময়িক সুরক্ষিত করা হোক নিবন্ধটি। ~ নাহিয়ান আলাপ ০০:৩৫, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি, অনুরোধ করার পর আর সম্পাদনা হয়নি। Yahya (আলাপ) ২১:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রবেশদ্বার:মালদ্বীপ/বাক্স-উপর সম্পাদনা

সাময়িক অর্ধ সুরক্ষিত: চলমান অগঠনমূলক সম্পাদনা – বার বার আইপি থেকে রং পরিবর্তন। ~ ফায়সাল বিন দারুল (২০২৪) ২০:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে. Yahya (আলাপ) ২১:০৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রবেশদ্বার:ভুটান সম্পাদনা

অসীম অর্ধ সুরক্ষিত: চলমান ধ্বংসপ্রবণতা – বার বার আইপি হতে পরিক্ষামূলক পরিবর্তন। ~ ফায়সাল বিন দারুল (২০২৪) ১৭:০৪, ৪ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সুরক্ষিত করা হয়েছে। পাশাপাশি উক্ত আইপি কে প্রবেশদ্বার নামস্থান থেকে সম্পাদনা করতে একমাস সময়ের জন্য বাধা দেওয়া হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৭:১৫, ৪ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অরক্ষিত করার বর্তমান অনুরোধসমূহ সম্পাদনা

সুরক্ষিত পাতায় সম্পাদনার অনুরোধসমূহ সম্পাদনা