উইকিপিডিয়া:নিবন্ধ সৃষ্টিকরণ/পুনর্নির্দেশ/সংগ্রহশালা ১

Idul.jony (আলাপ) ১৮:৪৬, ২ জুন ২০১৫ (ইউটিসি)

  করা হয়েছে - Arr4 (আলাপ) ০৫:১০, ৪ জুন ২০১৫ (ইউটিসি)
  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: Chapai Nawabganj Polytechnic Institute
  • কারণ:
  • উৎস (যদি প্রযোজ্য হয়): Md. Idul Hasan Jony

Idul.jony (আলাপ) ১৫:৪৬, ৩ জুন ২০১৫ (ইউটিসি)

  করা হয়েছে - Arr4 (আলাপ) ০৫:১০, ৪ জুন ২০১৫ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: Chapai Nawabganj Polytechnic Institute

Idul.jony (আলাপ) ১৫:৪৯, ৩ জুন ২০১৫ (ইউটিসি)

  করা হয়েছে - Arr4 (আলাপ) ০৫:১০, ৪ জুন ২০১৫ (ইউটিসি)

Tuhin.vagabond (আলাপ) ২০:২৩, ২৫ জুলাই ২০১৫ (ইউটিসি)

  নিবন্ধ অপসারিত হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৮, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

Tuhin.vagabond (আলাপ) ২০:২৬, ২৫ জুলাই ২০১৫ (ইউটিসি)

  নিবন্ধ অপসারিত হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৮, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: জাকারিয়া মুন্না

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: নাম ঠিকানা
  • কারণ: দরকারি
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

Jakaria Munna (আলাপঅবদান) ১৭:৪৯, ২৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

  করা হয়নি--সাজিদ বার্তা ০৬:৪৩, ৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)

my picture

চিত্র:Computer/g:/01783888469.jpg

অনুরোধকৃত পুনর্নির্দেশ: Kazi Azam

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: Kazi Azam
  • কারণ: It's different
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ০২:০৫, ২৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

  করা হয়নি --আফতাব (আলাপ) ১৫:০০, ২৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: মোহাম্মদ বায়াজীদ খান পন্নী

#REDIRECT[[Muhammad Bayazeed Khan panni]]

{{একটি পুনর্নির্দেশ}}

  করা হয়নি, ইতিমধ্যে বিদ্যমান —শাকিল হোসেন আলাপ ১১:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: About Me

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: Ashik Sarkar
  • কারণ:
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

ImTheAshik (আলাপ) ১৮:৩৮, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

  করা হয়নি। এরকম পুনর্নির্দেশ করা হয় না। - Ahmad ১২:২৯, ৩ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: সোহানুর রহমান সোহান

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: দেশের দশের এক হওয়া
  • কারণ: দেশকে উন্নতিশীল দেশে বিশ্বের দোড গোড়ায় নিতে আপ্রাণ চেস্টা করব। যেন আমাদের দেশ বাংলাদেশকে সবাই জানে উন্নতিশীল দেশ।
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

Shohanu rahman shohan (আলাপ) ০৭:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)

  করা হয়নি সাধারণত কোনো নিবন্ধকে আরও যেসব নামে খোঁজা হতে পারে সেগুলো পুনর্নির্দেশ করা হয়। আপনার দেওয়া দুটি নাম সম্পর্কহীন - Ahmad ১৪:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: কারী আব্দুল বাসিত আব্দুস সামাদ মিশরী

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: [[ ]]
  • কারণ:
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

Khalilur Qaderi (আলাপ) ০৯:০৯, ৯ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি) জন্মঃ মৃত্যু

  করা হয়নি কি নামে পুনর্নির্দেশ করা হবে তা বলেননি - Ahmad ১৪:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: ইমামউদ্দিন আহমাদ

~মোঃ~সাজ্জাদুল~ইসলাম~

  করা হয়নিAhmad ১২:৫৭, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: নাঈম সরকার

NaYeem ahemd (আলাপ) ১৩:৩০, ৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)Nayeem ahemd

  করা হয়নি Wikimanbd (আলাপ) ০৬:৩৩, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: হযরত আলী (রাঃ)

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: to put every information together
  • কারণ: Cause same topic is distributed in various title.which is time consuming and confusion at the same time
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

Abonee (আলাপ) ০৫:৩৮, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

  করা হয়নিWikimanbd (আলাপ) ০৬:৩২, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: বাদশাহ সিকান্দার আলী

বাদশাহ সিকান্দার আলী ১৮৮২ সালে ২০শে মে মাসে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ বাজার জন্ম গ্রহণ করেন একাধারে কবি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি কতই বা বয়স কোন ব্যাপার নয় ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম আমার পাশে শুয়ে পড়লাম আর আপুকে আমার কাজের অভাব রয়েছে বলে জানান ওসি বলেন তিনি এসব মন্তব্য আমার পাশে বসে আমার কাছে দুঃখিত কিন্তু কথাগুলো সবাই আশা করি সবাই ভালোই আছেন সবাই লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আমি বললাম তুমি কি আমার পাশে বসে থাকা ছাড়া আর কিছুই করার ছিল বাজার আমার পাশে শুয়ে পড়লাম আমার পাশে শুয়ে পড়লাম আমার হাঁটু না কিন্তু ধর্ম ও জীবন ব্যবস্থার জন্য আমি সবার কাছে তার উওর ও জীবন বাঁচা গেল টাকা আয় করুন ফ্রী নেট ব্যবহার ফ্রী বাংলা ব্লগ আজি ব্লগ আজি রেজিষ্ট্রেশন করতে গেলে ব ব ব ব ব ব দূর থেকে দেখে আসছি আমি না হয় 🙊 না কিন্তু আমার কাছে মনে (যদি প্রযোজ্য হয়): কবি , কাজী রাজা ! NaYeem ahemd (আলাপ) ১১:১০, ১৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)Nayeem আহেমদ

  করা হয়নি -ইয়াহিয়াবলুন... ১১:২৪, ১৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: ডিসি কমিক্স

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: ডিসি কমিকস
  • কারণ:
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

VVangogh32 (আলাপ) ০০:৫২, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫৫, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: জে কে রাউলিং

VVangogh32 (আলাপ) ২১:০০, ২৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)

  করা হয়েছেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ২২:১৭, ২৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: মুসলিম স্পেন

Shuvo (আলাপ) ১৬:৪৯, ১২ জুন ২০২০ (ইউটিসি)

@Imran Shorif Shuvo:   করা হয়েছে। —ইয়াহিয়াবলুন... ১৭:০০, ১২ জুন ২০২০ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: মুসায়লামা মুসায়লামাহ

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: মুসাইলিমা
  • কারণ: অনেকে মুসায়লামা বা মুসায়লামাহ নামে চেনে সেই ব্যক্তিকে
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

Shuvo (আলাপ) ০৫:১৪, ১৩ জুন ২০২০ (ইউটিসি)

  করা হয়েছে —শাকিল হোসেন আলাপ ১১:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: মাসলামা মাসলামা বিন হাবিব

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: মুসাইলিমা
  • কারণ: ইংরেজি উইকি অনুযায়ী লোকটার আসল নাম মাসলামা বিন হাবিব
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

Shuvo (আলাপ) ০৫:৩০, ১৩ জুন ২০২০ (ইউটিসি)

  করা হয়নি ~ নাহিয়ান আলাপ ১৭:৪২, ২ আগস্ট ২০২০ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: [[ ]]

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: [[ ]]
  • কারণ:
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

Mahbubul Hasan Nahid (আলাপ) ১৬:৩৪, ১১ জুলাই ২০২০ (ইউটিসি) mahbubl hasan nahid

ব্যবহারকারী:Mahbubul Hasan Nahid: আপনি কোন নিবন্ধটিকে পুনর্নির্দেশ করতে চান এবং লক্ষ্য কি, তা উল্লেখ করেননি। ~ নাহিয়ান আলাপ ১৬:৩৮, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)
  করা হয়নি ~ নাহিয়ান আলাপ ১৭:৪২, ২ আগস্ট ২০২০ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: Shohail Islam

Shohail671 (আলাপ) ১৭:৩১, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)

  করা হয়নি -শাকিল হোসেন আলাপ ০৩:২৩, ১৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

আসগর আলী হসপিটাল

আশার ভাষা নিয়ে আসগর আলী হসপিটাল আছে আপনারই পাশে । https://www.asgaralihospital.com/https://commons.wikimedia.org/wiki/File:Asgar_ali_hospital_main_campus_3d_photo.jpg সমাজের সকল শ্রেনীর মানুষকে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষেই আমরা পুরান ঢাকার গেণ্ডারিয়ায় নির্মান করেছি এই বিশ্ব মানের আধুনিক এবং বিশেষায়িত হসপিটাল

Nurunnabirobin (আলাপ) ১১:৫৯, ২৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) ‘যা কিছু নতুন, তার শুরুই হয় পুরান ঢাকায়’ স্লোগান নিয়ে পুরান ঢাকায় গড়ে তোলা হয়েছে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘আসগর আলী হসপিটাল’। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে গেন্ডারিয়ার ধূপখোলা মাঠের পাশে সুবিশাল ভবনে চিকিৎসাকেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। গেন্ডারিয়ার অত্যাধুনিক চিকিৎসাসেবা নিয়ে গড়ে ওঠা এই হাসপাতালের কার্যক্রম সূচনার ঘোষণা করেন এর প্রতিষ্ঠাতা ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘যানজটসহ নানা কারণে এই অঞ্চলের লোকজন ঢাকার উত্তর অংশে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছে। অর্থ ও সময়—দুটোরই অপচয় হচ্ছে। এসব চিন্তাভাবনা থেকে ঘরের কাছেই আধুনিক চিকিৎসাসেবার সুযোগ করে দিতে এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। পুরান ঢাকায় আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, ভবিষ্যতে মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তাঁদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রক্তরোগ বিশেষজ্ঞ মনজুর মোরশেদ, সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জুবায়ের, হাসপাতালটির পরিচালক জাবরুল এস এম হকসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা। হাসপাতালটির পরিচালক জাবরুল এস এম হক বলেন, এই অত্যাধুনিক হাসপাতালে দেশের একমাত্র ‘মডিউল অপারেশন থিয়েটার’ রয়েছে। যেখানে অস্ত্রোপচারের সময় রোগীর দেহে সংক্রমণের কোনো আশঙ্কা থাকে না। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাসেবার সর্বাধুনিক প্রযুক্তি তথা যন্ত্রপাতি দিয়ে হাসপাতালকে সাজানো হয়েছে। উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিগ্রিধারী চিকিৎসকেরা রয়েছেন। গরিব রোগীদের জন্য রয়েছে বিনা খরচায় চিকিৎসাসেবাসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। বিশ্বমানের ল্যাবরেটরি-সমৃদ্ধ এ হাসপাতালে রয়েছে হেমাটোলজি ও ক্লিনিক্যাল প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও ইমিউনোলজি, হিস্টোপ্যাথলজি, ব্লাড ব্যাংক, মাইক্রোবায়োলজি, সার্জিক্যাল, গাইনি, ডেন্টাল, ইউরোলজি, চোখের চিকিৎসা ও কার্ডিয়াক ওপিডি, আলট্রাসনোগ্রাম, কোলনোস্কপি, ইসিজি, ইকো, মেডিসিন, কিডনি, শিশু ও নবজাতক, স্নায়ুরোগ, চর্মরোগ, ফুসফুসের অসুখ, নাক-কান-গলা, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এনডোস্কপিসহ বেশ কিছু বিভাগ। সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমানের বাবা মরহুম আসগর আলী ছিলেন গেন্ডারিয়া এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও দানশীল ব্যক্তি। তাঁর নামেই হাসপাতালটি গড়ে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন বিভাগে বিপুলসংখ্যক রোগীর উপস্থিতি দেখ গেছে। স্থানীয় ব্যক্তিরা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল, এখানে একটি উন্নত মানের হাসপাতাল হোক। সেটি হওয়ায় তারা খুব খুশি।

fb\nnrobin -- Nurunnabirobin (আলাপ) ১২:০১, ২৬ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

অনুরোধকৃত পুনর্নির্দেশ: [[ ]]

  • লক্ষ্যকৃত পুনর্নির্দেশ: গনোরিয়া
  • কারণ: বিষয় দুইটি একই
  • উৎস (যদি প্রযোজ্য হয়):

103.172.116.76 (আলাপ) ১৬:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)