উইকিপিডিয়া:স্বনির্ধারণ

(উইকিপিডিয়া:কাস্টমাইজেশন থেকে পুনর্নির্দেশিত)

কাস্টমাইজেশন একজন ব্যবহারকারী হিসাবে আপনাকে উইকিপিডিয়ার নিবন্ধ পড়া এবং সম্পাদনা করার কাজগুলি সহজে করতে সাহায্য করে। যে পরিবর্তনগুলি করা হবে সেগুলি কেবল আপনার ওয়েব ব্রাউজার থেকে উইকিপিডিয়া পরিভ্রমেণর সময় সক্রিয় হবে; অন্যন্য ব্যবহারকারীর জন্য এটির কোন প্রভাব থাকবে না। নিবন্ধিত ব্যবহারকারীর উইকিপিডিয়া কাস্টমাইজ করার সুবিধা পাবেন এবং শুধুমাত্র ব্যবহারকারী অ্যাকাউন্টে লগইন থাকা অবস্থাতে এই সুবিধা কার্যকর থাকবে।

এখান থেকে আপনি আপনার স্বাক্ষরও পরিবর্তন করতে পারবেন। স্বাক্ষর সাধারণত আলোচনা পাতায় কোন মন্তব্য লেখার পর ব্যবহার করা হয়।

ব্যবহারকারী নাম এবং স্বাক্ষর সম্পাদনা

আপনি যেসকল পাতা সম্পাদনা করবেন সেগুলির প্রতিটির সম্পাদনা ইতিহাস পাতায় আপনার ব্যবহারকারী নাম লেখা থাকবে। প্রথমবার নিবন্ধন করার সময় আপনাকে একটি ব্যবহারকারী নাম পছন্দ করে নিতে হবে। উইকিমিডিয়ার সকল প্রকল্পে কেবল একটি ও অভিন্ন "ব্যবহারকারী নাম" ব্যবহার করা উত্তম। তবে আপনি আলাদা নামও ব্যবহার করতে পারবেন, এমনকি নিবন্ধন সম্পন্ন করার পর ব্যবহারকারী নাম পরিবর্তন করার অনুরোধ করতে পারেন।

আলাপ পাতার কোন মন্তব্য লেখার পর আপনার স্বাক্ষর ব্যবহার করা উচিৎ। স্বাক্ষর সেই অংশটুকুকে বোঝানো হচ্ছে যা কোন আলাপ পাতায় ~~~~ চিহ্নটি ব্যবহারের পর সময় ও তারিখ এর আগে দেখা যায়। "আমার পছন্দসমূহ" পাতার "ব্যবহাকারী প্রোফাইল" ট্যাব থেকে এটি পরিবর্তন কর যাবে। তবে স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে এই নির্দেশনা মেনে চলুন।

স্বাক্ষর হিসাবে যে কোন উইকি টেকস্ট ব্যবহারের সুযোগও রয়েছে এখানে। আপনার স্বাক্ষরে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ দিতে না-চাইলে টিক দিন অপশনটির পাশের বক্সে টিক চিহ্ন দিলে এটি কার্যকর হবে। যেমন স্বাক্ষর লেখার নির্ধারিত স্থানে যদি আপনি "[[ব্যবহারকারী:ব্যবহারকারী নাম|নাম]] ([[ব্যবহারকারী আলাপ:ব্যবহারকারী নাম|আলাপ]])" লিখেন তবে সেটি নিচের মত প্রদর্শিত হবে। এখানে ব্যবহারকারী নামএকটি উদাহারণ হিসাবে দেখানো হয়েছে। আপনার স্বাক্ষর তৈরী করার সময় আপনার নিজের ব্যবহারকারী নাম লিখতে হবে।

নাম (আলাপ)

স্বাক্ষর ব্যবহার সংক্রান্ত কোন সমস্যার জন্য en:Wikipedia:How to fix your signature পাতাটি দেখুন।

পছন্দসমূহ সম্পাদনা

মূল নিবন্ধ: মেটা-উইকিতে আমার পছন্দ

লগইনকৃত ব্যবহারকারীরা কেবলমাত্র পছন্দসমূহ পরিবর্তন করতে পারবে। সর্বোমোট ৯টি ট্যাব এ পরিবর্তন করার জন্য প্রচুর অপশন রয়েছে। এখানে "আবরণ (skin)" ও "গ্যাজেটগুলি" ট্যাব নিয়ে আলোচনা করা হবে।

আবরণ (skin) সম্পাদনা

মূল নিবন্ধ: মেটা-উইকিতে স্কিন ব্যাখ্যা

মিডিয়া উইকি আবরণ হল ব্রাউজারে নিবন্ধ প্রদর্শনের ধরন। আবরণগুলিতে আলাদা আলাদা HTML কোড এবং কাসেকইইডং স্টাইল শীট (CSS) ব্যবহার করা হয়ে থাকে।

ডিফল্ট আবরণ হিসাবে MonoBook নির্ধারণ করে দেয়া থাকে। তবে এটির আরও বিভিন্ন সংস্করণ পাওয়া যায়। আপনি চাইলে ব্যবহারকারীদের তৈরী করা স্কীনগুলি পরিভ্রমণ করে দেখতে পারেন।

প্রত্যেক ব্যবহারকারীর আমার পছন্দসমূহ পাতায় বেশকিছু স্কিনের নাম লেখা আছে যেগুলো দিয়ে প্রধান পাতা প্রাকদর্শনের সুবিধা রয়েছে। ঐ নির্দিষ্ট স্কিনগুলি ব্যবহার করে এই পাতাটি দেখার জন্য নিচের টেবিলে বেশ কিছু লিংক দেয়া আছে।


monobook (default) cologneblue myskin chick dummy
standard (classic) nostalgia simple modern


অন্যান্য পাতার ক্ষেত্রে এটি পরীক্ষা করা জন্য title=Wikipedia:Customisation এর পরিবর্তে ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা ব্যবহার করুন। পুরাতন ওয়েব ব্রাউজারগুলির ক্ষেত্রে classic এবং আধুনিক ওয়েব ব্রাউজারগুলির জন্য monobook স্কীনটি ব্যবহার করতে পারেন ।

নিচের টেবিল হতে বিভিন্ন স্কীনের মূল CSS কোড এবং Common.css এর কোড এর জন্য Help:Mediawiki_CSS পাতায় দেখুন। Myskin.css পাতাটি খালি রয়েছে যেখানে আপনি আপনার নিজের কোড লিখতে পারবেন।


talk monobook talk cologneblue talk myskin talk chick talk common
talk standard talk nostalgia talk simple talk modern

 


গ্যাজেট সম্পাদনা

আমার পছন্দ সমূহ, এই বিশেষ পাতাটির অধীনে "গ্যাজেট" নামে একটি ট্যাব আছে যেখানে ব্যবহারকারী অ্যাকাউন্ট পরিবর্তন করার বেশ কিছু নতুন বৈশিষ্ট সংযোজনের অপশন পাওয়া যায়। তবে এই গ্যাজেটগুলি ব্যবহার করতে চাইলে আপনার ওয়েব ব্রাউজারে জাভাস্ক্রীপ্ট সক্রিয় থাকতে হবে। এই সরঞ্জামগুলি মূল মিডিয়াউইকি সফটওয়্যারের অংশ নয়, সাধারণত এগুলি তৈরী ও মান উন্নয়নের কাজ করেন উইকিপিডিয়ার ব্যবহারকারীরা। প্রশাসকরা নতুন গ্যাজেট সংযোজন করতে পারেন। প্রতিটি গ্যাজেটে যে স্ক্রীপ্ট এবং/অথবা CSS কোড ব্যবহার করা হয়েছে তা বিশেষ:Gadgets পাতা থেকে দেখা যাবে।

ব্যবহারকারী স্ক্রীপ্ট সম্পাদনা

ব্যবহারকারীদের তৈরী করা বেশ কিছু টুইক রয়েছে যেগুলোর মাধ্যমে উইকিপিডিয়া সম্পাদনার কাজ সহজে এবং দ্রুত করা যায়। এর কোন কোনটি কেবলমাত্র নির্দিষ্ট কিছু স্কিনের ক্ষেত্রে কাজ করে। আপনি যদি Monobook স্কিনটি ব্যবহার করেন তবে সাধারণভাবে সবগুলি স্কিনই কাজ করবে; তবে আপনি যদি অন্য কোন স্কিন ব্যবহার করেন তবে কোন কোন স্কিন কাজ নাও করতে পারে।

কিছু কিছু ব্যবহারকারী স্ক্রীপ্টে কেবল "আমার পছন্দসমূহ" পাতার গ্যাজেট ট্যাব থেকে একটি মাত্র ক্লিক করেই সক্রিয় করা যায়। অন্যান্য গুলির ক্ষেত্রে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ব্যক্তিগত জাভাস্ক্রীপ্ট পাতা তৈরী করে ব্যবহার করতে হয়। উদাহারণ স্বরূপ কখগ ব্যবহাকারীর যদি Monobook স্কিনটি পরিবর্তন বা নতুন করে তৈরী করতে চায় তবে সেটির ঠিকানা হবে ব্যবহারকারী:কখগ/monobook.js। এই ধরনের পাতাগুলি ঐ ব্যবহারকারী এবং প্রশাসকরা সম্পাদনা করতে পারে।

কয়েকটি ব্যবহারকারী স্ক্রীপ্টের তালিকা নিচে দেয়া হল:-

নাম সংস্করণ বর্ণনা স্কিন সম্পাদক
wikEd উইকিপিডিয়া সম্পাদনা পাতায় একটি পূর্ণাঙ্গ টেক্সট এডিটর ব্যবহারের সুযোগ করে দেয় এযমন উইকিকোড-এর বানান হাইলাইট করা, কোন শব্দ বা বাক্য খোঁজা বা প্রতিস্থাপন, মাইক্রোসফট ওয়ার্ড এবং HTML থেকে উইকিকোডে রুপান্তর, সার্ভার নিয়ন্ত্রণ মুক্ত "প্রাকদর্শন" এবং "পরিবর্তনসমূহ" দেখার সুবিধা ইত্যাদি। পূর্ণ পাতা সম্পাদনা মোড এবং একটি মাত্র ক্লিক করেই সাধারণ ভুল সংশোধন করার সুবিধা পাওয়া যায় এটি ব্যবহারের মাধ্যমে। যেকোন Cacycle
Edit Top ১.১.১ শুধুমাত্র নিবন্ধের প্রথম অংশটুকু সম্পদানার সুযোগ করে দেয় এটি। MonoBook pile0nades
[[ব্যবহারকারী:Lupin/navpopups|Navigation popups]] কোন লিংকে মাউসের পয়েন্টার রাখলে এটি ঐ নির্দিষ্ট নিবন্ধ বা ছবিটি একটি ছোট উইন্ডোতে দেখায়। যেকোন Lupin

ব্যক্তিগত CSS সম্পাদনা

অতিরিক্ত জাভাস্ক্রীপ্ট তৈরীর করার মত ব্যবহারকারী CSS পরিবর্তন করার সুযোগ রয়েছে যা উইকিপিডিয়া পাতা পরিভ্রমণের সময় বিভিন্ন বৈশিষ্ট পরিবর্তন করে ব্যবহার করা যায়। উইকিমিডিয়া সফটওয়্যার ডিফল্ট স্কিনের ওপর ভিত্তি করে এই পরিবর্তন গুলি করে থাকে। Monobook উইকিপিডিয়ার ডিফল্ট স্কিন তাই কখগ ব্যবহারকারী নিজেস্ব স্কিন তৈরী করতে চাইলে সেটির ঠিকানা হবে ব্যবহারকারী:কখগ/monobook.css

"আমার পছন্দ" পাতার গ্যাজেট ট্যাবে(ওপরে দেখুন) কিছু ব্যক্তিগত স্কিন নির্বাচন করার সুযোগ রয়েছে। তাই নিজে সম্পাদনা করার পরিবর্তে ঐ তালিকা থেকেও ব্যবহার করতে পারেন।

আরও দেখুন সম্পাদনা