উইকিপিডিয়া:উইকিপ্রকল্প রসায়ন

উইকিপ্রকল্পঃরসায়ন
উইকিপিডিয়া:উইকিপ্রকল্প রসায়ন/নিবন্ধ তৈরী নিবন্ধ সমন্বয়
উইকিপ্রকল্প উপাদান/টেমপ্লেট
সদস্য রসায়ন বিধিমালা
অর্জন IRC আলোচনা
উইকিপ্রকল্প রসায়ন
উইকিপিডিয়া:উইকিপ্রকল্প রসায়ন - এই প্রকল্পের লক্ষ্যই বাংলা উইকিপিডিয়াতে রসায়ন সম্পর্কিত নিবন্ধের মানোন্নয়ন করা।
উইকিপিডিয়া:উইকিপ্রকল্প রসায়নের অগ্রগতি - ০%

উইকিপ্রকল্প রসায়নে আপনাকে স্বাগতম! রসায়ন বিষয়ক বিভিন্ন ভাষায় উইকিপিডিয়া্র নিবন্ধসমূহ বাংলা ভাষায় অনুবাদকরণ এবং উইকিপিডিয়া নীতিমালা অনুসরণ করে রসায়ন বিষয়ক উল্লেখযোগ্য নতুন নিবন্ধ তৈরি এই প্রকল্পের উদ্দেশ্য। রসায়নে আগ্রহী উইকিপিডিয়ানগণের প্রচেষ্টায় রসায়ন সম্পর্কিত নিবন্ধসমূহ সম্পূর্ণ করতে উইকিপ্রকল্প রসায়ন সৃষ্টি করা হয়েছে। এই পাতা ও এর উপপাতায় রসায়নে আগ্রহী উইকিপিডিয়ানগণের মতামত ও পরামর্শ প্রকাশিত হয়েছে। আপনি যদি রসায়নে আগ্রহী হন তবে উইকিপ্রকল্প রসায়নে যোগ দিন।

সদস্য হওয়ার নিয়ম

সম্পাদনা

উইকিপ্রকল্প রসায়নে অবদান রাখতে আগ্রহী যে কোন ব্যক্তি নিজস্ব অ্যাকাউন্ট খুলে অথবা বিদ্যমান ব্যবহারকারী হলে পূর্বের একাউন্ট থেকে প্রবেশ করে সদস্য তালিকায় নাম যুক্ত করে উইকিপ্রকল্প রসায়নের সদস্য হতে পারেন এবং রসায়ন সম্পর্কিত সম্পাদনায় উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী নিজের মুল্যবান অবদান রাখতে পারেন। উইকিপিডিয়ায় নিজস্ব ব্যবহারকারী অ্যাকাউন্টের/আইডি অধিকারী সদস্যগণই তালিকায় নাম যোগ করে প্রকল্পের সদস্য হতে পারবেন। ব্যবহারকারী অ্যাকাউন্ট/আইডি না থাকলে এখানে ক্লিক করে একটি নিজস্ব আইডি তৈরি করে নিন| এরপর সদস্য তালিকায় নিজ নাম যোগ করুন।

shahed
shahed
  1. ফেরদৌস
  2. জশ ক্যাটজ১২
  3. Soumyapatra13
  4. ইফতেখার নাইম
  5. শাহরিয়ার ইসলাম আলভী
  6. Sourav halder
  7. মো. সাদমান ছাকিব
  8. আব্দুল হাসিব
  9. শাহেদ আহমেদ শুভ
  10. মোঃ ফারহান মাহমুদ
  11. মোহাম্মদ মারুফ
  12. Md. T Mahtab

রাসায়নিক নিবন্ধ

সম্পাদনা

টি রসায়ন বিষায়ক নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় অসম্পূর্ণ। তবে তালিকার বাহিরে আপনি রসায়ন সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ পাবেন যার প্রায় সকল নিবন্ধই অসম্পূর্ণ। নিচের যে কোন একটি নিবন্ধ বেছে নিয়ে সম্পাদনা শুরু করুন এবং উইকিরসায়নকে সমৃদ্ধ করুন।

সম্প্রসারণ করুন

সম্পাদনা

নিবন্ধ তৈরি করুন

সম্পাদনা

এখানে যান তালিকা পেয়ে যাবেন।

টেমপ্লেট

সম্পাদনা
কি লিখতে হবে? লিখলে কি হবে? বর্ণনা
{{ব্যবহারকারী/উইকিপ্রকল্প রসায়ন}}
 এই ব্যবহারকারী
উইকিপ্রকল্প রসায়নের একজন সদস্য।