উইকিপ্রকল্প রসায়নে আপনাকে স্বাগতম! রসায়ন বিষয়ক বিভিন্ন ভাষায় উইকিপিডিয়া্র নিবন্ধসমূহ বাংলা ভাষায় অনুবাদকরণ এবং উইকিপিডিয়া নীতিমালা অনুসরণ করে রসায়ন বিষয়ক উল্লেখযোগ্য নতুন নিবন্ধ তৈরি এই প্রকল্পের উদ্দেশ্য। রসায়নে আগ্রহী উইকিপিডিয়ানগণের প্রচেষ্টায় রসায়ন সম্পর্কিত নিবন্ধসমূহ সম্পূর্ণ করতে উইকিপ্রকল্প রসায়ন সৃষ্টি করা হয়েছে। এই পাতা ও এর উপপাতায় রসায়নে আগ্রহী উইকিপিডিয়ানগণের মতামত ও পরামর্শ প্রকাশিত হয়েছে। আপনি যদি রসায়নে আগ্রহী হন তবে উইকিপ্রকল্প রসায়নে যোগ দিন।
উইকিপ্রকল্প রসায়নে অবদান রাখতে আগ্রহী যে কোন ব্যক্তি নিজস্ব অ্যাকাউন্ট খুলে অথবা বিদ্যমান ব্যবহারকারী হলে পূর্বের একাউন্ট থেকে প্রবেশ করে সদস্য তালিকায় নাম যুক্ত করে উইকিপ্রকল্প রসায়নের সদস্য হতে পারেন এবং রসায়ন সম্পর্কিত সম্পাদনায় উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী নিজের মুল্যবান অবদান রাখতে পারেন। উইকিপিডিয়ায় নিজস্ব ব্যবহারকারী অ্যাকাউন্টের/আইডি অধিকারী সদস্যগণই তালিকায় নাম যোগ করে প্রকল্পের সদস্য হতে পারবেন। ব্যবহারকারী অ্যাকাউন্ট/আইডি না থাকলে এখানে ক্লিক করে একটি নিজস্ব আইডি তৈরি করে নিন| এরপর সদস্য তালিকায় নিজ নাম যোগ করুন।
৪ টি রসায়ন বিষায়ক নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় অসম্পূর্ণ। তবে তালিকার বাহিরে আপনি রসায়ন সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ পাবেন যার প্রায় সকল নিবন্ধই অসম্পূর্ণ। নিচের যে কোন একটি নিবন্ধ বেছে নিয়ে সম্পাদনা শুরু করুন এবং উইকিরসায়নকে সমৃদ্ধ করুন।