উইকিপিডিয়া:উইকিপ্রকল্প পুরনো ঢাকা
লক্ষ্য
সম্পাদনাপুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ এলাকা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উল্লেখযোগ্য স্থাপনার নিবন্ধ শুরু, পূর্ণতা দান এবং ছবি সংগ্রহ করা।
বাঞ্ছিত নিবন্ধের তালিকা
সম্পাদনাবিশিষ্ট ব্যাক্তিবর্গ
সম্পাদনাআগা সাদেক, আনন্দচন্দ্র রায়, আব্দুল আলী মৌলভী, আব্দুল গনি, আমীরউদ্দিন দারোগা, আলিম উল্লাহ, আলে আবু সালেহ, নবাব আহসানউল্লাহ, ইসলাম খাঁ, শেখ এনায়তেউল্লাহ, ওবায়েদুলাহ আল উবাদী, জেমস ওয়াইজ, কালী প্রসন্ন ঘোষ, কুঞ্জলাল নাগ, কৃষ্ণচন্দ্র মজুমদার, খাজা মুহম্মদ আসগর, খাজে দেওয়ান, গাজীউদ্দিন হায়দার, গোকুল মুন্সী, গোপাল বোসাক, চৌধুরী কাযেমুদ্দীন আহমেদ সিদ্দিকী, জগন্নাথ রায়, জীবনকৃষ্ণ রায়, জেসারত খাঁ, দীননাথ সেন, নবকান্ত চট্টোপাধ্যায়, নায়েব নাজিম, নীলাম্বর সেন, নূসরাত জং, বংশীলোচন মিত্র, শওকত আলী, সাদেক হোসেন খোকা, মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন মায়া, মওলা বক্স, সমর দাস
স্কুল
সম্পাদনাআনন্দময়ী স্কুল, কিশোরীলাল জুবলী হাইস্কুল, আর্মানিটোলা উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা উচ্চ বিদ্যালয়, কামরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, মুসলিম গর্ভমেন্ট হাই স্কুল, বাংলাবাজার সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, সেন্ট গ্রেগরি হাই স্কুল, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় (প্রাক্তন নারী শিক্ষা মন্দির), পোগজ স্কুল, মনিজা রহমান বালিকা বিদ্যালয়, ।
কলেজ
সম্পাদনাইডেন কলেজ, নটরডেম কলেজ, হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ, কবি নজরুল সরকারী কলেজ, বোরহানউদ্দিন কলেজ, মহানগর মহিলা কলেজ, ফজলুল হক মহিলা কলেজ।
বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ
সম্পাদনাঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল), ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি,
গুরুত্বপূর্ণ সরকারী দপ্তর
সম্পাদনাবাংলাদেশ সচিবালয়, ঢাকা জেলা জজ কোর্ট, জেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, ট্রেজারী,
গুরুত্বপূর্ণ স্থাপনা
সম্পাদনাআর্মেনীয় গির্জা, ইসলাম খাঁর মসজিদ, রমনা কালীবাড়ী, খাজা আম্বরের পুল, খাজা আম্বরের মসজিদ, খাজা শাহবাজের মসজিদ, খান মুহম্মদ মির্ধার মসজিদ, গুরু দোয়ারা, চকবাজার শাহী মসজিদ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, ছোট কাটরা, জগন্নাথ হল, জয়কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির, তারা মসজিদ, নর্থব্রুক হল, নিমতলী কুঠি, পূর্ব বাঙ্গালা ব্রাহ্ম সমাজ মন্দির, বড় কাটরা, বাহাদুর শাহ পার্ক, রূপলাল হাউজ, রোজ গার্ডেন, লালবাগ দূর্গ, লালবাগ শাহী মসজিদ, শক্তি ঔষধালয়, সাধনা ঔষধালয়, হুসনী দালান, সেন্ট থমাস চার্চ, সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল,
গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ এলাকা
সম্পাদনাআজিমপুর, আমলীগোলা, আরমানিটোলা, আলমগঞ্জ, আলুর বাজার, ইমাম গঞ্জ, ইসলামপুর, ওয়ারী, এনায়েতগঞ্জ, ওয়াইজঘাট, কলতাবাজার, কুলুটোলা, কসাইটুলী, কাগজীটোলা, কাপ্তান বাজার, কায়েতটুলী, কুমারটুলি, গণকটুলি, গেন্ডারিয়া, গোপীবাগ, গোলাপবাগ, গোয়াল নগর, চকবাজার, চাঁদনী ঘাট, চামারটুলি, চামেরী হাউস, চৌধুরী বাজার, টিকাটুলি, ঠাটারী বাজার, তাঁতীবাজার, দয়াগঞ্জ, দেওয়ান বাজার, ধূপখোলা, নওয়াবপুর, নয়াবাজার, নাজিরা বাজার, নারিন্দা, পাটুয়াটুলী, পানিটোলা, পীলখানা, পুরানা পল্টন, পোস্তগোলা, ফরাশগঞ্জ, ফরিদাবাদ, ফুলবাড়িয়া, বকশীবাজার, বসু বাজার, বংশাল, বাবুবাজার, বাংলাবাজার, রথখোলা, লক্ষ্মীবাজার ও স্বামীবাগ।
দর্শনীয় স্থান
সম্পাদনাআহসান মঞ্জিল, বলধা গার্ডেন, কার্জন হল, কেন্দ্রীয় শহীদ মিনার, তিন নেতার মাজার
ইতিহাস
সম্পাদনাঢাকায় আর্মেনী সম্প্রদায়, ঢাকায় ইংরেজ বণিক, ঢাকায় ওলন্দাজ বণিক, ঢাকায় গ্রীক বণিক, ঢাকায় পর্তুগীজ বণিক, ঢাকায় ফরাসি বণিক,
অন্যান্য
সম্পাদনাঈদ মিছিল, ঢাকা প্রকাশ, ধোলাই খাল, ঢাকা খৃষ্টান কবরস্থান, ঢাকার সর্দার, পীরজংগী মাজার, পঞ্চায়েত ব্যবস্থা, বিবি মরিয়ম কামান, আঞ্জুমান মফিদুল ইসলাম।
বাঞ্ছিত ছবির তালিকা
সম্পাদনা(যেসব ভবন/এলাকার ছবি তোলা হয়েছে, তাদের নামের পাশে চিহ্ন দেয়া আছে)
- উয়ারী
- জয় কালী মন্দির
- নর্থব্রুক হল
- রোজ গার্ডেন
- রূপলাল হাউজ
- আলীয়া মাদ্রাসা
- শাঁখারিবাজার
- দোলাই খাল
- বেগমবাজার মসজিদ
- বলধা গার্ডেন
- বাহাদুর শাহ পার্ক
- মুকিম কাটরা
- ঢাকেশ্বরী মন্দির
- খান মোহাম্মদ মির্ধার মসজিদ
- বড় কাটরা
- ছোট কাটরা
- হোসেনী দালান
- ঢাকা কেন্দ্রীয় কারাগার
- বিনত বিবির মসজিদ
- লালবাগ কেল্লা
- পরীবিবির মাজার
- লালবাগ শাহী মসজিদ
- চকবাজার শাহী মসজিদ
- নারিন্দা খ্রিস্টান কবরস্থান
- আর্মেনীয় গির্জা
- মিটফোর্ড হাসপাতাল
- মুসা খানের মসজিদ (কার্জন হলের পিছনে, শহীদুল্লাহ হলের কোনায়, এটি মুঘল আমলেরও আগের মসজিদ)