উইকিপিডিয়া:উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞান/সদস্য
উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞান
| |||||
---|---|---|---|---|---|
উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞান প্রধান / আলাপ |
টাস্কফোর্সেস |
সদস্য | মান নিয়ন্ত্রণ (আলাপ) |
স্বাগতম |
স্বাগতম!
সম্পাদনাএই উইকিপ্রকল্প পদার্থবিদ্যা পদার্থবিজ্ঞান সম্পর্কে জানতে আগ্রহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে পদার্থবিজ্ঞানের কোন বিশেষ ক্ষেত্রে গবেষণাকারী বা বাস্তবজীবনে পদার্থববিজ্ঞানীদের জন্য। এখানে অংশগ্রহণের করতে সকলকে স্বাগত জানানো হচ্ছে। কখনও কখনও পদার্থবিজ্ঞানীরা ভুলে যেতে পারেন, যে পাউলির বর্জন নীতি সকলের বোধগম্য নাও হতে পারে, বা পুনরায় স্বাভাবিকীকরণ বলতে কী বোঝায়। অন্য সময়ে, একজন সম্পাদকও একটি সাহসী সম্পাদনা এবং অনবধানতাবশত ভুল খুঁজে বের করতে পারেন যা শুধুমাত্র বিশেষজ্ঞরা খুঁজে বের করতে পারেন।
অংশগ্রহণকারীদের তালিকা
সম্পাদনামন্তব্য
সম্পাদনানিচের টেবিলে উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞানে অংশগ্রহণকারী ব্যবহারকারীদের তালিকা রয়েছে। কীভাবে তালিকায় নিজেকে যুক্ত করবেন তা যদি আপনি না জানেন তাহলে, দেখুন: নির্দেশনা। এরপরও যদি কোনো সমস্যা বোধ করে থাকেন তাহলে এই পৃষ্ঠার নীচের অংশে শুধুমাত্র আপনার তথ্যসমূহ ছেড়ে দিতে পারেন, এবং পরবর্তীতে অন্য কোন অভিজ্ঞ সম্পাদক তা সাজিয়ে দেবে।
উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞানে অংশগ্রহণকারী
সম্পাদনাতালিকায় নিজেকে যুক্ত করার নির্দেশিকা
সম্পাদনাএই লেখা তালিকায় কপি/পেস্ট করুন
সম্পাদনাদয়া করে তালিকাটি বর্ণানুক্রমিকভাবে রাখার চেষ্টা করুন। তালিকায় নিজের নাম যুক্ত করতে নিজের তথ্যের মাধ্যমে উদাহারনের তথ্য প্রতিস্থাপন করুন:
|- | [[ব্যবহারকারী:Moheen Reeyad|মহীন রীয়াদ]] | হ্যাঁ | আগ্রহের এলাকা | উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞানে ভূমিকা | অভিজ্ঞতা/শিক্ষা | {{nowrap|বববব-মম-দদ}}
- দয়া করে নিশ্চিত হয়ে নিন যে আপনার নামের উপরে এবং নিচে এই
|-
চিহ্নটি রয়েছে, অন্যথায় ছকটি সঠিকভাবে প্রদর্শন করবে না।
কয়েকটি মন্তব্য:
- ব্যবহারকারী: দয়া করে স্বাক্ষর ব্যবহার করবেন না।
- আগ্রহের এলাকা: নিজের সম্পর্কে আমাদের কিছুটা বলুন।
- উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞানে ভূমিকা: উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞান সম্প্রদায়ের সাথে জড়িত হতে চাইলে অথবা এই প্রকল্পের বিভিন্ন বিষয় হালনাগাদ করতে চাইলে আমাদের অবগত করুন।
- অভিজ্ঞতা/শিক্ষা: Sometimes people look for experts on specific topics, or people who are in the know. This lets them know what your "formal" background is.
উদাহরণ
সম্পাদনা- মহীন রীয়াদ:
| [[ব্যবহারকারী:Moheen Reeyad|মহীন রীয়াদ]] | হ্যাঁ | এই প্রকল্প পাতাসহ পদার্থবিজ্ঞানের অন্যন্য গঠনমূলক পাতা তৈরি করেছি। এছাড়াও আগ্রহ রয়েছে পদার্থবিজ্ঞান সম্পর্কিত নিবন্ধের মানোন্নয়নে সহোযোগী হিসেবে কাজ করার। | অংশগ্রহণকারী | স্নাতক অধ্যয়নরত | ২০১৪-১২-০৫
- এভাবে প্রদর্শন করবে:
ব্যবহারকারী |
সক্রিয়? |
আগ্রহের এলাকা | উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞানে ভূমিকা | অভিজ্ঞতা/শিক্ষা | যোগদান [বববব-মম-দদ] | |
---|---|---|---|---|---|---|
অয়ন | অংশগ্রহণকারী | ২০১১-০৮-১৬ | ||||
অারিফ মাহমুদ | অংশগ্রহণকারী | ২০১২-০৩-২৭ | ||||
সৌম্য | হ্যাঁ | পদার্থবিজ্ঞানের সবকিছুই, বিশেষ করে কোয়ান্টাম বলবিদ্যা,মহাবিশ্বতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, জ্যোতিপদার্থবিদ্যা, কনা পদার্থবিজ্ঞান, আপেক্ষিকতাবাদ ইত্যাদি | নতুন পাতা তৈরি করা, মানোন্নয়ন, সংশোধন | স্নাতক অধ্যয়নরত | ২০১৮-০১-১৬ | |
তানভির | হ্যাঁ | পদার্থবিজ্ঞানের মৌলিক কিছু বিষয় নিয়ে নিবন্ধ তৈরি করেছি। ভবিষ্যতেও মৌলিক বিষয়সমূহের পাশাপাশি পদার্থবিজ্ঞানের বিশেষায়িত বিভিন্ন টপিকের উপর কাজ করতে আগ্রহী। | অংশগ্রহণকারী | স্নাতক অধ্যয়নরত | ২০১৪-১২-০৫ | |
দায়ীন | অংশগ্রহণকারী | |||||
Buzzzman | অংশগ্রহণকারী | ২০১৩-০৯-১২ | ||||
মহীন রীয়াদ | হ্যাঁ | এই প্রকল্প পাতাসহ পদার্থবিজ্ঞানের অন্যন্য গঠনমূলক পাতা তৈরি করেছি। এছাড়াও আগ্রহ রয়েছে পদার্থবিজ্ঞান সম্পর্কিত নিবন্ধের মানোন্নয়নে সহোযোগী হিসেবে কাজ করার। | অংশগ্রহণকারী | স্নাতক অধ্যয়নরত | ২০১৪-১২-০৫ | |
মতিউর রহমান | হ্যাঁ | পদার্থবিজ্ঞান বিষয়টি সবসময়ই আনন্দদায়ক, যদিও রসায়ন ও গণিত বিষয়ে অধিক আগ্রহ রয়েছে । বিজ্ঞানযুক্ত সকল বিষয়েই আমি সাথে আছি । | অংশগ্রহণকারী | — | ২০১৪-১২-০৫ | |
মুহাম্মদ | অংশগ্রহণকারী | ২০০৭-১১-১৫ | ||||
রাফায়েল রাসেল | হ্যাঁ | পদার্থবিজ্ঞান বিষয়ে আগ্রহ এই প্রকল্পে কাজ করার জন্য উদ্দীপনা সৃষ্টি করে এবং আমি কাজ করতে আগ্রহী। | অংশগ্রহণকারী | স্নাতক সম্পন্ন | ২০১৪-১২-০৫ | |
Md. T Mahtab | হ্যাঁ | পদার্থবিজ্ঞানের প্রায় সকল বিষয়ে | অনুবাদক | ২০২৪-০৯-১২ | ||
Raihan Rana | হ্যাঁ | অংশগ্রহণকারী | স্নাতক অধ্যয়নরত | ২০১৪-১২-১১ | ||
শাহরিয়ার কবির পাভেল | হ্যাঁ | পদার্থবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক নিবন্ধ তৈরিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। | অংশগ্রহণকারী | পদার্থবিজ্ঞানে স্নাতক অধ্যয়নরত | ২০১৭-০২-২৬ | |
মোঃ ফারহান মাহমুদ | হ্যাঁ | পদার্থবিজ্ঞানের সবকিছুই, বিশেষ করে মহাবিশ্বতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, জ্যোতিপদার্থবিদ্যা, আপেক্ষিকতাবাদ আমার আগ্রহের বিষয়। | অংশগ্রহণকারী | ২০২২-০৭-০৯ | ||
সালেকিন | তড়িৎচুম্বকত্ব | মানোন্নয়ন, সংশোধন, পুনঃবিনাস | স্নাতক অধ্যয়নরত | ২০২৪-০৭-৩০ |
ব্যবহারকারী |
সক্রিয়? |
আগ্রহের এলাকা | উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞানে ভূমিকা | অভিজ্ঞতা/শিক্ষা | যোগদান [বববব-মম-দদ]
|
---|---|---|---|---|---|
মহীন রীয়াদ | হ্যাঁ | এই প্রকল্প পাতাসহ পদার্থবিজ্ঞানের অন্যন্য গঠনমূলক পাতা তৈরি করেছি। এছাড়াও আগ্রহ রয়েছে পদার্থবিজ্ঞান সম্পর্কিত নিবন্ধের মানোন্নয়নে সহোযোগী হিসেবে কাজ করার। | অংশগ্রহণকারী | স্নাতক অধ্যয়নরত | ২০১৪-১২-০৫ |
উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞান ব্যবহারকারী টেমপ্লেট
সম্পাদনাউইকিপ্রকল্প পদার্থবিজ্ঞানের সদস্যের বিষয়শ্রেণী তালিকায় আপনার নাম দেখাতে ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প পদার্থবিজ্ঞান}} যোগ করুন: